বন্ধু তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা।
আজকে আমি তোমাদের আরও একটি বিস্ময় সংবাদ দিব। iPhone হয়ত অনেকেরই শখের মোবাইল সেট। এই মোবাইল সেট টি আমারও খুব পছন্দের ।
তোমাদের কি জানতে ইচ্ছা করে না যে এই বিশ্বের সবচেয়ে দামী মোবাইল ফোন সেট কোনটি? আমার কিন্তু এই Curiosity ছিল। তাই সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে পেয়ে গেলাম উত্তর এবং রীতিমতো মাথা ঘুরে গেল। iPhone Goldstriker 3Gs supreme নামে এই ফোন টি। সেটির দাম ৩২লাথ ডলার? মানে বাংলাদেশী টাকায় প্রায় ২৫কোটি ৬০ লাখ টাকা। অ্যাপল আইফোনের iPhone Goldstriker 3Gs supreme নামের এই মোবাইলটি বর্তমান পৃথিবীর সবচেয়ে দামী মোবাইলের স্থান দখল করে আছে। নামেই বলে দিচ্ছে ফোন টি কেমন হবে। ফোন টি তৈরি করাহয়েছে ২২ ক্যারেট সোনা ও ৭.১ ক্যারেট ডায়মন্ড । এমন কি মোবাইলটির কাভারটিতেও অলংকৃত করা হয়েছে চারটি ২.৫ ক্যারেটের মূল্যবান পিংক ডায়মন্ডে। শুধু তাই না এই ফোন টির সাথে আরও আছে 3G সহ আরও নতুন প্রযুক্তি।
কি বন্ধুরা কি মনে করছ কিনবে নাকি এই মোবাইল ফোন টি?
তা ছাড়া আরও কিছু দামী Expensive মোবাইল ফোন সেট সম্পর্কে জানতে পারবে এই ওয়েব সাইট থেকে।ঘুরে আসো এই সাইট থেকে আরও জানো New technology সম্পর্কে ।
Post টি তোমাদের ভালো লাগলে অবশ্যই Comment করবে।
আমি Rahat490। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami post pore na, apnat vasha dekhe tashki khaisi. sobaire ki apnar GP/Airtel er customer mone hoy?!