এবার ফ্রীতে বৈধভাবে ডাউনলোড করুন হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্ট করার অসাধারন একটি টুলস O&O Defrag 11 Professional Edition

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আগেই বলেছিলাম বৈধভাবে ডাউনলোড করা যায় এইরকম ভালো ভালো সফটওয়্যারগুলো আমি নিয়মিত শেয়ার করব সেই কথা রাখতেই আজকে হাজির হলাম নতুন আরেকটি অফারের সন্ধান নিয়ে এর আওতায় আপনি ফ্রীতে বৈধভাবে ডাউনলোড করতে পারবেন O&O Defrag 11 Professional Edition
অনেকেই হয়ত জানেন না ডিফ্র্যাগমেন্ট ব্যাপারটা কি ??তাদের জন্য বলছি মুলত হার্ডডিস্কের পারফর্মেস বাড়াতেই ডিফ্র্যাগমেন্ট করা হয়।অন্তত প্রতিমাসে একবারের জন্য হলেও এটা করা উচিত এর ফলে হার্ডডিস্কের পারফর্মেস এর উন্নতি হয়

এই সফটওয়্যারের বিশেষত্ত্ব

• খুব সহজে আপনার হার্ডডিস্ককে ফ্র্যাগমেন্ট করতে পারবেন
• এটি আপনার হার্ডডিস্ককে ফ্র্যাগমেন্ট হতে রক্ষা করবে
• আপনি আলাদা আলাদা ভাবে হার্ডডিস্কের যেকোন অংশ ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন
• ৫টি আলাদা আলাদা সিস্টেম দিয়ে হার্ডডিস্ককে ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন
• এছাড়াও আরও প্রয়োজনীয় অনেক ফিচার আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন

এই সফটওয়্যারটির দাম প্রায় ৫০ ডলার মানে বাংলা টাকায় ৩৫০০ টাকা কিন্তু বর্তমানে কিছু সময়ের জন্য আপনি বৈধভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
আর এজন্য আপনাকে প্রথমে এই লিংকে গিয়ে একটি ফর্ম পুরন করতে হবে তাহলে আপনাকে লাইসেন্স কোড মেইল করে জানিয়ে দিবে তারপর এই লিংক হতে ডাউনলোড করে নিন।

এই অফারটি কয়দিন চলবে তার কোন নির্দিষ্ট তারিখ নেই তবে বেশ কিছুদিন চলবে বলে আমার ব্যক্তিগত ধারনা।

আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তীতে নতুন কোন অফার নিয়ে আবার হাজির হব সেই পযর্ন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন।

Level 0

আমি বৈধ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কতটুকু বড় মনের মানুষ হলে টপ টিউনার দের এই ইদুর দোরের মাঝে আলাদা আইডি খুলে এই রকম টিউন করা যায়।
টুপি খোলা শূভেছছা রইলো। 😛 😛 😛 😛 😛

ধন্যবাদ ভাইয়া এরকম টিউন এর জন্য