টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ বিষয়ক সভায় আমন্ত্রিতদে চূড়ান্ত তালিকা [শিডিউল আপডেট]

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউনস অফিসে আগামী শুক্রবার টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ এর চুড়ান্ত মিটিং বা সভা অনষ্ঠিত হবে।
এতে টেকটিউনস সি.সি.ও. জালাল ভাই, সি.ই.ও. মেহেদি ভাই এবং মডারেটর টিনটিন ভাই সহ বেশ কয়েকজন আমন্ত্রিত টিউনার উপস্থিত থাকবেন।
সাব মডারেটর নিয়োগ এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই আয়োজন । স্থান যথারিতি টেকটিউনস অফিস।

নিজেদের উপস্থিতি সম্বন্ধে ইতোমধ্যে অবহিত করেছেন

  • মেহেদী হাসান আরিফ – CEO
  • মোঃ শাহাজালাল – CCO
  • টিনটিন – Moderator
  • সাবটাইটেল / বৈধ মামুন
  • রনি পারভেজ
  • সাম্য
  • হাসিব
  • রকিবুল হায়দার
  • ফাহিম রেজা বাঁধন
  • Hasan Jubair (Al-fatah)
  • Ismail
  • অনুপম শুভ
  • তানভীর আহমেদ
  • বেনজামিন বাশার
  • Arif7
  • মোস্তফা আরাফাত
  • শাকিল আরেফিন
  • শিমুল
  • নাজমুল হাসান লানজু
  • মিশুক
  • আরিফ নিজামী

ফেসবুক আপডেট

অফিসিয়াল গ্রুপে ইভেন্ট ট্র্যাক রাখার জন্যে ফেসবুকেও একটি ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে। তবে ইভেন্টটি উন্মূক্ত নয়। লিষ্টের যাদের ফেসবুক আইডি আছে তারা টিনটিন ভাই অথবা আমাকে এ্যাড করে নিন । আমরা আপনাকে ইভেন্ট ইনভিটেশান পাঠিয়ে দেব। আশা করি এ্যাপ্রুভ করে দিবেন।

টেকটিউনস অফিস:

১২/১৯ স্যার সৈয়দ রোড, মোহাম্মাদপুর।
মনিকুঞ্জ, নিচতলা
সময় ৩.০০ ঘটিকায়

যোগাযোগ:

saifullahossain [at] gmail.com

অথবা ০১৭১৭৮৭৫১৮০

ঢাকার বাইরে থাকায় এবং আসতে পারবেন না জানানোয় বেশ কয়েকজন টিউনার এর নাম দেওয়া হয়নি। অনুগ্রুহপূর্বক এর জন্য হতাশ হবেন না।
আর আমন্ত্রিত টিউনার দের কে এই টিউনে কমেন্ট এর মাধ্যমে সভায় উপস্থিত থাকা নিশিচত করার অনুরোধ করা হলো। এইখানে গুগল ম্যাপ দেখে নিন

Level 0

আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাঙ্কস। আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। শাকিল ভাইকে ফোনে জানাব কোন সমস্যা হলে।

    ভাই আমাদের কেও জানাতে পারেন 😛

বাহ! আমার নামও দেখছি আছে। 😀 😀 😀 😀 😀
খুশীতে তো মাটিতে পা পড়ছে নাআআআআআআআআআআআ ……
ধন্যবাদ সাম্য ভাই ।
টেকটিউন্সের কাছে আমি চির ঋনী থাকব।

    আসতেছেন তো?

    জি ভাই অবশ্যই চেষ্টা করবো আসার জন্য যদিও শনিবার পরীক্ষা।

ভাই আমরা কি আসতে পারবনা? আমাদেরও দাওয়াত দেন।

amra keu nai sammo vaia

    @শাকিব চৌধুরী , বাংলা লেখাটা শিখে ফেলো।
    তোমাদের দুই ভাইয়ের মাত্ত্র ৮/৯ বছর বয়সে যে আগ্রহ তাতে, টেকটিউনের সাথে থাকলে তোমাদের কে আর ১/২ বছর এর মাঝেই অনেক বড় টিউনার হিসেবে দেখতে চাই।
    আর আমাকে মেইল কইরো। আমি তোমাদের সমস্যা গুলোর বাপ্যারে সাহায্য করবো।

Amara aste chai

যারা দাওয়াত পায় তাদের কোন খবর থাকে না আর যারা পায় না তারা অন্তত একবার সেখানে যেতে চায়। একেই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝা। ধন্যবাদ সাম্য টিউনটি করে সকলকে অবগত করার জন্য।

    আমার বদলে আপনি যাবেন হাসিব ভাই।

ভাই আমরা কি আসতে পারবনা? আমাদেরও দাওয়াত দেন।

    আমার বদলে তুমি যাও, কোন প্রবলেম নাই।

আমার নাম দেখছি আছে। আসার ইচ্ছা ছিল আসার কিন্তু কাল কাজে বাড়ি যেতে হচ্ছে। আমার ভাগ্য টা খারাপ। দোয়া থাকল। সফল হোক কাজ। অন্যরা দাওয়াত চাচ্ছে তাদের দাওয়াত দেন ভাই।

১১. মাইক্রোকাতার
আমি তো বর্তমানে আমিরাত এর আবু ঢাবিতে আছি।আমার পরির্বতে দেশে আছেন এমন কোন টিউনারের নাম প্রস্তাব করতে অনুরোধ করছি। শুভ কামনা রইল ।

    @মাইক্রোকাতার ভাই, দেশের অনেক ফোন পাইসি।
    কিন্তু ইন্টারনাশনাল কল শুধূ আপনেই করছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

সাম্য কারও নাম রিকোয়েষ্ট করলে অনেকেই তা মাইন্ড করে। তারপরেও আমি বলব রাসেল আহমেদ ওরফে ফটোশপ রাসেল কে ইনভাইটেশন পাঠানো যেতে পারে। জানি না আসবে কি না, তবে যারা না যাবেন দয়া করে তাদের নামটা কনফার্ম করুন।

শুভ কামনা রইল।

    যাক, ভালো কিছু বললেন। 😀 😀 😀

    মারুফ একটু অনলাইনে আইসো তো

    @সাম্য ভাই,

    আমি মনেহয় সব সময় খারাপ কিছুই বলি… 🙁 :'(

Level 2

ভেবেছিলাম লিস্টটা আরো লম্বা হবে। যাই হোক যাদের নাম আছে তারা থাকলেই চলবে।

    @ARO লম্বা কইরা দিলাম। দেখেন, আরও লাগবো?

হুমমম ভালো উদ্দোগ… আশা রাখি সফল হবে… তবে সাম্য ভাই মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার 😆

    আপনার নাম টা অবশ্যই দিতাম।
    যদি বাংলাদেশে থাকতেন।

    সমস্যা নেই পরের বার থাকার চেষ্টা করব…
    আর একটা অনুরোধ পারলে ভিডিও ধারন করে YouTube-এ আপলোড করে দিয়েন 🙂
    যারা অংশগ্রহন করতে পারবেনা তারা দেথে নিতে পারবে. plz

আমি ভেবেছিলাম আমার নামটা থাকবে। কিন্তু নেই ………….।
কি আর করা না থাকলে তো আর জান দেওয়া যাবে না।
ওভার ওল……………।
সবাইকে ধন্যবাদ।
সবচেয়ে বেশি ধন্যবাদ তাদের কে যাদের প্রচেষ্টায় আমাদের এই প্রিয় সাইট এর জন্ম।
বেস্ট ওফ লাক।

    ৪ টি মুল্যবান কমেন্ট করেছেন দেখে ভালো লাগলো।
    আরেকটু আকটিভ হইতে হবে রে ভাই।

সাম্য অনেক ধন্যবাদ। ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। আমন্ত্রিত টিউনারদের প্রাথমিক তালিকাতে আমাকে অর্ন্তভুক্ত করার জন্য আমি গবিত, আমি আপনাদের সাথে থাকতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত, আমার স্থলে অন্য কোন টিউনারকে অর্ন্তভুক্ত করুন। কারন আমি স্টাডির কারনে দেশের বাইরে অবস্থান করছি। প্রবাস থেকে আপনাদের সব্বোচ্চ সফলতা কামনা করি। অনেক দূর এগিয়ে যাক টেকটিউনস এই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ ।

    ধইন্যা। আমাদের সাথেই থাকবেন আশা করি।

🙁 🙁 🙁 🙁 জাগো প্রয়োজন তাদেরকে না দেখে মনটা খারাপ হইয়া গেল।

    যেমন? তারাতারি বলো……………………….

    রে ভাই কিলিয়াররররররররররর কন না কেন? কারে চান।

    আলমাস তুমি অনেক কিছুই হয়ত জান না, যাদেরকেই প্রয়োজন মনে করা হয়েছে তাদেরকেই এর আগেও ইনভাইটেশন পাঠানো হয়েছিল। কিন্তু তারা আসে নাই। কতবার শুধু শুধু ইনভাইটেশন পাঠাবে তুমিই বলো।

    আসলে আমার মন খারাপ হইছে, যারা দাওয়াত পাইছে তাগো কোন খবর নাই। ব্যপারটা কিছুটা “যার বিয়া তার খবর নাই, পাড়া পড়সীর ঘুম নাই” এই রকম হইসে ।
    আর আন্য যোগ্য টিউনার হিসাবে আমাদের প্রীয় ইসমাইল ভাই কে আমন্ত্রন করা যেতে পারে।

    ধন্যবাদ সবাইকে………………….

    আলমাস তোমার কথা একদিক দিয়ে ঠিক কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে বর্তমানে টেকটিউনসের। যার ফলে বেশি আমন্ত্রিত অতিথীদের জায়গা দিতে হয়ত সমস্যা হত। কিন্তু এখন যাদের ইনভাইট করা হয়েছে তাদের সাড়া দেয়া উচিৎ বলে মনে করি। তাদের মতামত টেকটিউনসের এডমিন প্যানেলকে অবহিত করার এটাই সুবর্ন সুযোগ। আর অনেকেই নিশ্চিতভাবে বলা যায় যে আসবেন না। কেননা তারা এক তো ঢাকার বাহিরে থাকেন নতুবা বাংলাদেশের বাহিরে। তারপরেও অবশ্য বলা দরকার। তবে প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌছনোর অনুরোধ করছি কেননা প্রত্যেকেরই সময়ের মূল্য রয়েছে আবার অনেকেই ঢাকার বাহির থেকে এই মিট-আপে যোগদান করবেন। আমন্ত্রিত টিউনার এবং ভিজিটরগন তাদের প্রতি খেয়াল রাখার বিশেষ অনুরোধ রইল।
    তবে আমার মনে হয় যারা আসবেন না কনফার্ম করেছেন তাদের একটি চূড়ান্ত লিষ্টও প্রকাশ করা দরকার তাহলে খুজে বের করতে সহজ হবে যে কতজন আগামি মিটিংয়ে আসবেন। যেমনঃ
    যারা আসতে পারবেন নাঃ

    এম ইয়াকুব
    সুখন
    মাইক্রোকাতার

    Level 2

    আলমাস, তোমার আন্তরিকতার জন্য ধন্যবাদ।
    আমি ভাবিনি যে, আমার নাম তালিকায় থাকবে।
    আমি সর্বোচ্চ চেষ্টা করবো উপস্থিত থাকতে।
    ভাল থেকো।

      ইসমাইল ভাই …… ব্যাক্তিগতভাবে আমি নিজে লজ্জিত ….. প্রথম আপডেটে আপনার নাম আমি আনতে ভূলে গিয়েছিলাম। টিউনের সংখ্যা এখানে মূখ্য ব্যাপারনা, আসলে টেকটিউন্সের প্রতি আন্তরিকতা আর কোয়ালিটি টিউন এবং সর্বোপরি যারা মোটামুটি এ্যাকটিভ টিউনার তারা ইনভিটেশান পেতে বাধ্য।

        Level 2

        ধন্যবাদ।

          Level 0

          সাম্য,ভাই, আপনাকে ধন্যবাদ,
          কারন টিউনটা কি রকম যেন
          কাদা ছুড়া ছুড়ি মতততততততততততত
          ইসমাল ভাই ধন্যবাদ আপনাকে অনেক দিন পরে দেখা পেলাম।

            @balobashe, কিছু মানুষ তো থাকবেই নিন্দা করার জন্য।
            এদের নিয়া কি আর করা যাবে।
            আমিও আশাহত।
            আরেকটা কথা, আপনার অবতার টি খুব সুন্দর।
            কিন্তু আপনার প্রোফাইল নাম টি অনেক হালকা।
            এটা কি আপনার আসল নাম? 😛 😛 😛 😛 😛 😛

              Level 0

              সাম্য,ভাই, না ,আসল নাম হল:–
              মো: তারিক হোসেন (পাভেল)
              ময়মনসিংহ ,০১৯২৪৮১২৮৯৮
              আমি একজন ব্যবসাই,সারা দিন সময় পাই না রাএ একটু সময় পাই আপনাদের (টেকটিউন্সের) সাথে থাকার জন্য,
              বাংলা লিখতে সমস্যা হয়।
              আপনাকে সহ টেকটিউন্সের সকল ভাইয়া ও আপুদের ময়মনসিংহে
              আসার দায়াওত রইল।
              আবার ও
              সাম্য,ভাই, আপনাকে ধন্যবাদ

              পাভেল ভাই… আমার বাসাও কিন্তু ময়মনসিংহে, R.K. মিশন রোড-এ 😉
              কিন্তু এখন দেশের বাইরে………..

              Level 0

              নাবিল.আমিন ভাই,আমার বাসাটা আকুয়া হাজিবাড়ি , অনেক দিন পরে দেশী ভাইয়ের গন্ধ পাইলাম ,হা হা হা হা হা হা ।
              ময়মনসিংহে আসলে নাবিল.আমিন ভাই আশা করি য়ে দেখা হবে

              নিন্দা বলছেন কেন? ব্লগে তো আলোচনা সমালোচনা থাকবেই এটা আসলে ব্লগিং এরই অংশ। এর মাঝে খাপ না খাওয়াতে পারলে টিকে থাকা দুষ্কর।

        হু………..

Level 0

ধন্যবাদ সাম্য ভাই। আসবো।

ধন্যবাদ সাম্য ভাই । আর আমি চেস্টা করবো থাকার চেস্টা করবো ।

লিষ্টে আমন্ত্রিত টিউনারদের আগামীকাল বিকালের মধ্যে তাদের উপস্থিতি সম্পর্কে আমাদের অবগত করতে বলা হচ্ছে ….. কারণ আমাদের আয়োজনের কিছু ব্যাপার আছে …….. আর আপনারা তারাতারি জানালে লিষ্টের আপডেটও তারাতারি পাবেন বলে আশা করে যাচ্ছে ,……..

    টিনটিন ভাই আপনি একটু টেকটিউনসের প্রথম পেজটা দেখেন পুরাতন টিউনগুলোতে ভরে গেছে। এইরকম কি কারনে হচ্ছে? একটু দেখবেন কি? একজন টপটিউনার যদি এইরকম ছলনার আশ্রয় নেয় তাহলে নতুন টিউনারগন কি করবেন?

    আসলে টেকটিউনের ঐ বাগটি আমি পরীক্ষা করে দেখছিলাম মাত্র যে এটা কাজ করে কিনা, প্রথম পাতায় টিউন আনাটা উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এটা পরীক্ষা করে দেখা। তারপরও আপনাদের সাময়িক সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

    @ শাকিল আরেফিন আপনি টেকটিউনসের বাগগুলো ক্ষতিয়ে দেখছেন এটা ভাল কথা কেননা এর ফলে টেবটিউনস সেই দূর্বলতাগুলো দূর করতে পারবে। কিন্তু কয়েকমাস আগের টিউনগুলো আবার প্রথম পেজে একসাথে ৪ টি টিউন নিয়ে আসার দরকার ছিল না। আর এখন প্রথম পেজ থেকে সরে গিয়ে সেগুলো ২য় পেজে অবস্থান করছে। আপনি বড় মাপের টিউনার তাই এইসব করে আপনার ইমেজটুকু নষ্ট করবেন না।

    ওটাও ঠিক করে দিচ্ছি আশা করি আর সমস্যা হবে না।

    আর আমি কয়েকটা টিউনই একসাথে দেখছিলাম এই বাগটি পরীক্ষার জন্য। তা শেষ করার পর আমি তখনই ঠিক করে দিতাম কিন্তু বিদ্যুত চলে যাওয়ায় আমি তখন তা করতে পারি নাই যার দরুন এই অপ্রতিকর ঘটনাটি ঘটে এর জন্য আমি সত্যিই দুঃখিত।

    আপনার অবগতির জন্য জানাই আমি এমনিতেই অনেক টিউন হোম পেজে প্রকাশ করি না। আমি আমার টিউনার পেজেই অনেক টিউন রাখি কারন আমার হোমপেজের প্রতি কোন লোভ নাই সেক্ষেত্রে আমার বিরুদ্ধে ছলনা বা ইমেজনষ্ট জাতীয় কথাবার্তা অবান্তর।

আচ্ছা এইটা কি সিরিয়াস নাকি ফান টিউন কারন বেশ কিছু টিউনারদের নাম দেয়া হয়েছে যারা দেশের এবং ঢাকার বাইরে থাকেন। আর দেশের বাইরে থেকে ডাকা হযেছে কয়েকজনকে যা নিছক ফান ছাড়া কিছুই না।তবে আমার নামটা মুছে দেন একজন টিউনার হিসেবে আমার এইটুকু কথা রাখবেন বলে আশা করি

    শাকিল ভাই , যেহেতু আপনি একজন দায়িত্বশিল টিউনার তাই কোন ব্যাপার পাবলিকলি বলার আগে নিশ্চিত হয়ে নিবেন কি বলতেছেন ।কারন আমি ১০০% নিশ্চিত আপনার লেখায় এবং জানায় ভুল আছে ।
    আর কিছু বললাম না একান্তই বাধ্য হয়ে কথাগুলো বললাম বলে দু:খিত ।ভালো থাকবেন।

      Level 2

      মামুন, আমি শহরে থাকি না। আমার বসবাস গ্রামে। নাঙ্গলকোট উপজেলায়। তবে শহরে আসা পড়ে মাঝে-মধ্যে। আপনি কোথায় থাকেন জানাবেন।

        ও আমার বাসা কান্দিরপাড় আপিন কখনো শহরে আসলে আমাকে ফোন দিয়েন আমার নাম্বার ০১৬৭৩৮৩২৬৪৩ ভালো থাকবেন।

          মামুন ভাই , কান্দিরপাড় কোন জায়গায়? আমার বাসস্থান পশ্চিম বাগিচাগাও। একজন দেশী টিউনার পাওয়া গেল। সবাই ভালো থাকেন।

            আসলে ভাই কান্দিরপাড় না রেইসকোর্স কাঠের পুল।আপনি বিকেলে যদি ধর্মসাগরপাড় আসেন তাহলে আমাকে কল দিয়েন আমার নাম্বার এই টিউনের কোন এক কমেন্টসে দেযা আছে।

              ঠিক আছে! তবে বর্তমানে আমি স্টাডির কারনে মালেশিয়ায় অবস্থান করছি, দেশে গেলে আশা করি স্বাক্ষাত হবে। সবাই সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ এর চুড়ান্ত মিটিং বা সভা সফল করুন।

              ইয়াকুব ভাই এখন কিন্তু আপনি আমার এলাকার আপনি যখন দেশে আসবেন খালি হাতে আসবেন না কিন্তু ,আমার জন্য কিছু অবশ্যই আনবেন।:)

              আমার বসটা আসলেই একটু ছোচা টাইপের, হা হা হা। মিয়া আজকে আপনের কোন খবরই পাইলাম না। ঘুমোতে গেলাম……..

              হাসিব ভাই আজকে নেটে দুনিয়ার ঝামেলা ছিল ।স্পিড কচ্ছবের চেয়েও খারাপ।একবার স্পিড আসে আরেকবার নাই ।রাত ১২টার পর ঠিক হইছে ।আপনে ঘুমান

              Level 0

              হাসিব ভাই আমি ও কিন্তু কম ছোচা নই ,আর কেও না জানলেও আপনি তো জানেন ?

              হ্যা মামুন ভাই আমি আপনার জন্য আমার কনভোকেশনের হেটটা রেডি করছি……ঠিক আছে…….! আর কিছু…..!

              ধর্মসাগর ? হা হা হা হা হা হা হাহা হি হিহি হিহি হিহি হিহি হিহি
              ক্যারাম নাটক টার কথা মনে করায় দিলা মামুন মিয়া।

    শাকিল ভাই …… আপনার মত সিনয়র টিউনারের কাছে এরকম মন্তব্য পাওয়াতে আমি অন্তত হতাশ!

    আর লিষ্টটা আমারই করা …… এবং আমি ভালো করেই জানি যে তারা দেশের বাইরে …… বিশেষ করে সজীব, আমার ছোট ভাইয়ের মত। রিয়াপু টেকটিউন্সের বড় আপুর মত, তিনিও দেশের বাইরে। মাইক্রোকাতারকে আমি বড় ভাই বলেই পরিচয় দেই। তারা টেকটিউন্সকে মনে প্রানে ভালোবাসেন এবং টেকটিউন্সের উন্নতি কামনা করেন। তারা আসতে পারবেনা বলে কি টেকটিউন্স তাদের আমন্ত্রন করে সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না?? আমারদের তাদের উপস্থিতি কাম্য নয় কি?

    আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন।

    আর বাকী টিউনারদের বলি,

    এ্যাডমিন বডির কারো কমেন্ট ছাড়া বিভ্রান্ত হবেন না। মডারেটর এখনও সিলেক্ট হয়নি। এ সপ্তাহেই আলোচনার মাধ্যমে সিলেক্ট করা হবে।

    ধন্যবাদ

    Keep tuning

    O.K. আমি তো টেকটিউনসের সাথেই থাকতে চাই। কিন্তু যখন কেউ জাতির বিবেক হিসেবে আ.কি.হ.রে. সিনড্রোম নিয়া আবির্ভূত হয় মেজাজটা তখনই গরম হয়। আমার মনে হয় নোটিশবোর্ড নামে একটা টিউনার রাখা দরকার।

    রনি ভাই ব্যাপারটা মনে হয় ঝামেলার দিকে যাচ্ছে ।যেহেতু সাম্যকে টিনটিন ভাই দায়িত্ব দিয়েছেন তাই এটা করতেই পারে আর আপনারা অবশ্যই জানেন পুরা ব্যাপারটা ।প্যাচ বাড়ালেই প্যাচ বাড়বেই।

    রনি ভাই …. সাম্য টিউন কম করলেও সে টেকটিউন্সের সাথে অনেকদিন যাবৎ আছে ….. এবং সে প্রথম মিটআপ এ ও ছিল ….. আমার মিড টার্ম এক্সাম থাকার কারণে আমিই সাম্যকে অনুরোধ করি টিউনটি করার জন্যে…….. আপনি সব সংশয় ফেলে চলে আসবেন আশা করি। আর তার টিউনটি এ্যাডমিন বডির পার্মিশানেই করা …… পার্মিশান না থাকলে অনেক আগেই পেন্ডিং হয়ে যেত

    ভাই, আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি ……….

    শাকিল ভাই এর অনুরোধ না রাখলে কি হ্য়?

    Level 2

    সাম্য শেষের দুইটা নামে কিঞ্চিত ভুল আছে ঠিক করে দাও। আর টিনটিন ভাই আপনার মিড কেমন হচ্ছে।

দেশ বিদেশের সবাইরে দেহি আমন্তন্ন কইরা বইসা রইছো :)।ভালো ভালো ।সাম্য এর নামটা দেখলাম না যে ঘটনা কি??
আসতেছি ইনশাল্লাহ দোয়া মাইরো আম্মারে কইছি শুক্রবারে ঢাকা যামু টেকা লাগবো আম্মা কয় কোন কাজে যাইবি ??আমি কইছি শেখ হাসিনার লগে দেহা করুম আপনের কোন দরকার আছে ম্যাডামরে কইতাম।আল্লায় জানে টাকা দেয়নি দোয়া কইরো যাতে টাকা দেয়।চারদিকে ঘুরাঘুরি কইরা সব টাকা শেষ।

Level 2

প্রথমতঃ দুঃখ প্রকাশ করছি এ জন্যে যে, ব্যস্ততার কারণে আমি অনেক পরে সাড়া দিচ্ছি।

দ্বিতীয়তঃ তালিকায় আমার নাম দেখে বিস্মিত হয়েছি। টেকটিউনস আমার টিউনের সংখ্যা খুবই কম। তবুও আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ঢাকার বাইরে (কুমিল্লায়) থাকি। এতদূরে থেকে টেকটিউনস এর কোন কাজে আসতে পারবো কিনা জানি না। তবুও আমি চুড়ান্ত চেষ্টা করবো সভায় উপস্থিত থাকতে। আর আমাকে কোন দায়িত্ব দেয়া হলে, সেটাও পালনে সাধ্যমত সচেষ্ট হবো।

সবার মঙ্গল কামনা করি।

    ওর ইসমাইল ভাই কয় কি আপনে কুমিল্লার নাকি??কই থাকেন কুমিল্লার ।আমিতো কুমিল্লা শহরে থাকি আর আপনি??

৩৩ নম্বরে আমার নামটা দেখে বেশ অবাক লাগছে…. 😀
যাক, দাওয়াত যখন পাইছি তখন সর্বোচ্চ চেষ্টা করব মিট-আপে যোগদান করার….

@সাম্য ভাই,
প্লিজ আমার কমেন্টের জন্য মাইন্ড কইরেন না। সত্যি বলছি আপনার ব্যাপারে আমার কোন অভিযোগ নাই। আমি কি বোঝাতে চেয়েছি সেটা নিশ্চয়ই বুঝেছেন। কোন কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। 🙁

Onekdin theke Techtunes_er sathe asi. Jodio tune korene. Techtunes_er proti onek ovijog ase. Asole jake valo lage tar protei onek ovijog thake. Techtune_o tai.

Techtunes_er ekjon neyomito visitor hishabe nijer kisu oviggota share korte chai. Amar bishshas amar kotha gulo Techtunes_k agiye jete sohayota korbe.

Moderator hobar moto joggota hoyto amar nei. Tobe amar kotha gulo moderator nirbachon korte shajjo korbe asha korsi.

Ami Khulna_y thaki. Jodi_o dure asi tobu_o onumoti korle Friday_te apnader sathe milito hobar chesta korbo.

Jodi somvob hoy tobe amake kisu bolar sujog diben.

Techtunes_er sobar mongol kamona korsi.

N.B. Ami type korte pare na. Keyboard dekhe type kore. Bangla keyboard kase nei tai English_a comment korlam. Ajonno khoma chaise.

    আপনি আপনার মোবাইল নম্বর দ্রুত আমাকে মেইল কুরন……. যেহেতু আপনি অনেক দূর থেকেও আসতে চাইছেন, তাই আপনার সাথে কথা বলা দরকার। আমরা চাইনা দূর থেকে এসে কেউ কোন সমস্যায় পড়ুক। আপনার থাকা খাওয়ার ব্যাপার যদি ক্লিয়ার থাকে, তাহলে চলে আসতে পারেন।

    আপনাকে তো বলেছিলাম বাংলায় লেখতে।
    যাই হোক। আপনি আসুন। আপনিও আমন্ত্রিত।

    Onumote debar jonno osongkho dhonnobad.
    Apnar mail address_ta amar jana nei.
    Tai number_ta akhanei dilam.

    01819704087

আমার মনে হয় টেকটিউনস কতৃপক্ষ আমার নামটা ভুল করে দিয়েছে।আমি কোন টিউনার না,মন্তব্য প্রদানকারি মাত্র।যে ভাবেই হোক নামটা এসেছে এবং নিজেকে সন্মানীত মনে করছি।কৃতজ্ঞতা স্বীকার করছি কতৃপক্ষের কাছে।
আসতে পারবোনা এটা জানাতে খুব খারাপ লাগছে।কিন্তু সত্য এটাই।না আসার প্রধান কারন আমার নামটা।আসা করি বুঝেছেন।সূদুর থেকে প্রার্থনা করছি আপনাদের মিলন মেলা সফল হোক।যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে এ বিশ্বাস আমার আছে।সবাই ভালো থাকুন।

    @প্রবাসী ভাই, আপনি কোন দেশে আছেন বললে ভালো লাগতো।

টেকটিউনসের জন্য শুভ কামনা রইলো।

Level 0

সবাইকে শুভ কামনা যারা nominee পেয়েছেন।
আর ধন্যবাদ এই টিউনের টিউনারকে,আমাকে জানিয়ে দেয়ার জন্য যে,আমি টিউনার হিসেবে কতটা পেছনে আছি ।
অর্থাৎ ১-৩৫ আমি নাই।

আবার ধন্যবাদ

    ভাই মার্ক বিপ্লব। কিছুই বলার নাই। রাত্ত্রে থেকে কি যে বিপদে আছি টিউন টা নিয়া।
    আপনার নাম ভাই ভুলে দেয়া হয়নি। আপনি অবশ্যিই আসবেন ভাই।

Level 0

টিনটিন ভাই, আমি কি আপনাদের মিলনমেলা একটু দেখতে আসতে পারি ? আর যদি সে সুযোগ টাও না থাকে তাহলে অন্তত নিরাপত্তার জন্য আমাকে ডাক দিয়েন . …………………………………..একটু মজা করলাম কিছু মনে কইরেন না . দুয়াকরি আল্লাহ যেনো আপনাদের মনের আসা পূরণ করেন .

    আইসা পরেন রাজন ভাই নো প্রবলেম

    rajon530 ভাই ক্ষমা চাচ্ছি। আসলে এত দ্রুত লিষ্ট টী করতে হইসিলো কিছু নাম বাদ পরে গিয়েছিলো।
    আপনি অবশ্যই আসবেন ভাই।

    Level 0

    সাম্য ভাই, ক্ষমা চাওয়ার কি আছে ? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না , এই মুহুর্তে নিজেকে খুব অপরাধী মনে হসসে কারন লিস্ট এ আমার নাম থাকা সত্তেও আমি আসতে পারসিনা , সবাইকে অবগত করার জন্য জানাছি যে আমি এখন বান্দরবান সেনানিবাস এ কর্মরত, অসংখ ধন্যবাদ টেকটিউনস কে লিস্ট এ আমার নাম দেয়ার জন্য, একটা অনুরোধ করবো , আমি যেহেতু আসতে পারবনা সেহেতু আমার নামটা চেঞ্জ করে আসতে পারবে এরকম একজনের নাম দেয়া হোক . আল্লাহ হাফেজ

Level 0

ভয় নাই আমি আছি সবসময় আপনার পাসে

    আসছেন তাহলে?

    টিনটিন ভাই মনে হয় না rajon530 ভাই আসতে পারবে কেননা সে এখন বান্দরবান আছেন। তবে হয়ত আসার চেষ্টা করবে।

    Level 0

    টিনটিন ভাই আপনাকে দেখে খুব ভালো লাগছে , তবে আসতে পারবনা বলে খুব খারাপ লাগছে , ঢাকা আসলে অবস্যই দেখা করবো ইনসাল্লাহ .

টেকটিউনের প্রতি শুভ কামনা রইল। আর nominee দের শুভেচ্চা।

    আপনাকেও জানাই শুভেছছা।

টেকটিউন এর প্রতি শুভ কামনা রইল। 😀

Level 0

টেকটিউনের যে কোন সম্মেলনে আসতে মন টা খালি আনচান আনচান করে৷ কিন্তু আমার পরীক্ষা কিছু দিন পরে তাই একটু সমস্যায় আছি৷ এজন্য আসতে পারতে ছি না৷ কিন্তু দূর থেকে দোয়া করি যেন সম্মেলন সফল হয়৷ ধন্যবাদ সকলকে৷

Level 0

গতকাল থেকে টেকটিউন use করে মজা পাচ্ছি। speed বেশি মনে হচ্ছে !

    আরে Arif7 ভাই ……. এখনও কোন স্পীডই আসে নাই ……. ক্লাউড টা কনফিগার হইতে দেন …… তারপরে দেখবেন স্পীড

মনে হয় এবারের টেকটিউন্স সভা ভালোই হবে । 😛 😛 😛

ধন্যবাদ আমাকে লিস্ট এ রাখার জন্য। খুব ভালো লাগছে। যদি কোনো উটকো ঝামেলা না হয় আশা করি দুপুরের খাওয়া শেষ করেই দৌড় দেব টেক টিউনস ওফিস এ…

Level 0

কমেন্ট গুলো অনেকটা Violence type হয়ে জাচ্ছে…
জাই হোক, আমি শুধু ১টা কথা share করব, সেটা হল ২১শে Feb তে আমি আমার ২ই জন ভালো বন্ধু নিয়ে গেলাম ৬.৪৫ এ এই ভেবে Techtunes পরিবারের পক্ষ থেকে ফুল দিব……………………..আমার আশার গুরে বালি……১ ঘন্টা দাড়িয়ে থেকে ও যখন কাউকে পেলাম না……তার ওপর যোগাযোগের জন্য দেওয়া নাম্বার বন্ধ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এতদিন আমি আই বেপারটা কাউকে জানাইনি……

    luckyFM ভাই,

    সেই ব্যাপারটার জন্যে আমি খুবই দুঃখিত এবং সবচেয়ে বড় ব্যাপার হল প্রোগ্রামটা আনঅফিসিয়াল ছিল………জিনি ঐ ইভেন্টটি অর্গানাইজ করছিলেন, তার নিকট আত্বীয় মারা যাওয়ার কারনে সেল ফোনটি বন্ধ ছিল বলে তিনি জানিয়েছেন …… আসলেই ব্যাপারটা দুঃখজনক এবং আপনার হয়রানীর জন্যে আমি লজ্জিত। তবে যেহেতু এটি একটি অফিসিয়াল মিটআপ, আশঙ্কার কিছু নেই।

    নির্দ্বিধায় চলে আসতে পারেন।

    ধন্যবাদ

    luckyFM ভাই,

    সেই ব্যাপারটার জন্যে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত।

    আসলে ঐ অনুষ্ঠানটার দায়িত্ব আমাকে প্রথমে দেয়া হয়েছিল তবে আমার নিকট আত্বীয় মারা যাওয়ার কারনে আমি এতে আসতে পারি নাই এবং আমার পরিবর্তে অন্য আরেকজন এটার দায়িত্ব নেয়। যেহেতু একটি দূর্ঘটনা ঘটেছিল তাই এমন হয়েছে আশা করি এর পূনরাবৃত্তি হবে না।

    Level 0

    Accident is accident
    but it should informed by update…..
    whatever i don’t mind……

    আমি এর সাথে সংশ্লিষ্ট অন্যদের জানিয়েছিলাম আগেই

যে সমস্ত টিউনার ভাইয়েরা এখনও কনফার্ম করেননি, তাদেরকে খুব শীঘ্রই তাদের উপস্থিতি এবং অনুপুস্থিতি সম্বন্ধে জানানোর জন্যে অনুরোধ করা হচ্ছে …… কারণ আমরা খুব শীঘ্রই ফায়নাল লিষ্ট কনফিগার করে ফেলব। যারা কোন রেসপন্স করবেন না তারা অটোমেটিক লিষ্ট থেকে বাদ পরে যাবার আশঙ্কা আছে।

ধন্যবাদ

Level 0

আমি খুব বেশি অবাক হচ্ছি যে আমার নামটা দেখে!!!!

খুব খুব খুব বেশি ইচ্ছা করছে আসতে কিন্তু কথা হচ্ছে শুক্রবার আমার চাচাত ভাই এর বিয়ে। তবুও আমি চেষ্টা করব অনুস্ঠানে আসতে। তারপর ও যদি আসতে না পারি আমি সাম্যকে অথবা শাকিল ইকে ফোনে জানিয়ে দিব।

Level 0

I am really happy to see my name on this tune. unfortunately I have a problem, but if I get any change I will come and join in the techtunes meting.

Thank you sammo. I will call you if I don’t join

Sorry , for writting in English. I got mid exam @ Friday 3pm….. so if i can manage the instructor i would come… i feeling really sad…..

    ইসস রে আরিফ নিজামী ভাই, আপনি আসলে ভালো লাগতো।

    আরিফ নিজামী,
    তুমি আসলে খুব ভাল লাগতো রে ভাই। কোনভাবেই কি সময় বের করা যায় না?

      আসলেই নিজামীকে মিস করব আমি ………. ছেলেটা গরমা গরম সেঞ্চুরী করেছে …… একটু সেলিব্রেট এর দরকার ছিল !

        টিনটিন ভাই … একটা অনুরোধ পারলে প্রোগামের ভিডিও ধারন করে YouTube-এ আপলোড করে দিয়েন
        যারা অংশগ্রহন করতে পারবেনা তারা দেথে নিতে পারবে……………… 😆

    স্যারকে রাজী করাতে পেরেছি । আমি আসছি । এটাকে কনফার্মেশন হিসেবে ধরে নিন ।

    ████████████████████████████████████████████████████████████████
    ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ GOOD ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓ ▓▒▒▓
    ████████████████████████████████████████████████████████████████

    কমেন্ট এ ছবি তাহলে দিলেন ই রনি ভাই? 😛 😛 😛

    @আরিফ নিজামী , ধইন্যা

ভাই আমরা কি আসতে পারবনা?খুব খুব খুব বেশি ইচ্ছা করছে আসতে । টেকটিউনের যে কোন সম্মেলনে আসতে মন টা খালি আনচান আনচান করে৷ কিন্তু আমারা মপস্বল এলাকার তাই একটু সমস্যায় আছি৷ এজন্য আসতে পারতে ছি না৷ কিন্তু দূর থেকে দোয়া করি যেন সম্মেলন সফল হয়৷ ধন্যবাদ সকলকে৷

    @ Masudul Alam ভাই,

    আপনার যদি ঢাকায় আসতে কোন সমস্যা না থাকে তাহলে চলে আসুন। কারণ, আরো একজন আসছেন সুদূর খুলনা থেকে।

    আশা করি তাড়াতাড়ি জানাবেন

    @দুঃসাহসী টিনটিন ভাই আপনার এভাটারটা গেল কই? আমিতো খুব সংশয়ে ছিলাম।

প্রিয় সাম্য ভাই আপনি জানতে চেয়েছেন আমি কোন দেশে থাকি।আমি ইতালিতে থাকি।ইতালির বিখ্যাত নগরী ভেনিস থেকে ১২০ কিলোমিটার দূরে মনফালকোনে নামে ছোট্ট একটা শহর আছে,সেখানে আমার বসবাস।আজ এখানে তুষারপাতে যা তা অবস্থা।আমার নামের উপরে ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবেন।ভালো থাকুন,টেকটিউনস পরিবারের সবাইকে হৃদয় থেকে ভালোবাসা।

ভাই আমি তো নতুন আমাকে নেওয়া যায় না । নাকি অপেক্ষাতে থাকতে হবে ।………

Level 0

শুভ কামনা রইল টেকটিউনের প্রতি।………………..

ধন্যবাদ সবাইকে, টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ এর চুড়ান্ত মিটিং বা সভা সাথক ও সুন্দর হউক।

ভাই আমার নাম সোহেল, আমার নাম লিস্টে দেখছি যদি আমার নাম হয় আমি আসব…

আরে আমার নাম দেখি লিষ্ট আচ্ছে, গত কয়েকদিন ঢাকার বাহিরে ছিলাম। আজ আবার অফিসের কাজে টাঙ্গাইলে যাব। অনেক আশা ছিল আসার। শাকিল ভাই আপনার বাংলালিংক ফোন বন্দ্ব থাকে কেন ? বলছিলেন পরের বার আসবেন । কিন্তু আসলেন না। আপনার জন্য অপেক্ষায় ছিলাম।

    ভাই আসলে খুব ব্যাস্ত থাকি এজন্য ফোন একেবারেই বন্ধ থাকে। আর ভাই আপনি আমাদের টেকটিউনারদের জন্য প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ দেখার জন্য আলাদা টিকিট রাখেন এবং আমন্ত্রন জানান দেখতে যাওয়ার কিন্তু আমরা ব্যাস্ততার জন্য আসতে পারি না সেজন্য আসলেই লজ্জিত। তবে এবার কথা দিচ্ছি ঢাকা টেস্ট চলাকালীন সময়ে আসবই একদিন।

amar vaia aste chai apnader apotti thakle asbe na se techtunes aar sub moderatoe hote chai na kintu se techtunes office e gete chai

    শাকিব চৌধুরী. আশা করি আমি তোমাদের কে বুঝাতে পেরেছি।
    তোমার বয়স ১০ বছর হইলেই সামনের বার দাওয়াত দেয়া হবে।
    নো চিন্তা। ডু খেলাধুলা।
    😀 😀 :D: :D: 😀 😀 😀 😀

    এটা শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য 😛 😛 😛 মানে ১৮+ মিটআপ 😛 😛 😛 😛

    শাকিল ভাই। হা হা প গে

মিশুকের নাম যোগ করার জন্য ধন্যবাদ ভাই।

Level 0

ইনশাআল্লাহ আসছি…কিন্তু লাঞ্চের ব্যবস্থা কে করবে???????????
সময় ত দেখছি ২.৩০
পরে ত খিদার চোটে ……:D
voy lage jodi na hoy
by the way
4 tar moddhe pack up hobe naki…..
amar abar CLASS nite hobe COACHING a

inform me plz @ 01670-319719

Level 2

I’m on the way to come, but there is a long jam on the road. So it may take a long while to reach. Yet I will try my best to attend as soon as possible. Thanks all.