টেকটিউনস অফিসে গত শনিবার ছিল টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ এর মিটিং বা সভা। এতে টেকটিউনস সি.সি.ও. জালাল ভাই, সি.ই.ও. মেহেদি ভাই এবং মডারেটর টিনটিন ভাই সহ বেশ কয়েকজন আমন্ত্রিত টিউনার উপস্থিত ছিলেন। এখানে আলোচনা করা হয় টেকটিউনসের ভবিষ্যত রুপরেখা নিয়ে। তবে সেদিন কোন সাব মডারেটরকেই নিয়োগ করা হয়নি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার আবার টেকটিউনস অফিসে আরেকটি সভার আয়োজন করা হয়েছে।
টেকটিউনস একটি বন্ধুসুলভ প্রযুক্তিভিত্তিক ব্লগিং সাইট যেখানে প্রত্যেক টিউনার এবং ভিজিটরদের মাঝে রয়েছে অত্যান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যা আরো জোড়ালো করতে টেকটিউনসে এখন থেকে প্রযুক্তিভিত্তিক এবং মানসম্মত টিউনের প্রতি আরো বেশী জোর দেয়া হবে। প্রযুক্তি বহির্ভূত টিউন, উস্কানীমূলক ও অশালীন মন্তব্য এড়ানোর জন্যই টেকটিউনসে কিছু সাব-মাডারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। সাব-মডারেটরগন শুধু আপনাদের টিউন এবং মন্তব্যই মনিটরিং করবেন না বরং আপনাদেরকে কিভাবে আরও ভাল টিউন করা যায় সেই ব্যপারেও পরামর্শ দিবেন এবং সাথে সাথে আপনাদের টিউনের ভুল ত্রুটি গুলো শুধরে দেবেন।
টেকটিউনসে সাব-মডারেটর নিয়োগের ফলে একদিকে যেমনি ভাল টিউনার বেরিয়ে আসবে তেমনি অপরদিকে মানসম্মত টিউনের পরিমান বৃদ্ধি পাবে। যদি আপনি নিজেকে অথবা আপনার পছন্দের কোন টিউনারকে সাব-মডারেটর হিসেবে যোগ্য মনে করেন তাহলে আর দেরী না করে এখনই মন্তব্যের মাধ্যমে টেকটিউনস কতৃপক্ষকে তা অবহিত করুন এবং আগামী শুক্রবার টেকটিউনস অফিসে এসে আপনার প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরুন। এখানে উল্লেখ্য যে শুধু ইচ্ছা প্রকাশ করলেই কেবল আপনি সাব-মডারেটর নিয়োগ সভায় আমন্ত্রিত হয়ে আপনার মতামত জানাবার সুযোগ পাবেন অন্যথায় নয়। এ ব্যাপারে আপনার সক্রিয় অংশগ্রহন আমরা আশা করছি কারন আপনাদের ভালবাসা এবং সহযোগিতার ফলেই টেকটিউনস আজ এতদূর আসতে পেরেছে।
এই রকমের হাই ট্রাফিকের সাইট চালাতে গেলে এডমিন প্যানেল এ যেমন যোগ্য মডারেটর এবং ডেভলপার দরকার তেমনি আরো কিছু আনুসঙ্গিক কাজ এর জন্য দরকার একটি যথোপোযুক্ত প্যানেল। ঠিক এজন্যই আমরা চাচ্ছি আপনার অংশগ্রহন।
বিঃদ্রঃ - আগামী শুক্রবার আরেক দফা সাব-মডারেটর নিয়োগ সভা ডেকেছেন আমাদের সম্মানিত মডারেটর টিনটিন ভাই। তার মতে হয়ত আরো কিছু চৌকস সাব-মডারেটর উঠে আসবে এতে করে। সাব-মডারেটরদের বাড়তি কিছু কাজ করতে হবে। টেকটিউনসের আরও ব্যাপক প্রচার এবং প্রসারের জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন তথ্য দেবার জন্য ধন্যবাদ আপনাকে……………. 🙂 টেকটিউনের জন্য শুভ কামনা সব সময়।