দুষ্প্রাপ্য রোগ নির্নয়ের কাজে ব্যবহৃত হবে সকল রোগীদের মেডিক্যাল তথ্য।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

The Y Combinator-backed প্রতিষ্ঠানটি ক্রাউডমেড (CrowdMed) নামে নতুন একটি কোম্পানি রোগীদের মেডিক্যাল তথ্যসমূহ ব্যবহার করে দুষ্প্রাপ্য রোগ নির্নয়ে সহায়তা করছে। এরপর patented predictive technology ব্যবহার করে দুষ্প্রাপ্য রোগের সঠিক নাম নির্নয় করার চেষ্টা করে ।

The Y Combinator-backed প্রতিষ্ঠানটি জ্যারেড হেম্যান এর মাধ্যমে শুরু হয়েছিল। যিনি  internet survey company Infosurv এর প্রতিষ্ঠাতা । হেম্যান এর বোন ৩ বছর ধরে জটিল রোগে ভুগছিলেন সেটা দেখে তিনি উপলব্ধি করেন যে তার ইন্টারনেট জরিপ প্রযুক্তির মত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে অনির্নেয় রোগ সম্পর্কে অনুমান করা যায় এবং এভাবে তিনি মানুষকে সহায়তাও করতে পারেন।
সেই ভাবনা থেকে CrowdMed  কোম্পানিটির জন্ম।
তারা এটি তৈরী করেন সে সকল রোগীর কথা মাথায় রেখে যারা এই ডাক্তার সেই ডাক্তার, এই ক্লিনিক , হাসপাতাল সব জায়গায় দৌড়াদৌড়ি করেন রোগটা কি সেটা নির্নয় করতে।কিন্তু ব্যর্থ হন।
CrowdMed-doctors

রোগ নির্নয়ের আগে নির্দিষ্ট রোগের সঠিক নাম নির্নয়ে প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিতভাবে প্রদান করতে হবে CrowdMed  কে । এরপর তারা বিভিন্ন  পুর্বের ইতিহাসের ফলাফল, পটভূমি, উপসর্গ, টেস্টকৃত পরীক্ষার ফলাফল ইত্যাদি সবকিছু গ্রহন করে। এরপর CrowdMed এর মেডিক্যাল গোয়েন্দা দল কেসটি স্টাডি করবে তারপর যে ফলাফল প্রদান করবে তা CrowdMed গ্রহন করার পর তার patented predictive technology এর মাধ্যমে রোগ সম্পর্কে পরামর্শ প্রদান করেন।

CrowdMed-website

উল্লেখ্যঃ CrowdMed কোম্পানিটি মেডিক্যাল প্রফেশনাল বা ডাক্তার এর পরিবর্তে কাজ করছে সেটা না! বরং এটি মেডিক্যাল প্রফেশনে সহায়তা দানকারী প্রতিষ্ঠান। এতোদিন এটি ব্যক্তিগত বেটা পর্যায়ে ছিল, সেখানের মধ্যে এটি ২০টি রোগ সমস্যা সমাধান ও করে ফেলেছে।
এই সপ্তাহে পাবলিক বেটা ভার্সন লঞ্চ করবে বলে ঘোষণা দিয়েছে CrowdMed ।

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

একসাথে  প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Akta shomoy ashbe, jokhon doctor der dorkar porbe na…

ভালোই তো। অনেক উপকার হলো। বিভিন্ন রোগ সর্ম্পকে জানতে ভিজিট করুন :কান পাকা রোগের চিকিৎসা