দিনকে দিন তথ্য ও প্রযুক্তির ব্যবহার বেড়েই চলছে। এমন কোন ক্ষেত্র নেই যে এর ব্যবহার হচ্ছে না । তাই বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার অন্যতম উপায় হলো এই তথ্য ও প্রযুক্তি।
জ্ঞান অর্জনের সব চেয়ে উত্তম পন্হা হলো শিক্ষা । আর এই শিক্ষা অর্জনের মাধ্যম হলো ভাষা। কেউ চাইলে তথ্য ও প্রযুক্তির এই জ্ঞান ভিন দেশী ভাষায় অর্জন করতে পারে। কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি জ্ঞান, শিক্ষা এবং সচেতন করার জন্য প্রয়োজন নিজ্বস মাতৃভাষা। আমার বাংলা ভাষা-ভাষী ,আমাদের ভাষার জন্য গর্বিত। আমরা চাই তথ্য ও প্রযুক্তির সব কিছু যেন হয় বাংলায়, আর তাহলেই এই থেকে আমাদের এই বাংলা ভাষা-ভাষী বিশাল জনগোষ্ঠীর উপকারে আসবে।
আশার কথা হলো ধীরে ধীরে বাংলা তথ্য এ প্রযুক্তিসহ অন্যন্যা সাইট এখন তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় যুক্ত হল বাংলায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক ওয়েব ব্লগ আই, টি , বার্তা। তথ্য ও প্রযুক্তির উন্মুক্ত প্লাটফরম। সকলের জন্য উন্মুক্ত। আপনাদের সবার সক্রিয় অংশগ্রহন আশা করছি।
লিংকঃ http://www.itbarta.com
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
কাতার ভাই এটা ঠিক না …….. আমাদের কেন আপনার টিউন থেকে বঞ্চিত রাখছেন ভাই।