ডোলেঞ্চারের পর প্রতারনার নতুন ফাদ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মানুষের দূর্বলতাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ বরাবরই সাধারন মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই টাকা উপার্জনের উপায় খুজে বেড়ায় আর সেই উপায় যদি নিজের মুখের সামনে চলে আসে তাহলে সেইটা পাওয়ার জন্য চেষ্টার কোন ত্রুটি থাকে না।

Online Earning Pioneer Group (OEPG) নামে একটি প্রতিষ্ঠান একটা নতুন কাজের অফার দেয়। তাহল ফোরাম টিউনি ং এর মাধ্যমে আয় করা। কাজটা হল http://www.forum.mt5.com এ বিভিন্ন থ্রেডের রিপ্লাই করতে হবে। আমি একটু খোজ খরব নিয়ে জানতে পারি এখান থেকে যে আয় হয় সেটা ফরেক্সে ইনভেস্ট করা যায় এবং লাভ হলে ডলার তুলে আনা যায়। তারা বিভিন্ন মানুষ কে দিয়ে ফোরামের টিউমেন্ট করিয়ে প্রাপ্ত টাকা দিয়ে ফোরামে ইনভেস্ট করে্ এবং সেই খান থেকে ফোরাম টিউনার দের টাকা দেয়।

আমি খুলনাতে থাকি। ঢাকাতে আমার এক বড় ভাই তুফায়েল খান প্রথমে ফোরাম টিউনিং এর বিষয়টি জানায় এবং বলেন প্রতি টিউমেন্টে ৬ টাকা দিবে এবং ১৫ দিন পর পর পেমেন্ট দিবে কিন্তু তাদের শর্ত হল তাদেরকে ১২০০ টাকা দিতে হবে।  আমার কিছু বন্ধু কিছু দিন থেকে আমাকে অনলাইনে কাজের কথা বলছিল। আমি ভাবলাম বিষয়টা তাদের জানালে তারা হয়তো তাদের হাত খরচ চালাতে পারবে।

এই সামান্য ফোরাম টিউনিং এর জন্য ন্যশনাল আইডি কার্ডের স্কান কপি ব্যাংক স্টেটমেন্টের স্কান কপি দিতে হয়েছিল, আমি বলেছিলাম এই কাজের জন্য এইগুলা লাগবে কেন? ওরা বলল এই গুলা ওদের নিয়ম তাই। এছাড়া একটা জয়েনিং ফর্মে চৌদ্দগুষ্টির ইনফরমেশন নেয়। একজনের ন্যাশনাল আইডি না থাকায় আমার নিজের NID, Bank Statement দিয়ে তাদের শর্ত মত একাউন্ট ওপেন করি।

কয়েকদিন যাবার পর জানতে পারলাম তাদেরকে মোট ৬০০০ টাকা দিতে হবে। আমি অবাক হলাম কেন ৬০০০ টাকা? ওরা বলল এ্ইটা ওদের নিয়ম। পরে শুনলাম এই টাকা এক সাথে দিতে হবে না, তারা পেমেন্ট থেকে ৫০% করে কেটে এডজাস্ট করে দিবে।

প্রথম পেমেন্টর দেবার সময় দেখি তারা ১০% সার্ভিস চার্জ কাটছে। মরার উপর খাড়ার ঘাঁ। কোন উপায় নেই সহ্য করে যাচ্ছি। রাগ করে ফান কারার মাধ্যমে একটা টিউমেন্ট দিলাম দেখেন তার জবাব দেখেন

প্রথমে পেমেন্ট পেলাম ব্যাংকের মাধ্যমে। সময় মত পেমেন্ট দেয়া নিয়ে ও জটিলতা ছিল।

কিছূ দিন পর একটা টিউন দিল এবং আমার জবাব। এভাবে তারা টাকা কাটতেই থাকে।

 এতসব আইন কানুন আর এইটা ঐটা বলে টাকা কেটে রাখার কারনে অবশেষে সিন্ধান্ত নেই এখানে কাজ করা ঠিক হবে না।

 

এরপর শেষ মাসের টাকা দেয়া নিয়ে শুরু করল নানা জটিলতা। আজ দেই কাল দেই করে ২ মাস হয়ে গেল কোন টাকা দেয় না। গ্রুপে কোন টিউন দিলে কোন জবাব ও পাওয়া যায় না।

টাকা চেয়ে টিউন দিছিলাম প্রথম টিউনটা ডিলিট করে দেয় দেয়। তার পরের টিউন আমার। তারিখ গুলা একটা খেয়াল করে দেখেন।

পরে আবার টিউন দিয়েছেলাম এবং কিছু কড়া কথা বলেছিলাম। তার জবাবে ওইপি গ্রুপের চেয়ারম্যান ইয়াসিন খানের টিউন এবং আমার জবাব।

সর্বশেষ এপ্রিলের ৪ তারিখে আমার পেমেন্ট দেবার তারিখ দেয় কিন্তু তারপরও পেমেন্ট দেয়নি।

আমার সর্বশেষ টিউন।

তারপরও কোন জবাব নেই????

আমার কাছে আরো অনেক স্কিন শর্ট আছে যা সব দিলে টিউন টা অনেক বড় হয়ে যাবে তাই আর বেশি দিলাম না। তবে যদি প্রমানের জন্য আরো কোন তথ্য লাগে তাহলে আমি দিতে পারব।

এবার অন্যদের ভোগান্তির কিছু স্কিন শর্ট দেখুন।

Fahad Hossain Ramim  এই গ্রুপের একজন পরিচালক। তাকেও ফোন দিয়ে পাওয়া যায় না।

Oepg Grp এই আইডি দিয়ে সবার সাথে যোগাযোগ করা হয়। চেয়্যারম্যান ইয়াসিন হাওয়া হয়ে যাওয়ার খবর দিছিল। পরে অবশ্য ফিরে আসছিল।

এবার আসুন পরিচয় করিয়ে দেয় কারা এই গ্রুপ পরিচালনা করে থাকেন।

Yeasin Khan

Online Earning Pioneer Group এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। প্রোফাইলে ইসলামিক ছবি দেখে ভাল মানুষ মনে হয়েছিল। তাই কোন প্রকার জানশোনা ছাড়াই তাদের সাথে কাজ করতে রাজি হয়েছে।

তার প্রফাইল ভিজিট করে আসতে পারেন। https://www.facebook.com/MD.YEASINKHAN

Al-Amin Ahmed

এই গ্রুপের একাউন্ট ম্যানেজার। সেই সব কিছুর সাথে পূনাঙ্গ ভাবে জড়িত। তার প্রফাইল ভিজিট করে আসতে পারেন। https://www.facebook.com/alamin.ahmed.27

Fahad Hossain Ramim

ইনি এই প্রুপের একজন কিন্তু কি পদে আছেন তা জানি না। তার প্রফাইল ভিজিট করে আসতে পারেন। https://www.facebook.com/framim

মোটামুটি তাদের প্রতারনার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। তারা তাদের নতুন একটা প্র্র্রোযেক্ট শুরু করতে যাচ্ছে। অনেক লোক নিবে, আমি চাইনা আর কেউ আমাদের মত প্রতারিত হোক। তাই সবাইকে এই সব প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। তাদের বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখন আপনার যা ভাল মনে করেন তাই হবে।

সবগুলো লিংক একসাথে দিলাম

https://www.facebook.com/groups/oepgroup/
https://www.facebook.com/MD.YEASINKHAN
https://www.facebook.com/alamin.ahmed.27
https://www.facebook.com/framim
https://www.facebook.com/oepg.grp

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি এস এম মিশকাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai apnara kano ader satay busness koren?
asolai jodi online a work kortay chan, age kisu kaz shikun tarpor…odesk.com, freelancer.com & elance.com a join korun. Apni je forum posting ar kaz kortan, ai sokol website ta kortay parben.
Sudu sudu somoy nosto kano koren?

I am in freelancer..http://www.freelancer.com/u/shahnewazrahmani.html

@এস এম মিশকাত: odesk.com, freelancer.com & elance.com
ai 3 website niya pore thaken. ar kono dike takaben na…..

MT5 ফোরামে বাংলাদেশীরা এখন ব্ল্যাকলিস্টেড। এভাবে চলতে থাকলে সব কমিউনিটিই বাংলাদেশীদের বর্জন করবে।

Bhai Clickbd.com a job section a daily 5-10 ta kora add diya sobai ka oder bondamir kota janiaya dan koron oi kana oder add daksi.

Forex a jara tike takte pare na tarai ai sob forum posting a madhome $ forex ar account a niya trade korte chai ar forex a matro 10% tike thake so professional na hoya projonto ai sectory $ sodo loss hotei thake jode na kew demo te trade a lege thake.Jai hok ai rokom protrarona theke sokele soceton hon.. forum posting nigeria/india/others a 3 catagory te.ar mt5 akon procor bangladeshi post a karoe spam hisabe nitase, ar quality posting akon mt5 deke -e tobe post nitase amar jana mote.

bdpips24.blogspot.com

Thanks

ভাই শুধু শুধু এই সব প্রতারক দের ফাঁদে কেন পা দিলেন ।

Level 0

Era BATPAR, CHOR. Apnara jara eder ID/PASSPORT, BANK CERTIFICATE disen tader onek khoti era korese, Apnader mathai ki buddhi silona je eder BANK CERTIFICATE disen.

Era apnader name Forex Broker e Account Khulbe. Pore apnader deoa document die verify korbe. Tarpor ora income korbe. Eder dhore gonopituni din. Apnader ki khoti era korese eta apnara janen na. Apnader ID/PASSPORT die account khule apnader sarajiboner akta khoti kore diese.

(PARLE AMAR REPLY TA BANGLA KORE LIKHE DIN, AMI TIME ER OVABE LIKHTE PARLAM NA)

    @apu21: এই বিষয়গুলো আগে বুঝতে পারিনি। এত বড় সর্বনাশের মাঝে পড়েছি। ওদের ফেসবুক একাউন্ট গুলোতে রিপোর্ট করে ওদের গ্রুপ এবং ফেসবুক আইডি বন্ধ করে দেয়া উচিত। সবাই ওদের ফেসবুক আইডি গুলোতে রিপোর্ট করেন প্লিজ।

    আপনার কমেন্টের বাংলাঃ এরা বাটপার, চোর। আপনারা যারা এদের আইডি/পাসপোর্ট, ব্যাংক সার্টিফিকেট দিছেন তাদের অনেক ক্ষতি এরা করেছে, আপনাদের মাথাই কি বুদ্ধি ছিলনা যে এদের ব্যাংক সার্টিফিকেট দিছেন।

    এরা আপনাদের নামে ফরেক্সে ব্রোকারে একাউন্ট খুলবে। পরে আপনাদের দেয়া ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবে। তারপর ওরা ইনকাম করবে। এদের ধরে গনপিটুনি দিন। আপনাদের কি ক্ষতি এরা করেছে এটা আপনারা জানেন না। আপনাদের আইডি/পাসপোর্ট দিয়ে একাউন্ট খুলে আপনাদের সারা জীবনের একটা ক্ষতি করে দিছে।

ভাই কমেন্ট করলাম। সত্যি খুবই ভাল লাগছে আপনার পোস্টটা। আমি ফেইসবুকে শেয়ার করেছি। রেপোর্ট করব রাতে।
ধন্যবাদ

    আর প্রথম-আলো ব্লগ, বাংলানিউজ২৪ ব্লগ, সামহুয়ারইনব্লগেও শেয়ার করেন ।সবাই জানতে পারবে।

প্রতারকের খপ্পরে পরেছেন। সাবধান করার জন্য ধন্যবাদ

Level 0

khub valo laglo.ami aj sokale airokom MT5 forum site tar akti youtuabe tutarial video dekhesi jekhane akta chele tar skype id,mobile nember and facebook account ar thikana diyese.Apnar ai mohomulloban post tir jonno ami apnar kase chiro kritoggo roilam.Thanks.