ফ্রীতে বৈধভাবে ডাউনলোড করুন অসাধারন একটি সফটওয়্যার WinX HD Video Converter Deluxe

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রথমেই বলে নেই বৈধ মামুন আইডিটা হল সাবটাইটেল মামুন আইডির সিমিলার আইডি।শুধুমাত্ত বৈধ সফটওয়্যারের লিংক শেয়ার করার জন্যই এই আইডিটার উদ্ভাবন করেছি।অনেকেই মনে করতেছেন বৈধ সফটওয়্যার ব্যপারটা কি??আমাদের ব্যবহার করা প্রায় সফটওয়্যারই অবৈধ কেননা আমাদের মত গরিব দেশের বেলায় কিনে সফটওয়্যার ব্যবহার করা অসম্ভব যেমন মনে করুন উইন্ডোজ সেভেন এর দাম প্রায় ১৫০০০ টাকা এত টাকাদিয়ে কি আমাদের পক্ষে সফটওয়্যার কিনে ব্যবহার কার সম্ভব?? এজন্য আমরা ৫০ টাকা দিয়ে কিনে অবৈধভাবে উইন সেভেন ব্যবহার করি ।
তবে যেসব সফটওয়্যার টাকার বিনিময়ে ব্যবহার করা যায় এইসব সফটওয়্যারগুলো মাঝে মাঝে কিছুদিনের জন্য পেইড ভাসর্নগুলো ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দেয়।এইধরনের সুযোগকে বলা হয় Giveway ।
বিভিন্ন সাইট ব্রাউজ করতে গিয়ে এই ধরনের নানা অফার খুজে পাই।কিন্তু বিভিন্ন কারনে শেয়ার করা হয়না কিন্তু নিজে আবার ঠিকই ডাউনলোড করি।কিন্তু এখন থেকে এই আইডি দিয়ে সব Giveway অফার শেয়ার করব বলে ঠিক করেছি।এবং সাথে সাথে টেকটিউনস কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন এই ধরনের অফারের জন্য আলাদা একটা স্পেস বরাদ্ধ দেয়।

তাহলে চলুন আজকের অফার টি নিয়ে আলোচনা করি

আজকে আপনাদের সাথে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তা হল WinX HD Video Converter Deluxe
এই সফটওয়্যারটি আপনারা ১৫ ই মার্চ পযর্ন্ত ফ্রিতে বৈধভাবে ডাউনলোড করতে পারবেন।
এই সফটওয়্যারটি দিয়ে আপনারা প্রায় সব ধরনের ভিডিও কনভার্ট করতে পারবেন।সাথে সাথে ভিডিওকে হাইডেফিনেশনেও কনভার্ট করতেও পারবেন।যারা আইফোন ব্লাকব্যারি নকিয়া ইত্যাদি মোবাইল ব্যবহার করেন তারাও তাদের মোবাইল উপযোগি ভিডিও কনভার্ট করতে পারবেন।

তাহলে আর দেরি না করে এই্ লিংক হতে ডাউনলোড করে নিন আর ডাউনলোড করার পর এই সিরিয়াল WINHCD-GIVE-AWAY-2010 কি টি বসিয়ে দিন ব্যাস কাজ শেষ । এই সফটওয়্যার সম্বন্ধে বিস্তারিত জানতে এ্‌ইখানে দেখুন

কেমন লাগলো জানাবেন

Level 0

আমি বৈধ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই চমৎকার টিউন। অনেক ধন্যবাদ

Level New

ধন্যবাদ ফ্রীতে বৈধভাবে আরও ভালো কিছুর আশায় থাকলাম।

এ ধরনের পোষ্ট সবার পছন্দ।তাই এপোষ্টগুলো নিয়মিত হলে সবাই উপকৃত হবে।সুতরাং আপনি চালিয়ে যান।আমরা আছি।

বৈধ মামুনকে বৈধভাবে স্বাগতম টেকটিউনসে 😉
ডাউনলোড করছি এক্ষুনি।

উইন্ডোজ সেভেন এর দাম পনের হাজার বললে অবৈধ সফটওয়্যার ব্যবহারের প্রবণতা বাড়বে বই কমবে না। উইন্ডোজ সেভেন (ষ্টার্টার) এর দাম চার হাজারেরও কম- এটাও বলে নেয়া উচিত ছিল।