টেকটিউনস অফিসে আগামী শুক্রবার টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ এর চুড়ান্ত মিটিং বা সভা অনষ্ঠিত হবে।
এতে টেকটিউনস সি.সি.ও. জালাল ভাই, সি.ই.ও. মেহেদি ভাই এবং মডারেটর টিনটিন ভাই সহ বেশ কয়েকজন আমন্ত্রিত টিউনার উপস্থিত থাকবেন।
সাব মডারেটর নিয়োগ এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই আয়োজন । স্থান যথারিতি টেকটিউনস অফিস।
অফিসিয়াল গ্রুপে ইভেন্ট ট্র্যাক রাখার জন্যে ফেসবুকেও একটি ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে। তবে ইভেন্টটি উন্মূক্ত নয়। লিষ্টের যাদের ফেসবুক আইডি আছে তারা টিনটিন ভাই অথবা আমাকে এ্যাড করে নিন । আমরা আপনাকে ইভেন্ট ইনভিটেশান পাঠিয়ে দেব। আশা করি এ্যাপ্রুভ করে দিবেন।
১২/১৯ স্যার সৈয়দ রোড, মোহাম্মাদপুর।
মনিকুঞ্জ, নিচতলা
সময় ৩.০০ ঘটিকায়
saifullahossain [at] gmail.com
ঢাকার বাইরে থাকায় এবং আসতে পারবেন না জানানোয় বেশ কয়েকজন টিউনার এর নাম দেওয়া হয়নি। অনুগ্রুহপূর্বক এর জন্য হতাশ হবেন না।
আর আমন্ত্রিত টিউনার দের কে এই টিউনে কমেন্ট এর মাধ্যমে সভায় উপস্থিত থাকা নিশিচত করার অনুরোধ করা হলো। এইখানে গুগল ম্যাপ দেখে নিন
আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাম্য অনেক ধন্যবাদ। ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত। আমন্ত্রিত টিউনারদের প্রাথমিক তালিকাতে আমাকে অর্ন্তভুক্ত করার জন্য আমি গবিত, আমি আপনাদের সাথে থাকতে পারছিনা বলে আন্তরিকভাবে দুঃখিত, আমার স্থলে অন্য কোন টিউনারকে অর্ন্তভুক্ত করুন। কারন আমি স্টাডির কারনে দেশের বাইরে অবস্থান করছি। প্রবাস থেকে আপনাদের সব্বোচ্চ সফলতা কামনা করি। অনেক দূর এগিয়ে যাক টেকটিউনস এই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ ।
আলমাস তোমার কথা একদিক দিয়ে ঠিক কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে বর্তমানে টেকটিউনসের। যার ফলে বেশি আমন্ত্রিত অতিথীদের জায়গা দিতে হয়ত সমস্যা হত। কিন্তু এখন যাদের ইনভাইট করা হয়েছে তাদের সাড়া দেয়া উচিৎ বলে মনে করি। তাদের মতামত টেকটিউনসের এডমিন প্যানেলকে অবহিত করার এটাই সুবর্ন সুযোগ। আর অনেকেই নিশ্চিতভাবে বলা যায় যে আসবেন না। কেননা তারা এক তো ঢাকার বাহিরে থাকেন নতুবা বাংলাদেশের বাহিরে। তারপরেও অবশ্য বলা দরকার। তবে প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌছনোর অনুরোধ করছি কেননা প্রত্যেকেরই সময়ের মূল্য রয়েছে আবার অনেকেই ঢাকার বাহির থেকে এই মিট-আপে যোগদান করবেন। আমন্ত্রিত টিউনার এবং ভিজিটরগন তাদের প্রতি খেয়াল রাখার বিশেষ অনুরোধ রইল।
তবে আমার মনে হয় যারা আসবেন না কনফার্ম করেছেন তাদের একটি চূড়ান্ত লিষ্টও প্রকাশ করা দরকার তাহলে খুজে বের করতে সহজ হবে যে কতজন আগামি মিটিংয়ে আসবেন। যেমনঃ
যারা আসতে পারবেন নাঃ
এম ইয়াকুব
সুখন
মাইক্রোকাতার
@ শাকিল আরেফিন আপনি টেকটিউনসের বাগগুলো ক্ষতিয়ে দেখছেন এটা ভাল কথা কেননা এর ফলে টেবটিউনস সেই দূর্বলতাগুলো দূর করতে পারবে। কিন্তু কয়েকমাস আগের টিউনগুলো আবার প্রথম পেজে একসাথে ৪ টি টিউন নিয়ে আসার দরকার ছিল না। আর এখন প্রথম পেজ থেকে সরে গিয়ে সেগুলো ২য় পেজে অবস্থান করছে। আপনি বড় মাপের টিউনার তাই এইসব করে আপনার ইমেজটুকু নষ্ট করবেন না।
আর আমি কয়েকটা টিউনই একসাথে দেখছিলাম এই বাগটি পরীক্ষার জন্য। তা শেষ করার পর আমি তখনই ঠিক করে দিতাম কিন্তু বিদ্যুত চলে যাওয়ায় আমি তখন তা করতে পারি নাই যার দরুন এই অপ্রতিকর ঘটনাটি ঘটে এর জন্য আমি সত্যিই দুঃখিত।
আপনার অবগতির জন্য জানাই আমি এমনিতেই অনেক টিউন হোম পেজে প্রকাশ করি না। আমি আমার টিউনার পেজেই অনেক টিউন রাখি কারন আমার হোমপেজের প্রতি কোন লোভ নাই সেক্ষেত্রে আমার বিরুদ্ধে ছলনা বা ইমেজনষ্ট জাতীয় কথাবার্তা অবান্তর।
শাকিল ভাই …… আপনার মত সিনয়র টিউনারের কাছে এরকম মন্তব্য পাওয়াতে আমি অন্তত হতাশ!
আর লিষ্টটা আমারই করা …… এবং আমি ভালো করেই জানি যে তারা দেশের বাইরে …… বিশেষ করে সজীব, আমার ছোট ভাইয়ের মত। রিয়াপু টেকটিউন্সের বড় আপুর মত, তিনিও দেশের বাইরে। মাইক্রোকাতারকে আমি বড় ভাই বলেই পরিচয় দেই। তারা টেকটিউন্সকে মনে প্রানে ভালোবাসেন এবং টেকটিউন্সের উন্নতি কামনা করেন। তারা আসতে পারবেনা বলে কি টেকটিউন্স তাদের আমন্ত্রন করে সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না?? আমারদের তাদের উপস্থিতি কাম্য নয় কি?
আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন।
আর বাকী টিউনারদের বলি,
এ্যাডমিন বডির কারো কমেন্ট ছাড়া বিভ্রান্ত হবেন না। মডারেটর এখনও সিলেক্ট হয়নি। এ সপ্তাহেই আলোচনার মাধ্যমে সিলেক্ট করা হবে।
ধন্যবাদ
Keep tuning
রনি ভাই …. সাম্য টিউন কম করলেও সে টেকটিউন্সের সাথে অনেকদিন যাবৎ আছে ….. এবং সে প্রথম মিটআপ এ ও ছিল ….. আমার মিড টার্ম এক্সাম থাকার কারণে আমিই সাম্যকে অনুরোধ করি টিউনটি করার জন্যে…….. আপনি সব সংশয় ফেলে চলে আসবেন আশা করি। আর তার টিউনটি এ্যাডমিন বডির পার্মিশানেই করা …… পার্মিশান না থাকলে অনেক আগেই পেন্ডিং হয়ে যেত
ভাই, আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি ……….
দেশ বিদেশের সবাইরে দেহি আমন্তন্ন কইরা বইসা রইছো :)।ভালো ভালো ।সাম্য এর নামটা দেখলাম না যে ঘটনা কি??
আসতেছি ইনশাল্লাহ দোয়া মাইরো আম্মারে কইছি শুক্রবারে ঢাকা যামু টেকা লাগবো আম্মা কয় কোন কাজে যাইবি ??আমি কইছি শেখ হাসিনার লগে দেহা করুম আপনের কোন দরকার আছে ম্যাডামরে কইতাম।আল্লায় জানে টাকা দেয়নি দোয়া কইরো যাতে টাকা দেয়।চারদিকে ঘুরাঘুরি কইরা সব টাকা শেষ।
প্রথমতঃ দুঃখ প্রকাশ করছি এ জন্যে যে, ব্যস্ততার কারণে আমি অনেক পরে সাড়া দিচ্ছি।
দ্বিতীয়তঃ তালিকায় আমার নাম দেখে বিস্মিত হয়েছি। টেকটিউনস আমার টিউনের সংখ্যা খুবই কম। তবুও আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ঢাকার বাইরে (কুমিল্লায়) থাকি। এতদূরে থেকে টেকটিউনস এর কোন কাজে আসতে পারবো কিনা জানি না। তবুও আমি চুড়ান্ত চেষ্টা করবো সভায় উপস্থিত থাকতে। আর আমাকে কোন দায়িত্ব দেয়া হলে, সেটাও পালনে সাধ্যমত সচেষ্ট হবো।
সবার মঙ্গল কামনা করি।
Onekdin theke Techtunes_er sathe asi. Jodio tune korene. Techtunes_er proti onek ovijog ase. Asole jake valo lage tar protei onek ovijog thake. Techtune_o tai.
Techtunes_er ekjon neyomito visitor hishabe nijer kisu oviggota share korte chai. Amar bishshas amar kotha gulo Techtunes_k agiye jete sohayota korbe.
Moderator hobar moto joggota hoyto amar nei. Tobe amar kotha gulo moderator nirbachon korte shajjo korbe asha korsi.
Ami Khulna_y thaki. Jodi_o dure asi tobu_o onumoti korle Friday_te apnader sathe milito hobar chesta korbo.
Jodi somvob hoy tobe amake kisu bolar sujog diben.
Techtunes_er sobar mongol kamona korsi.
N.B. Ami type korte pare na. Keyboard dekhe type kore. Bangla keyboard kase nei tai English_a comment korlam. Ajonno khoma chaise.
আমার মনে হয় টেকটিউনস কতৃপক্ষ আমার নামটা ভুল করে দিয়েছে।আমি কোন টিউনার না,মন্তব্য প্রদানকারি মাত্র।যে ভাবেই হোক নামটা এসেছে এবং নিজেকে সন্মানীত মনে করছি।কৃতজ্ঞতা স্বীকার করছি কতৃপক্ষের কাছে।
আসতে পারবোনা এটা জানাতে খুব খারাপ লাগছে।কিন্তু সত্য এটাই।না আসার প্রধান কারন আমার নামটা।আসা করি বুঝেছেন।সূদুর থেকে প্রার্থনা করছি আপনাদের মিলন মেলা সফল হোক।যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে এ বিশ্বাস আমার আছে।সবাই ভালো থাকুন।
সাম্য ভাই, ক্ষমা চাওয়ার কি আছে ? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না , এই মুহুর্তে নিজেকে খুব অপরাধী মনে হসসে কারন লিস্ট এ আমার নাম থাকা সত্তেও আমি আসতে পারসিনা , সবাইকে অবগত করার জন্য জানাছি যে আমি এখন বান্দরবান সেনানিবাস এ কর্মরত, অসংখ ধন্যবাদ টেকটিউনস কে লিস্ট এ আমার নাম দেয়ার জন্য, একটা অনুরোধ করবো , আমি যেহেতু আসতে পারবনা সেহেতু আমার নামটা চেঞ্জ করে আসতে পারবে এরকম একজনের নাম দেয়া হোক . আল্লাহ হাফেজ
কমেন্ট গুলো অনেকটা Violence type হয়ে জাচ্ছে…
জাই হোক, আমি শুধু ১টা কথা share করব, সেটা হল ২১শে Feb তে আমি আমার ২ই জন ভালো বন্ধু নিয়ে গেলাম ৬.৪৫ এ এই ভেবে Techtunes পরিবারের পক্ষ থেকে ফুল দিব……………………..আমার আশার গুরে বালি……১ ঘন্টা দাড়িয়ে থেকে ও যখন কাউকে পেলাম না……তার ওপর যোগাযোগের জন্য দেওয়া নাম্বার বন্ধ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এতদিন আমি আই বেপারটা কাউকে জানাইনি……
luckyFM ভাই,
সেই ব্যাপারটার জন্যে আমি খুবই দুঃখিত এবং সবচেয়ে বড় ব্যাপার হল প্রোগ্রামটা আনঅফিসিয়াল ছিল………জিনি ঐ ইভেন্টটি অর্গানাইজ করছিলেন, তার নিকট আত্বীয় মারা যাওয়ার কারনে সেল ফোনটি বন্ধ ছিল বলে তিনি জানিয়েছেন …… আসলেই ব্যাপারটা দুঃখজনক এবং আপনার হয়রানীর জন্যে আমি লজ্জিত। তবে যেহেতু এটি একটি অফিসিয়াল মিটআপ, আশঙ্কার কিছু নেই।
নির্দ্বিধায় চলে আসতে পারেন।
ধন্যবাদ
প্রিয় সাম্য ভাই আপনি জানতে চেয়েছেন আমি কোন দেশে থাকি।আমি ইতালিতে থাকি।ইতালির বিখ্যাত নগরী ভেনিস থেকে ১২০ কিলোমিটার দূরে মনফালকোনে নামে ছোট্ট একটা শহর আছে,সেখানে আমার বসবাস।আজ এখানে তুষারপাতে যা তা অবস্থা।আমার নামের উপরে ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবেন।ভালো থাকুন,টেকটিউনস পরিবারের সবাইকে হৃদয় থেকে ভালোবাসা।
থ্যাঙ্কস। আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। শাকিল ভাইকে ফোনে জানাব কোন সমস্যা হলে।