অনেক দিন থেকেই অপেক্ষায় আছি, কবে সাইটটা তৈরী হবে। আলহামদু লিল্লাহ আজ একেবারে ফাইনাল ভাবে তৈরি হয়ে গেল। এই ব্লগের সুচনার পিছনে অবশ্যই টেক্টিউন্সের অবদান আছে। আছে টেকটিউন্সের টিউনার দের সহযোগিতা ও ভালোবাসা। তাই নিজের ব্লগে পোস্ট করার আগে টেক্টিউন্সেই পোস্ট করছি। কারন টেক্টিউন্সের টিউনারগনের সাহাজ্য ছাড়া হয়তো এই সাইট টি তৈরী ই হতনা। যাই হোক, প্রিয় টিউনার দের কাছে আবেদন করছি আপনারা প্লীজ আমার ব্লগটিকে একবার দেখে আসবেন। এবং সেটা ভালো হল না মন্দ হল, বা কি করলে আরো ভালো হতে পারে এই পরামর্শ দিবেন।
আমার সাইট্টি হল প্রযুক্তিব্লগ ডট কম। http://projuktiblog.com
একবার দেখে আসবেন কিন্তু।
আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।
ব্লগে তো এখন অনেক কাজ বাকি। ফন্ট ঠিক করতে হবে। প্লাগিন যোগ করতে হবে। আর ভালো একটা লোগো বানাতে হবে। আরো অনেক ডিজাইন করতে হবে। ব্লগের জন্য শুভ কামনা রইল। 🙂
কোন সাহায্যের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এইখানে [email protected]