সম্প্রতি ইল ট্রেনো, খাবার টেবিলের এর সাথে নতুন ফিচার হিসেবে ঘরের বিভিন্ন জিনিস রাখার ড্রয়ার, কেবিনেট যুক্ত করা হয়েছে।
এই সৃজনশীল নতুন আইয়ডিয়াটি নিয়ে এসেছেন নেদারল্যান্ডের টিজেপ নামক একটি ডিজাইনভিত্তিক কোম্পানি। তাদের উদ্দেশ্য সমূহ হল-
টিজেপ এসকল উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়েছে ইল ট্রেনো এর মাধ্যমে। এধরনের পণ্য বেশি দরকার হতে পারে বিদেশে অবস্থান করার সময়, ট্রেইনের কম্পার্টমেন্টে। তবে এই ডিজাইনটির পিছনে আরো কারন আছে, এধরণের টেবিলে অন্তরঙ্গ হয়ে বসা যাবে এবং রোমান্টিকতা তৈরি হবে বলে মনে করেন।
অন্যান্য ফার্নিচারের মত এই টেবিলের ডিজাইনেও বৈচিত্র রাখা হয়েছে, এর কিছু কিছু মডেলে জিনিস রাখার ড্রয়ার, কেবিনেট আছে, আবার কিছু কিছুতে নাই। আর গঠনেও বিভিন্ন ধরণের কাঠ ব্যবহার করা হয়েছে যাতে গ্রাহকরা পছন্দ করে নিতে পারে। তবে এটা বাসার অন্য সকল ফার্নিচারের সাথে মানিয়ে যাবে বলে ধারণ করেন প্রতিষ্ঠানটি।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
!