অন্ধকারে রাস্তাঘাটে চলাফেরায় নিরাপত্তা দিবে ফাইবার অপ্টিক ভেস্ট। অন্ধকারে যখন ব্যস্ত রাস্তায় সাইকেল আরোহীরা এবং সাধারণ পথচারীরা চলাচল করে তখন তারা যাতে গাড়ী চালকদের চোখে পড়ে বা দৌড়বিদরা যখন রাস্তায় আনুশীলন করে তখন তারা দৃশ্যমান হয়ে থাকতে পারাটা তাদের সচেতনতা। এসব অবস্থায় গাড়ী চালকদের সতর্ক করতে আমেরিকান কিকস্টারটার নামক একটি কোম্পানি নিয়ে এলো ফাইবার অপটিক সেফটি ভেস্ট।
The Noxgear Tracer360 নামের পোশাকটি শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুর উপযোগী করে বানানো হয়েছে। অনেক ভোরে কুয়াশাচ্ছন্ন সকালে বা রাতের অন্ধকারে কিংবা বৃষ্টিতে কিংবা বরফের মধ্যে এটি আলো বিচ্চুরন করবে । বিভ্রান্ত চালকদের সতর্ক সংকেত দিতে ৩৬০ ডিগ্রী আলোকোজ্জ্বল পপ, ব্লিঙ্ক এবং বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এটিতে। এটি পথচারীর সর্বোচ্চ নিরাপত্তা বাহন।
গাড়ীর হেডলাইট যখন এটার উপর পতিত হবে তখন ও এটি বিভিন্ন রঙের আলো বিচ্চুরণ করবে।
ক্লিপ বগলস বেল্ট ব্যবহার করে বেস্টটি বানানো হয়েছে ফলে চলন্ত অবস্থায় এটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। night ultimate Frisbee গেম দেখে অনুপ্রাণিত হয়ে অপটিক ভেস্টটি বানিয়েছে কোম্পানিটি। নক্সগিয়ার টীমটি একটি আলোকিত টর্চ ও বানিয়েছেন, সেটাও গেম এ দেখে অনুপ্রাণিত হয়ে!
এই সেফটি ভেস্টটি পেতে হলে কিকস্টারটার এ অগ্রিম অর্ডার দিয়ে রাখতে হবে। $৫৭ডলারে পাওয়া যাবে এই সেফটি ভেস্টটি। আর টর্চটি পাওয়া যাবে $৪৫ ডলারে।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
প্রকাশিত টিউটোরিয়ালবিডিতে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।