সম্প্রতি এই বিষয়টি বেশ আলোড়ন তুলেছিলো যে গুগল নাকি তার ব্লগার সার্ভারে অনেক ব্লগের পোস্ট মুছে দিয়েছে এবং বেশ কিছু ব্লগ পুরোপুরি মুছে দিয়েছে। নিয়মবিরুদ্ধ কিছু হলে সেটা তারা করতেই পারে, তবে এক্ষেত্রে নাকি অনেকে কোনো আগাম নোটিস পায়নি ইমেইলে। অনেক ব্লগার জানিয়েছেন যে তারা খেয়ালই করেননি তাদের পোস্ট মোছা হয়েছে, পাঠকরা জানিয়েছে তার পরেই নাকি তারা জেনেছেন। কেন এমন হলো? কি কারনে পোস্ট/ব্লগ মুছে ফেলা হয়েছে? জেনে রাখা ভাল যে এইসব মুছে ফেলা পোস্ট/ব্লগের সবগুলোই ছিল কপিরাইট গান/সফটওয়্যার ডাউনলোডের সাইট। DMCA নিয়মানুযায়ী নালিশের পরে গুগল এইসব কাহিনী করেছে। এটা তাদের এক্তিয়ারের মধ্যেই পড়ে। কিন্তু, নিয়মে এটাও আছে যে ব্লগারকে আগাম নোটিস দিতে হবে। সেখানেই হয়েছে বিপত্তি, অনেকেই ইমেইলে নোটিস পাননি, তাই তারা ক্ষিপ্ত।
ব্যাপারটা বিভ্রান্তির সৃষ্টি করেছে। একজন ব্লগার জানিয়েছেন যে কোম্পানী নিজেই তাকে দিয়ে রিভিউ লিখিয়ে মিউজিকের ফাইল প্রোমো হিসেবে ব্লগে দিতে অনুমতি দিয়েছিল, সেই পোস্ট কিকরে মুছে ফেলা হয়! কারন তাতে তো কপিরাইট ভঙ্গ হয়নি, তারাই অনুমতি দিয়েছিল। ইনিও আগাম ইমেইল নোটিস পাননি।
উত্তরে গুগল জানিয়েছে যে তাদের ভুল হয়েছে এবং সেই ভুল শুধরে ফেলা হয়েছে। সফটওয়্যারের কারনে ইমেইল যায়নি। যাদের ব্লগ পুরো মুছে গিয়েছিল তারা সবাই ব্লগ ফেরত পেয়েছেন (কপিরাইট ভঙ্গ করা পোস্ট বাদে)। যাদের কয়েকটি পোস্ট মুছে গিয়েছিল, তারা সেই পোস্ট ফেরত পাবেন, যদি কপিরাইট নোটিসের যোগ্য জবাব দিয়ে অভিযোগ নস্যাৎ করতে পারেন।
আপনাদের মধ্যে কারো এমন হয়েছে কিনা তা হয়তো অনেকেই খেয়াল করেননি। তবে, কপিরাইট করা গান/সফটওয়্যার ডাউনলোড যারা দেন, তাদের ব্লগে এমন হতে পারে। তৈরী থাকবেন। এমন হলে করার কিছুই নেই, কারন কোনোটারই কপিরাইট জবাব আমরা কেউ দিতে পারবোনা।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আমার এক বন্ধুর এমন হয়েছে। তার ছিল অনেক ছবি সম্মিলিত একটি সাইট। মাসে ২০০ ডলার আসতো এই সাইট থেকে। আহা..বেচারা….!!!