টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ বিষয়ক সভা যেখানে আপনিও পেতে পারেন সাব-মডারেটর হিসেবে নিয়োগ!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউনস অফিসে গত শনিবার ছিল টেকটিউনসের সাব-মডারেটর নিয়োগ এর মিটিং বা সভা। এতে টেকটিউনস সি.সি.ও. জালাল ভাই, সি.ই.ও. মেহেদি ভাই এবং মডারেটর টিনটিন ভাই সহ বেশ কয়েকজন আমন্ত্রিত টিউনার উপস্থিত ছিলেন। এখানে আলোচনা করা হয় টেকটিউনসের ভবিষ্যত রুপরেখা নিয়ে। তবে সেদিন কোন সাব মডারেটরকেই নিয়োগ করা হয়নি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার আবার টেকটিউনস অফিসে আরেকটি সভার আয়োজন করা হয়েছে।

টেকটিউনস একটি বন্ধুসুলভ প্রযুক্তিভিত্তিক ব্লগিং সাইট যেখানে প্রত্যেক টিউনার এবং ভিজিটরদের মাঝে রয়েছে অত্যান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যা আরো জোড়ালো করতে টেকটিউনসে এখন থেকে প্রযুক্তিভিত্তিক এবং মানসম্মত টিউনের প্রতি আরো বেশী জোর দেয়া হবে। প্রযুক্তি বহির্ভূত টিউন, উস্কানীমূলক ও অশালীন মন্তব্য এড়ানোর জন্যই টেকটিউনসে কিছু সাব-মাডারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। সাব-মডারেটরগন শুধু আপনাদের টিউন এবং মন্তব্যই মনিটরিং করবেন না বরং আপনাদেরকে কিভাবে আরও ভাল টিউন করা যায় সেই ব্যপারেও পরামর্শ দিবেন এবং সাথে সাথে আপনাদের টিউনের ভুল ত্রুটি গুলো শুধরে দেবেন।

আপনিও হতে পারেন সেই সাব-মডারেটরদের একজন

টেকটিউনসে সাব-মডারেটর নিয়োগের ফলে একদিকে যেমনি ভাল টিউনার বেরিয়ে আসবে তেমনি অপরদিকে মানসম্মত টিউনের পরিমান বৃদ্ধি পাবে।  যদি আপনি নিজেকে অথবা আপনার পছন্দের কোন টিউনারকে সাব-মডারেটর হিসেবে যোগ্য মনে করেন তাহলে আর দেরী না করে এখনই মন্তব্যের মাধ্যমে টেকটিউনস কতৃপক্ষকে তা অবহিত করুন  এবং আগামী শুক্রবার টেকটিউনস অফিসে এসে আপনার প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরুন। এখানে উল্লেখ্য যে শুধু ইচ্ছা প্রকাশ করলেই কেবল আপনি সাব-মডারেটর নিয়োগ সভায় আমন্ত্রিত হয়ে আপনার মতামত জানাবার সুযোগ পাবেন অন্যথায় নয়। এ ব্যাপারে আপনার সক্রিয় অংশগ্রহন আমরা আশা করছি কারন আপনাদের ভালবাসা এবং সহযোগিতার ফলেই টেকটিউনস আজ এতদূর আসতে পেরেছে।

টেকটিউনস পরিচিতি

এই রকমের হাই ট্রাফিকের সাইট চালাতে গেলে এডমিন প্যানেল এ যেমন যোগ্য মডারেটর এবং ডেভলপার দরকার তেমনি আরো কিছু আনুসঙ্গিক কাজ এর জন্য দরকার একটি যথোপোযুক্ত প্যানেল। ঠিক এজন্যই আমরা চাচ্ছি আপনার অংশগ্রহন।

পরিকল্পনা ও আশার বানী

  • প্রথমেই সুখবরটি দিয়ে নেই, অনেকেই টেকটিউন্সের লোডিং টাইম নিয়ে বিরক্ত এবং চিন্তিত। তবে আশার বানী হচ্ছে যে, এডমিন প্যানেল থেকে জানানো হয়েছে যে, টেকটিউনসের জন্যে ক্লাউড (রেক স্পেস) সার্ভার কিনে নেয়া হয়েছে এবং এটাকে কনফিগার করছেন আমাদের সি.ই.ও. মেহেদী ভাই। এতে আর অল্প কিছুদিন সময় লাগবে। কারণ হূট করেই ক্লাউডে চলে গেলে আরো মারাত্বক সমস্যা হতে পারে বলে জানিয়েছেন তিনি। তাই পরিপূর্ণরুপে কনফিগার হতে একটু সময় লাগছে।
  • খুব শীঘ্রই টেকটিউনস এডমিন প্যানেলে এবং তাদের কার্যপরিধিতে আসছে পরিবর্তন যা টেকটিউনসকে করবে আরো গতিশীল।
  • শীঘ্রই টেকটিউনস সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সামিটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ টিউনারদের কে পুরস্কৃত করা হবে। এটি হবে একটি বর্নাঢ্য পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
  • টেকটিউনসে আরও কিছু বিভাগ বা বিষয় ভিত্তিক টিউনকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • টেকটিউনসের সামগ্রিক লোডিং টাইম কমিয়ে এনে টেকটিউন কে দ্রুতগতির সাইটে এ রুপান্তর করা হবে।
  • টেকটিউনস ভালোবাসে প্রযুক্তি কে আর প্রযুক্তি ভালবাসা আপনাকে। তাই টেকটিউনসের প্রতি আপনাদের যে সব পরামর্শ, অভিযোগ কিংবা অনুরোধ র‌য়েছে তা মন্তব্যের মাধ্যমে টেকটিউনস কে অবহিত করুন।

বিঃদ্রঃ - আগামী শুক্রবার আরেক দফা সাব-মডারেটর নিয়োগ সভা ডেকেছেন আমাদের সম্মানিত মডারেটর টিনটিন ভাই। তার মতে হয়ত আরো কিছু চৌকস সাব-মডারেটর উঠে আসবে এতে করে। সাব-মডারেটরদের বাড়তি কিছু কাজ করতে হবে। টেকটিউনসের আরও ব্যাপক প্রচার এবং প্রসারের জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।

Level 0

আমি সাম্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন তথ্য দেবার জন্য ধন্যবাদ আপনাকে……………. 🙂 টেকটিউনের জন্য শুভ কামনা সব সময়।

    আমি একবার বলেছিলাম টেকটিউনে “চ্যাট রুম চাই”, ভয়েস চ্যাট রুম হলে ভালো হয় আশা করি কতৃপক্ষ এটা বিবেচনা করবেন এবং সবাই একমত হবেন চ্যাটরুমের ব্যাপারে…./

      Level 0

      টিনটিন ভাই , এতো বড় একটা সংবাদ দেয়ার জন্য অসংখ ধন্যবাদ

        rajon530 ভাই আরও সুখবর আসছে আগামী শুক্রবার। দোয়া করবেন যাতে সাব মডারেটর রিক্রুটমেন্ট মিটআপটা সফল হয়। ধন্যবাদ………………

          Level 0

          ধন্যবাদ হাসিব ভাই সুখবরটা দেয়ার জন্য …………………………রাজন

      থ্যাঙ্কস। মিট-আপ কি সবার জন্য উন্মুক্ত?

      জ্বি।

    ভাই এই সাইটের সব জায়গাই প্রায় ভরাট হইয়া যাইতেছে, চ্যার রুমের চেয়ে আমার মনে হয় বেশী দরকার হইল টপ কমেন্টার লিস্ট যার ফলে সবাই কমেন্ট করে টপকমেন্টার লিস্টে নিজেদের অবস্থান তৈরি করার জন্য বেশী বেশী কমেন্ট করবে।

    দুটোই প্রয়োজন বলে আমি মনে করি। 😉

    দুই জনের সাথেই আমি একমত। 😛 😀

    বিবেচনা করে দেখা হবে ইনশাল্লাহ।

    আমিও আলমাসের সন্ঙ্গে একমত।

তথ্য গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ । আশা করি টেকটিউনস সাফল্যর শীষে পৌছুক।

    নাবিল ভাই, এর মতো টেকটিউনের কাছে আপনাদের আশা বা চাহিদা গুলো তুলে ধরুন।
    আপনাদের প্রস্তাব গুলো টেকটিউনকে আরো অনেক ইউসার ফ্রেন্ডলি করে তুলবে ইনশাল্লাহ।

ভালো উদ্যোগ। সামিট অনুষ্ঠানে দাওয়াত চাই। ধন্যবাদ সাম্য ভাই।

    আমাদে্র ১ম সামিট কে অসাধারন করে তোলার জন্য আপনাদের পরামর্শ গুলো তুলে ধরুন।

সামিটের রেজিস্ট্রেশান ফর্ম কয়েকদিনের মধ্যেই উন্মূক্ত করা হবে।

আরেকটি গুরুত্বপূর্ন তথ্য হচ্ছে, আপনাদের মধ্যে থেকে কেউ যদি স্বেচ্ছায় মডারেটরের দায়ীত্ব নিতে চায় অথবা মিটআপে উপস্থিত থেকে তার অভিযোগ অথবা সাজেশান সম্বন্ধে আমাদের অবগত করতে চায়, তারা অবশ্যই মন্তব্য করবেন।

আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করেই আগামী মিটআপে ইনভিটেশান পাঠানো হবে।

আরো কিছু জানার থাকলে আমাকেও মেইল করতে পারেন

[email protected]

    সব ফাস হইয়া গেল………………………

    ধন্যবাদ টিনটিন ভাই। জটিল একটা সুসংবাদ পাইলাম। আমার টেকটিউনস একদিন সবচেয়ে বড় এবং জনপ্রীয় পরিনত হোক এই কামনা মহান আল্লাহর কাছে করি। দেখতে চাই আমার স্বপ্নের টেকটিউনস ………………… 🙁

    আলমাস, নতুন কিন্তু প্রতিভাবান টিউনার দের নিয়ে ও অনেক পরিকল্পনা আসে আমাদের।
    ভালো থেকো।

চরম সুসংবাদ । 🙂

সাম্য ভাই আপনার কাছ থেকে আরও টিউন চাই।

    সম্মানিত মামুন ভাই, আপনাদের মতো মানুষ দের কাছে আমরা মিটিং এ সরাসরি উপ্সথিতি কামনা করি।

    বস আসেন না আগামী শুক্রবার, আসলে আমি সবচেয়ে বেশি খুশি হব।

অব্যশই ভাল উদ্দেগ্ , এতে টেকটিউনস আরো উন্নতি করবে। আশা করি টেকটিউনস সবার শীষে পৌছাবে।

    সেই লক্ষে এগিয়ে যেতে আমাদেরকে আপনাদের সুবিধা এবং অসুবিধা গুলো জানান।

Many Many Thanks..

খুব ভালো লাগলো। টেক টিউনস এ আমি মুটামুটি নতুন। আমার মনে হয় ক্লাউড সার্ভার কিনে নেয়াটা জটিল সংবাদ। কিন্তু ক্ষুদ্র জ্ঞান থেকে একটা দাবি জানাতে চাই, যেহেতু এই সার্ভার সেটাপ ও মেন্টেন করা একটু জটিল , আমরা যেন এর গেরাকলে পরে টেক টিউনস এর নিয়মিত দর্শন থেকে বঞ্চিত না হই। আর লাইভ চেট তো ফরজ হয়ে গেছে। প্লিজ এটাকে টপ চয়েস রাখবেন। এবং দাওয়াত কিন্তু জলদি চাই , পেলেই অফিস ফেলে ছুটে আসব!!!

    আসলেই জটিল কাজ সার্ভার কনফিউগর করা।

    তবে আমি “লাইভ চেট” এর বিপক্ষে। এটা টিউন এর সংখ্যা কমিয়ে দিতে পারে।

ধন্যবাদ ভাই আমরা শুধু চাই টেকটিউনস দীর্ঘজীবি হোক আর এটা লোড নিতে যেন একটু কম সময় লাগে….

    লোডিং টাইম নিয়া অভিযোগ আর থাকবে না, আশা করি। 😀

তবে যে উদ্দেশ্যে সাম্যের এই টিউন করা ….. সেই উদ্দেশ্য এখনও সফল হয়নি আমি বলব ……… কোন স্কীলফুল টিউনারও এই পর্যন্ত মডারেটর হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেননি ……. আমার মনে এটা একটা ভালো সূযোগ ….. আপনিও হতে পারেন টেকটিউন্স ফ্যামিলির একজন ………. আগামী শুক্রবারের মিটিংয়ে আগ্রহী মডারেটেরদের উপস্থিতি বাঞ্চনীয় ….. তবে এখানে আপনাকে সেই আশাবাদ ব্যাক্ত করতে হবে যাতে আমরা আপনাকে ইনভিটেশান পাঠাতে পারি।

ধন্যবাদ

    আসলে টিনটিন ভাই আমরা ফ্রি এর কথা শুনলেই মনে করি সেটা খারাপ। এত কষ্ট করে সকলের সারা পাওয়ার যে আশা ছিল কেউই তা প্রকাশ করল না। কারওই কি সাব-মডারেটর হওয়ার ইচ্ছা বা তা প্রিয় কোন টিউনার নেই যাকে সাব-মডারেটর হিসেবে টেকটিউনসে দেখতে চায় সে। দেখি কি হয়!!!!!!

    আমারও মডারেটর হওয়ার ইচ্ছে করছে( যোগ্যতা আছে কিনা জানি না ) but আমি থাকি গাইবান্ধায়, আমার এই মূহর্তে ঢাকায় আসা সম্ভব না তাই অন্য কোন মাধ্যম থাকলে ভাল হইতো…………..

    এ ব্যপারে আমার আগ্রহ আছে , তবে আমরা কি সাব-মডারেটর দায়িত্ত পালান করতে পারবো।

সাব মডারে্টর হিসেবে, আমি ব্যাক্তিগত ভাবে টিউনার মামুন ভাই এবং হাসিব ভাই এর নাম প্রস্তাব করছি।
টিনটিন ভাই, আশা করি ভেবে দেখবেন।

    সাম্য ভাইজান আমার উপরে ক্ষেপলেন কেন? মামুন ভাইও আমার উপর চরম ক্ষেপা।

    মামুন বিল্লাহ পরিস্হিতি বুঝে উঠতে পারছেন না।কি ঘটছে তাও বুঝতে পারছেন না।হাসিব দুর মিয়া আমি তোমার উপর ক্ষেপা হবো ক্যান??

    বৈধ মামুন ভাই আপনার নাম আমার বসের নামের সাথে মিল আছে। তয় আপনে নতুন আর সে পুরাতন। হা হা হা

    হায়রে হাসিব মিয়া বৈধ মামুন আইডিটা আর সাবটাইটেল আইডিটা আমারই ।

সাব মডেটেরদের কাজ কি হবে তা উল্লেখ করলে ভাল হত।
আর হ্যা, আমি ব্যক্তিগত ভাবে হাসিব ভাই, সাবটাইটেল মামুন ভাই এবং শাকিল আরেফিন ভাইকে এবং রিয়া আপুকেও ভোট দিলাম। সাম্য ভাই রেওওওওওওও দেখেন ,,, 🙂
তবে এক্ষেতে টপ টিউনার বিবেচনা না করে টিউনাদের অভিজ্ঞতা দেখা উচিত হবে বলে আমি মনে করি।

টিউনটির জন্য সাম্য ভাই এবং এডমিনদের ধন্যবাদ।

    শাওন সাব-মডারেটরদের কাজ হল টিউনটি মানসম্মত এবং প্রযুক্তিভিত্তিক কি না তা পর্যালোচনা করা। বাজে কমেন্ট যাতে কোন টিউনারকে অনুৎসাহিত করতে না পারে তা মনিটরিং করা। কিভাবে আরও ভাল এবং আকর্ষনীয় টিউন করা যায় সে বিষয়ে টিউনারদেরকে পরামর্শ প্রদান করা। এবং কোন টিউন বা কমেন্ট পেন্ডিং করা হলে তার জবাবদিহিতা করতে হবে টেকটিউনস কতৃপক্ষের কাছে। এবং কি কারনে টিউনারের টিউন পেন্ডিং করা হলে তা টিউনারকে জানানো যাতে করে পরবর্তীতে সে আর ঐ ধরনের ভুলটি না করে। এছাড়াও টেকটিউনসের বিভিন্ন অনুষ্ঠানে এবং সভাতে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করা। এছাড়াও তাদের কিছু আনুসাঙ্গিক কাজ করতে হতে পারে তবে সেটা সাময়িকভাবে। ধন্যবাদ…………….

    গনো ভোট নাকি? খাইসে রে 😛 😛 😛

    আমার নাম প্রস্তাব করা যাবে না আমি ডিসকোয়ালিফাইড এই রিক্রুটমেন্টের জন্য

দয়া করে এটাকে একটা চ্যাট রুম বানিয়ে ফেলেন না।
টেকটিউনস এ অনেক অপ্রয়োজনীয় টিউন হয় প্রতিদিন। এতে টিউনের মান কমে যাচ্ছে।
Report Tune নামে একটা অপশন চালু করা উচিত। আমার মনে হয়না কেউ এটার অপব্যবহার করবে।

    দয়া করে এটাকে একটা চ্যাট রুম বানিয়ে ফেলেন না।
    একমত।

আমারও মডারেটর হওয়ার ইচ্ছে করছে( যোগ্যতা আছে কিনা জানি না ) but আমি থাকি গাইবান্ধায়, আমার এই মূহর্তে ঢাকায় আসা সম্ভব না তাই অন্য কোন মাধ্যম থাকলে ভাল হইতো।

লোডিং টাইম কমছে শুনে ভাল লাগছে। আমার মনে হয় https://www.techtunes.io/review/tune-id/15455/ সমস্যাগুলো একটু বিবেচনা করে সমাধানের ব্যবস্থা করলে টেকটিউনস অনেক উন্নত একটা সাইট হবে। কমেন্ট বক্সে লিঙ্ক, বোল্ড করা, ছবি-ভিডিও সংযুক্ত করা ইত্যাদি সুবিধা যোগ করার জন্যও অনুরোধ রইল।

সাব-মডারেটর হিসেবে শাকিল আরেফিন, মো. আমিনুল ইসলাম সজীব, রিয়া আপুর নাম প্রস্তাব করছি।

মিট-আপ কি সবার জন্য উন্মুক্ত?

“মডারেটরদের বাড়তি কিছু সুবিধা প্রদান করা হবে।”
সারছে!! বাড়তি কিরকম সুবিধা? দেইখেন আবার এরা যেন অহংকারী (আ.কি.হ.রে. সিনড্রোমে আক্রান্ত) না হইয়া যায়।

শুভ কামনা রইলো।

    প্রিয় রনি পারভেজ

    আপনার দেয়া সমস্যাগুলো আসলেই বিবেচনা করার মত …….. খুবই কাজের এবং সত্যিকার অর্থে ক্লাস ক্লাস আইডিয়া দিয়েছেন ……. মিটআপ সবার জন্যে উন্মুক্ত নয়। তবে আপনাকে এই মিটআপের ইনভিটেশান দেয়া হয়েছিল এবং আগামী ইনভিটেশানও পাবেন বলে আশা করি।

    ধন্যবাদ।

    থ্যাঙ্কস।

    @রনি মডারেটরদের বাড়তি কিছু সুবিধা প্রদান করা হবে বলতে বাড়তি কিছু কাজ দেয়া হবে বোঝানো হয়েছে তবে অহংকারী হবার সম্ভাবনা নেই কারন টিউনাররা সকলেই বড় মনের মানুষ আমার মতে তাছাড়া তাদের প্রতিটি মডারেশন মূল মডারেটর দ্বারা অনুমোদন পেতে হবে। মডারেটর প্রত্যেক সাবমডারেটর এর কাজ পর্যবেক্ষণ করবেন। আর সাব মডারেটর এর কাজ মূলত টিউন ফরমেটিং করে তার সৌন্দর্য্ বর্ধন, মডারেশন বলতে কোনভাবেই শুধুমাত্র টিউন পেন্ডিং বা মুছে দেয়া নয়। নীতিমালার চূড়ান্ত এবং চরমলঙ্ঘন না হলে টিউন মুছে দেবার কোন সম্ভাবনাই নাই এবং সব ক্ষেত্রেই সাবমডারেটররা চেষ্টা করবেন টিউন মোছার বদলে ফরমেট করে টিউন রাখার ঠিক এ ধরনের নির্দেশনা নিয়েই কাজ করবেন সাব মডারেটররা।

    তাই আ.কি.হ.রে. সিনড্রোমে আক্রান্ত হবার নূন্যতম সম্ভাবনা নাই। ধন্যবাদ।

    টেকটিউনস এ অনলাইনে কে কে আছেন তা দেখার সুবিধা অনেকদিন থেকেই আছে ড্যাশবোর্ডে WP online ট্যাবে ক্লিক করুন।

    Level 2

    @ শাকিল:
    টেকটিউনস এ অনলাইনে কে কে আছেন তা দেখার সুবিধা অনেকদিন থেকেই আছে – এ কথা ঠিক। তবে এটা যেভাবে আছে, সেভাবে না থেকে বরং সরাসরি প্রথম পাতায় স্টিকি হিসেবে থাকলে ভাল হতো। যেমনটি আছে সামুতে। আর অনেকেই চ্যাটিং এর ব্যবস্থা করতে বলেছেন। আপনি পূর্বের একটা টিউনে এর বিরোধীতা করেছিলেন এবং বিরোধীতার পক্ষে গঠনমূলক যুক্তি দিয়েছিলেন। আমিও আপনার মত সমর্থন করি। তবে, টিউনাররা একে অপরকে যাতে ম্যাসেজ লিখতে ও রিপ্লাই করতে পারে, সে রকম ব্যবস্থা থাকলে ভাল হয় এবং সেটা খুব সহজ পদ্ধতিতে হওয়া দরকার।

    @ টিনটিন:
    টেকটিউনসকে নতুন আঙ্গিকে সাজানোর আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। ইদানীং শুধু শুধু টিউন বাড়ানোর উদ্দেশ্যেই কিছু টিউন করা হচ্ছে। আবার প্রযুক্তির বাইরের বিষয় নিয়েও টিউন করা হচ্ছে। তাছাড়া ভুল বানানে অনেক টিউন করা হচ্ছে। আপনি এই টিউনেও বানান সংক্রান্ত কিছু সমস্যা লক্ষ্য করে থাকবেন। এ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্য রাখা দরকার।

    সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

আমি টেকটিউন্স এর সাথে প্রায় ১ বছর থেকে আছি , টেকটিউন্স এর জন্য কিছু করতে পেলে অনেক ভালো লাগবে , তবে আমরা সাধারন টিউনাররা কি এত বড় দায়িত্ত পালন করতে পারবো ।

নিরাশ

    নিরাশার কারণ খোলাসা করার জন্যেই এই টিউন এবং মিটআপের আয়োজন করা ……… দয়া করে ঝেড়ে ফেলুন

Level 2

হুম খুব ভালো উদ্যেগ। অবশ্য টেকটিউনস এর সব গুলো উদ্যোগই খুবই যুগপযুগী ছিল। দোয়া করি টেকটিউনস তুমি এগিয়ে যাও, সবার উপরে যাও।

    দোয়া চালায়ে যান ভাই। 😀

হুম !!!! টিউনটি করা হয়েছে আজ সকালে, এর উদ্দ্যেশ্য হচ্ছে নতুন করে সাব-মডেরেটর নিয়োগ এবং এর কাঠামো উন্নয়ন নিয়ে টিউনার দের মন্তব্য।
কাঠামো উন্নয়ন নিয়ে টিউনাররা অনেক কথাই বললেন, কিন্তু আমাদের মধ্যে কেউ কি নিজেকে সাব-মডেরেটর হিসাবে যোগ্য মনে করিনা। নিজেকে একবার প্রশ্ন করুন সবাই ……… 🙂

আমি নিজেকে সাব-মডেরেটর হিসাবে এবং টিকটিউন্সের উন্নতির লক্ষে আমার মেধা ও শ্রম কে কাজে লাগাতে চাই। 🙂
আশা করি এডমিনরা আমার দিকে খেয়াল দিবেন। 🙂

Level 0

আমার প্রিয় ওয়েব সাইটের অনেক অনেক শূভো কামনা রইল এবং
দোয়া করি যাতে জনপ্রিয়তার শীষে আহোরন করতে পারে। টেকটিউনের একটা চ্যাট রুম থাকলে অনেক উপকার হত। ধন্যবাদ টিনটিন ভাই সুখবর দেওয়ার জন্য………।

টেকটিউন্সের সাব মডারেটর রিক্রুটমেন্ট মিটআপ টিউনটির জন্য সাম্য ভাইকে অসংখ্য ধন্যবাদ।

টেকটিউনস্‌ এর কতৃপক্ষের কাছে আমি ক্ষমা চাচ্ছি গত শুক্রবার টেকটিউন্সের সাব মডারেটর রিক্রুটমেন্ট মিটআপ এ উপস্থিত থাকতে পারিনি বলে। কারন টি আমি ফেইস বুকের ইভেন্ট পেইজে জানিয়েছি।

যাই হোক টেকটিউনস্‌ এর পরবর্তী সকল অনুষ্ঠানাদির সাথে সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারবো বলে আমি আসা রাখি। ( কতৃপক্ষ এর সদয় দৃষ্টি আমার উপর ফেলার জন্য আহ্ববান জানাচ্ছি)

সাব মডারেটর হিসেবে আমি ও আবেদন করলাম। দক্ষতার ব্যাপার টি কতৃপক্ষ যাচাই করে নিবেন বলে আমি প্রস্তাব করছি ( আমার মতে আমি কিছু ই যানি না। সাহস কইরা নামটা দিলাম। যদি লাইগা যায়!!!) 😛

    রলিন খুব অলস প্রজাতির প্রানি। অনেকটাই আমার মতো।
    তাই রলিন এর প্রতি আমার সমর্থন রইলো। 😛 😛 😛

    তুই সারাদিন কই আছিলি ?

    সাম্য ভাই এর সম্পূর্ন কথাটি ঠিক না। আমি বাস্তব জীবনে কিছু টা অলস এইটা আমি স্বিকার করছি।
    কিন্তু আমি সাইবার জীবনে প্রচুর সময় দেই। যা অকল্পনীয় ও অবাস্তব লাগবে সবার কাছে। তাই সবাই কে আমার মত না হবার জন্য নির্দেশ দিচ্ছি।

    আর টিনটিন(Sh) ভাই আমি দুপুরে আমার ফ্রেন্ডরে হাসপাতালে দেখতে গেছিলাম আসতে আসতে রাত হইছে। প্লিজ আসতে পারি নাই বলে আমাকে মাফ কইরা দিয়েন। ভবিষ্যৎ এ আমি আপনাদের সকল আয়োজনে স্বশরীরে হাজির থাকবো ( যদি মহান আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে ও সুস্ত রাখেন)।

    রলিনের অশরিরি উপসথিতি কামনা করি। 😛 😛 😛

সাব-মডারেটর কি ঢাকার ই হতে হবে? মিট-আপ সবার জন্য উন্মুক্ত রাখা দরকার বলে মনে হয়। সাব-মডারেটর হওয়ার ইচ্ছা আছে, যোগ্যতা মনে হয় নাই। Techtunes-এর শুভ কামনায়।

আমি সাবটাইটেল মামুন ভাই এবং সাম্যর জন্য রিকোয়েস্ট করতেছি যাতে তারা সাব-মডারেটরে মনোনয়ন পায়।

টেকটিউনস এর সাব-মডারেটর এর যোগ্যতা কি? বা কি ক্রাইটেরিয়ায় সাব-মডারেটর রিক্রুটমেন্ট হচ্ছে তা পরিষ্কার হয়া দরকার। আমি মনে করি শুধু টিউনএর অভিজ্ঞতা নয় পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকতে হবে। সাব-মডারেটর এর প্রতিযোগী যদি অগত্যা অধিক হয়ে যায় তাহলে ১ম সারির ৫০জন টিউনারদের ভোট নেয়া যেতে পারে তাতে করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে। আর যাদের সাব-মডারেটর হিসাবে রিক্রুটমেন্ট এর জন্য বিবেচনা করা হবে তাদের পরিচিতি (বায়োডাটা) ছদ্ম নাম নয় বাস্তবিক নাম সহ পরিচিতি এবং কোন বেসিসে সাব-মডারেটর নিবাচিত হয়েছেন তা টে.টি প্রকাশ করা যেতে পারে। ছোট্র একটা অনুরোধ সবার কাছে, বিশেষ করে সিনিয়র টিউনারদের কাছে- যাই কমেন্টস করেন কমেন্টস গুলো যেন অন্তত: ননটেক ব্লগিং সাইটের মত যাচ্ছে তাই না হয়, একটু টেকনিক্যাল হয়া বাঞ্চনীয়,কারন সবাই অবগত আছি টে.টি একটি প্রযুক্তিগত ব্লগিং সাইট।সিনিয়রদের কাছ থেকে পরবতী প্রজন্ম শিখবে। প্রযুক্তিগত ব্লগিং সাইট এবং এর সাবিক উন্নয়নের স্বাথে টেকনিক্যাল কারনে আমার মতে চেটিং ব্যবস্থা না করাই শ্রেয়,অবশ্য টে.টি যদি এই নিশ্চয়তা প্রদান করতে পারে যে,চেটিং ব্যবস্থা করলে চেটিং ব্যবস্থার কারনে সাভার বা ..স্পেস,পেজ লোডিং এর গতি এবং অন্য কোন সমস্যার সম্মুখিন হতে হবে না তাহলে বিবেচনা করতে পারে। টে.টি আরো এগিয়ে যাক এখন বাংলা ব্লগিং এ ২য় অবস্থান টে.টি অদূর ভবিষ্যতে ১ম অবস্থানে দেখতে চাই এই প্রত্যাশায় । ধন্যবাদ।

    ধন্যবাদ এম ইয়াকুব ভাই আপনার যুক্তসঙ্গত পরামর্শের জন্য

    ধন্যবাদ “এম ইয়াকুব” ভাইয়া আপনার এই গুরুত্বপূর্ন মতামত প্রদান এর জন্য। আশা করি কতৃপক্ষ আপনার মতামত টি গুরুত্বের সাথে নিবে।

    এম ইয়াকুব ভাই, আপনার সাথে একমত হইতে পারলাম না। খালি টেকি কমেন্ট করবেন আর কোন কিছু বলা যাবে না।
    তাহলে আমার আর কম্পিউটার এ পাথক্য কি রইলো ?

    সাম্য, টে,টি কমেন্ট বলতে এটা বুঝায় না যে, কম্পিউটার, মেশিন বা রোবটিকস কমেন্টস, যেহেতু এটা প্রযুক্তিগত ব্লগসাইট টে,টি কমেন্টস এর ক্ষেত্রে আমি মনে করি কমেন্টস হবে খু্ব স্মার্ট এবং মানসম্মত যা দেখে নতুন ভিজিটর, টিউনাররা কিছু শিখবে, এমন হবে না- যা দ্বারা কাউকে আক্রমন আক্রোশ বা অবজ্ঞা(নবীস টিউনারদের) করা বা হেয়ালি করা । কমেন্টস এর ক্ষেত্রে নির্দিষ্ট টিউন বিষযক টেকনিক্যাল কমেন্টস করা, কারনে অকারনে অযথা অপ্রাসঙ্গিক কমেনটস থেকে সবাই বিরত থাকা,এসব কমেন্টস এর কারনে অহেতুক জটিলতা যাতে ভবিষ্যতে অন্তত: টে.টি না হয় (এমন কিছু বাংলা ব্লগিং সাইট আছে যাদের কমেন্টস দেখলে মনে হয় সব ………দের আড্ডাখানা) । আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি মান সম্মত প্রযুক্তিগত বাংলা ব্লগিং সাইট হিসাবে টে.টি এর অবস্থান আরো ভালো অবস্থানে দেখতে চান তাহলে, স্মাট ব্লগিং সাইটের পাশাপাশি সবাইকে(এডমিন, টিউনার এবং টিউন কমেন্টস) স্মার্ট হতে হবে তাহলেই লক্ষ্যে পৌছা যাবে এবং লক্ষ্যে পৌছে শীষস্থান ধরে রাখতে হলে অবশ্যই স্মাট হতে হবে। ঠিক এমনটাই ভাবছি আমি । আর আমি এটা জানিনা টেকি কমেন্ট বলতে আপনি কি বুঝিয়েছেন? অনেক ধন্যবাদ আপনাকে সাম্য।

    আরে এম ইয়াকুব ভাই সব বুঝলাম। কিন্তু টেকটিউনের প্রতিদিনের ২৫০০ + ভিসিটর আছে।
    এখন সবাই কে “HOW TO COMMENTS IN TECHTUNE, 6 MONTH DIPLOMA COURSE” তো করানো যাবে না।
    স্মার্ট কমেন্টস অটোমেটিক আসবে। এটা নিয়া মাথা ব্যাথা করার আপাতোত কারন দেখতছি না

    আপনি কি আমার কমেনটসে রাগ করলেন নাকি?
    তবে কমেন্টস এর আপনার প্রতিউত্তর টা ঠিক বুঝে উঠতে পারিনি,
    এখন সবাই কে “HOW TO COMMENTS IN TECHTUNE, 6 MONTH DIPLOMA COURSE” তো করানো যাবে না।
    মাথা ব্যাথা করার আপাতোত কারন দেখতছি না । খুব ভদ্রচিত এবং স্মাট উত্তর……………….. ঠিক বুঝলাম না। ভালো থাকেন।

    আপনাদের প্রস্তাব গুলো টেকটিউনকে আরো অনেক ইউসার ফ্রেন্ডলি করে তুলবে ইনশাল্লাহ।- সাম্য
    সেই লক্ষে এগিয়ে যেতে আমাদেরকে আপনাদের সুবিধা এবং অসুবিধা গুলো জানান।- সাম্য
    টেকটিউনের কাছে আপনাদের আশা বা চাহিদা গুলো তুলে ধরুন।- সাম্য
    উপরোক্তো এই উক্তিগুলির সাথে আপনার প্রতিউত্তরের কোন মিল খুজে পাই না। জানিনা এর কারন কি?
    অনেক ধন্যবাদ ভালোথাকেন এবং দীঘজীবি হউন।

Level 2

@ শাকিল:
টেকটিউনস এ অনলাইনে কে কে আছেন তা দেখার সুবিধা অনেকদিন থেকেই আছে – এ কথা ঠিক। তবে এটা যেভাবে আছে, সেভাবে না থেকে বরং সরাসরি প্রথম পাতায় স্টিকি হিসেবে থাকলে ভাল হতো। যেমনটি আছে সামুতে। আর অনেকেই চ্যাটিং এর ব্যবস্থা করতে বলেছেন। আপনি পূর্বের একটা টিউনে এর বিরোধীতা করেছিলেন এবং বিরোধীতার পক্ষে গঠনমূলক যুক্তি দিয়েছিলেন। আমিও আপনার মত সমর্থন করি। তবে, টিউনাররা একে অপরকে যাতে ম্যাসেজ লিখতে ও রিপ্লাই করতে পারে, সে রকম ব্যবস্থা থাকলে ভাল হয় এবং সেটা খুব সহজ পদ্ধতিতে হওয়া দরকার।

@ টিনটিন:
টেকটিউনসকে নতুন আঙ্গিকে সাজানোর আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। ইদানীং শুধু শুধু টিউন বাড়ানোর উদ্দেশ্যেই কিছু টিউন করা হচ্ছে। আবার প্রযুক্তির বাইরের বিষয় নিয়েও টিউন করা হচ্ছে। তাছাড়া ভুল বানানে অনেক টিউন করা হচ্ছে। আপনি এই টিউনেও বানান সংক্রান্ত কিছু সমস্যা লক্ষ্য করে থাকবেন। এ বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্য রাখা দরকার।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

    হায়রে বানান রে………………………

আমি “লাইভ চেট” এর বিপক্ষে। এতে করে এটা একটা পারিবারিক সইটে প রিন্ ত হতে পারে। দেখা যাবে কমন ৮/১০ জন প্রতিদিন চেট করছে। আমি ব লতে গেলে প্রথম তেকে টেকটিউনসের সাথে আছি। বাংলা লিখতে পারতাম না বলে রেপ্ল্যি দিতাম না। আমি চাই এটা ধারাবাহিক ভাবে উন্নতি করুক। সাব-মডারেটর হিসেবে শাকিল আরেফিন, মো. আমিনুল ইসলাম সজীব, হাসিব, নাবিল.আমিন ভাইয়ের নাম প্রস্তাব করছি।

    “”আমি “লাইভ চেট” এর বিপক্ষে। এতে করে এটা একটা পারিবারিক সইটে প রিন্ ত হতে পারে। দেখা যাবে কমন ৮/১০ জন প্রতিদিন চেট করছে।””

    ঠিক, ঠিক।

গতকাল থেকে অনেকের প্রস্তাবই দেখলাম, তাতে একটা জিনিস খুব ভালো করেই খেয়াল করলাম যে টিউনাররা সাবমডারেটর এর যোগ্যতা নিযে চিন্তা না করে নিজেদের কাছের মানুষ বন্ধুদের প্রস্তাব করছে। কেউই কোন ক্ষেত্রে যোগ্যতার চিন্তা করছে না। আমাদের উচিত সবরকম স্বজনপ্রীতি এড়িয়ে সঠিক ও যোগ্য সাব-মডারেটর নির্বাচন।

আমি গতকাল থেকে প্রায় ২৩ জন টিউনারের টিউন ডাটাবেজ ও টিউনিং ক্যারিয়ার নিয়ে পরীক্ষা করে শেষ পর্যন্ত ৪ জনকে নির্ধারন করেছি যোগ্যতা আনুসারে। আমি এই ৪ জনের নাম টিউনার মিটআপে প্রস্তাব করবো।

    শাকিল ভাই আমি আপনার এই কথাটি মানতে পারলাম না কেননা টিউনটিতে স্পষ্ট করে লেখাই আছে যে যদি কেউ হতে ইচ্ছুক এবং তাদের পছন্দের টিউনার অথবা ভিজিটরকে তারা প্রস্তাব করতে পারবে। আর যোগ্যতার দিকটা দেখার জন্য তো টেকটিউনস কতৃপক্ষই যথেষ্ট। তা নয় কি?

    ভাইরে প্রস্তাব আর পছন্দতো যোগ্যতা অনুসারেই হবেরে ভাই কেউ কি কইছে যে চেহারা দেইখা পছন্দ করতে 😉 টেকটিউনস কৃতৃপক্ষের উপর সব চাপাইলে কি হবে? মেধাবী টিউনারদেরতো দ্বায়িত্ব আছেরে ভাই,

    রাগ কইরো না কইলাম বইলা

Level 0

ভাল প্রস্তাব,
তবে আমি এখনই এই দায়িত্ব নিতে চাচ্ছিনা । আগে নিজেকে একজন ভালো টিউনার হিসেবে প্রতিষ্ঠা করবো । তারপর দেখা যাক।
সামনে আসছি কিছু চমক নিয়ে এখন আগে নিজের ব্লগটাকে http://www.techcafebd.co.cc সাজাচ্ছি মনের মত করে।
সামনে আমার মূল বিষয় থাকবে Joomla,blogger আর আমি নিজেই।

    মানে “মার্ক বিপ্লব” টপিক নিয়াও টিউন হবে? 😛 😛 😛 😛

    Level 0

    আসলে আমি বলতে চেয়েছি,বাস্তব অভিজ্ঞতা নিয়ে টিউন করবো

Level 0

সাম্য জটিল একটা টিউন করছ।

টেকটিন্সের স্পিড বাড়বে এটাত অনেক দিন হতেই শুনছি। কিন্তু বাড়েনাত!! আমার কিছু চাওয়া ছিল আমাদের টেকটিউনসের কাছে। যা নিম্নরুপ
১। এডসেন্স নামে একটা কেটাগরি প্রয়জন
২। প্রতি পেজ এ search অপসন দরকার
৩। কমেন্ট এ এড ইমেজ অপসন টি থাকা দরকার
৪। ভয়েজ চেটিং না হলেও অন্তত write চেটিং টা থাকা দরকার
৫। নতুন পোস্ট করার সময় পোস্ট টাইটেল এ লেখতে সমস্যা হয় এই ব্যপার টা খেয়াল করবেন দয়াকরে
৬। কমেন্টস যারা করবে তারা যেন সরাসরি ই-মেইল এ যানতে পারে তাদের কমেন্টের আপডেট
সরব পরি টেকটিন্সের স্পিড বাড়বে এটাই আশা করি।

    ২। প্রতি পেজ এ search অপসন দরকার।!!!!!!!!
    এইটা দিয়া কি হবে? এইটা কি গুগোলের হোম পেজ নাকি?

    ৩। কমেন্ট এ এড ইমেজ অপসন টি থাকা দরকার। একমত।

সফল েহাক এই কাজ। সুখবর েদয়ার জন্য।

I want to come. I’m from Khulna.

I want to come. I’m from Khulna. Please give permission.

মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন——— মহাজ্ঞানীরা কোন পথে যায় তাই দেখার অপেক্ষাতে আছি।আমার একটাই অভিযোগ পেজ লোড নিয়ে,,,সমস্যাটার সমাধান করা হোক।আর যেটা চাইনা তা হলো চ্যাট রুম।টেকটিউনসকে টেকনোলজির গোডাউন হিসাবে দেখতে চাই,যা হবে অফুরন্ত জ্ঞানের ভান্ডার।শুভেচ্ছা সবাইকে।

    আর যেটা চাইনা তা হলো চ্যাট রুম। 😀 😀 😀 😀

সাব-মডারেটরের জন্য নাম প্রস্তাব করার সময় , একটু লক্ষ্য রাখুনঃ
১। আপনি যার নাম প্রস্তাব করছেন, তার টিউনস গুলোর মান কেমন।
২। তিনি যে কমেন্ট করে বা প্রতিউত্তর করে সেগুলো অন্যান্য পাঠক বা টিউনারদের উপর কি রকম প্রতিক্রয়া সৃষ্টি করে।
৩। তার প্রতিষ্ঠানিক( আই, টি) দক্ষতা কি?
৪। টিউনার হিসাবে সে কতটুকু জনপ্রিয়।
৫। ভাষার উপর দক্ষতা ( মডারেটর হওয়ার জন্য এটাও অন্যতম একটা দিক)।
৬। তিনি কি নিয়মিত টেকটিউনস এ অংশগ্রহন করে ( টিউনস এবং এই বিষয়ক আলোচনা)। [ আমার মতে ডুব দেওয়া টিউনার যেন না হয়। ]
এবার আমার কিছু কথাঃ
=চ্যাট ব্যবস্থা আমি চাইনা। কোন টিউনস নিয়ে সমস্যা হলে মন্তব্য করাটাই অধিকযুক্তি সঙ্গগত, এতে আন্যান্য টিউনাররা উপকৃত হয়।
=দ্রুত সাইট লোড হওয়ার জন্য মেইন পেইজ হতে অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় কন্টেনগুলো সংখ্যা কমিয়ে দিতে পারেন।
=টিউনস এবং মন্তব্য গুলোর জন্য অভিযোগ করার ব্যবস্থা রাখুন, এই ব্যবস্থা মডারেশন প্রক্রিয়ায় গতি আনবে।

টেক টিউনস এর আরো সাফল্য কামনা করছি।
ধন্যবাদ।

    মাইক্রোকাতার ভাই, আপনার সাথে পুরোপুরি একমত। echoed………

    ►আরেকটা কথা, জনপ্রিয়তার সাথে মডারেশনের আদৌ কি কোন সম্পর্ক আছে? এটা তো ভেতরের ব্যাপার। একজন জনপ্রিয় টিউনার মডারেটর হিসেবে ভাল নাও হতে পারেন। এক্ষেত্রে আমার মনে হয় জনপ্রিয়তার চেয়ে “অন্যান্য টিউনারদের সাথে সম্পর্ক” কে বিবেচনা করলে ভাল হয়।
    —————————————————————————————————————————————–

    ►চ্যাট আমিও চাই না। তার পরিবর্তে এক কাজ করা যায়। টিউনাররা চাইলে তাদের ই-মেইল আইডি, ফেসবুক, টুইটার আইডি একটা পোস্টে রাখতে পারেন। সেখান থেকে যে যার মত যে কারও সাথে যোগাযোগ করতে পারবেন।
    —————————————————————————————————————————————–
    ►দ্রুত সাইট লোড হওয়ার জন্য মেইন পেইজ হতে অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় কন্টেনগুলো সংখ্যা কমিয়ে দিতে পারেন। ১০০০০০০০০০০০০০০০ বার সহমত। যেমনঃ টেকটিউনস জরিপ।
    —————————————————————————————————————————————–
    ►টিউনস এবং মন্তব্য গুলোর জন্য অভিযোগ করার ব্যবস্থা রাখুন, এই ব্যবস্থা মডারেশন প্রক্রিয়ায় গতি আনবে। আবারও কইস্যা সহমত। সে সাথে কোন কমেন্টকারীকে ব্লক করার অপশনের জন্যও অনুরোধ রইল।
    —————————————————————————————————————————————–

    মাইক্রোকাতার ভাই এবং রনি ভাই, আপনাদের মতো বস পাবলিকদের কেও আরো একটু নি্যমিত হতে অনুরোধ করি ভাই।
    আ্পনারা টিউন না করলেও কমেন্টের মাধ্যমে নতুন দের গাইড লাইন দিবেন বলে আশা রাখি।
    😀 😀 😀

মডারেটরে যোগ দিতে চাই…

    দেরি হইয়া গেছে রে ভাই।