পৃথিবীর কিছু মানুষ আছেন যারা স্বাভাবিকভাবেই ঝরঝরে সকালে উপভোগ করতে পারেন। ঠিক সময়ে ঘুম থেকে জেগে উঠেই বাথরুমে প্রবেশ করে তাদের কাজ হয় দাত মাজা। আবার আরেক ধরণের মানুষ আছেন যারা কখনই নিজে নিজে ঠিক সময়ে ঘুম থেকে উঠতেই পারেন না সময়ে সব কাজ করবেন তা তো আরো পরের ব্যাপার! এদের কথা চিন্তা করেই মূলত আবিষ্কৃত হল পৃথিবীর প্রথম এলার্ম ক্লক ব্রাশ ! কি শুনেই অবাক লাগছে না ব্যাপারটা? দাত মাজার ব্রাশের মধ্যে এলার্ম ক্লক যে কিনা আলসে মানুষদের ঘুম ভাঙাবে!
পণ্যটির নির্মাতা ওয়েকি(wayki)। তাই ব্রাশের নাম রাখা হয় ওয়েকি এলার্ম ক্লক ব্রাশ।
ডেভিড হকিংস এর সকালবেলা বিছানা ছাড়তে কষ্ট হতো প্রতিদিন। তিনি চিন্তা করলেন যে তার ২ পাশ থেকে ধাক্কা প্রয়োজন বা তার ২ পাশে কেও যদি বিরক্ত করে যেত! তিনি একটি এলার্ম ঘড়ি ব্যহার করতেন যা বিছানার নিকটে থাকতো। ঘুম ভাঙার সাথে সাথে এটি অফ করে দেয়া যায় এরকম দুরত্বে, সুতরাং এটি অফ করা সহজ। এমন একটি এলার্ম যদি বাথরুমে থাকে তাহলে কেমন হয়! এই ভাবনা থেকেই তিনি ব্রাশের মধ্যে এলার্ম ক্লক বসানো নিয়ে কাজ শুরু করেন । এখনও এটি নির্মানাধীন।
বাজারে এখনই পণ্যটির অনেক চাহিদা করছে সবাই। পণ্যটির খুচরা মূল্য $১৫০ এর মধ্যে রাখা যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
পোস্ট লিখেছেন নিলুফার ইয়াসমিন
একসাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
150 ডলার !!! :O
১৫০ ডলার দিয়ে ২৯৬ ডা ব্রাশ পাওয়া যাবে ! 😛
এরচেয়ে বরং আমি এলার্মঘড়ি বাথরুমে রেখে আসব 😛
যাহোক, ইন্টারেস্টিং একটা নিউজ 😀