ব্যান্ডউইডথ চার্জ কি কমছে না!

গত ১০ নভেম্বর বিডি নিউজ জানায় ব্যান্ডউইডথ চার্জ ৬০% কমে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে নুতন চার্জ অনুযায়ী গ্রাহকরা সুবিধা পাবেন। সেই লক্ষ্যে গত ১৩ নভেম্বরের  মধ্যে সবগুলো আইএসপিসহ, মোবাইল কোম্পানী এবং পিএসটিএন অপারেটরদের গ্রাহক চার্জ ধার্য করতে বলা হয়েছে। এ ধরনের নিউজ টিভি মিডিয়াতেও প্রচার হয়েছে। পরবর্তীতে ১১ তারিখে অনেকগুলি জাতীয় দৈনিকে এ খবরটি ফলাও করে ছাপে। আমরা আশায় বুক বাঁধতে থাকি এবার বুঝি ইন্টারনেট চার্জ কমে আসবে। কিন্তু আজকে বাংলাদেশ অনলাইনের একজন মার্কেটিং অফিসারের সাথে কথা বলে হতাশ হলাম। তিনি জানালেন যে, ন্যাশনওয়াইড ডাটা কমিউনিকেশনে চার্জ কমেছে। এটি কোনভাবেই ইন্টারনেট ব্যান্ডউইডথ চার্জের উপর প্রভাব ফেলবে না।

নিশ্চিত হওয়ার জন্য আমার আইএসপি 'টেলনেট' এর সাথে কথা বললাম। তারা জানালো নিউজটা তারাও দেখেছে বা পড়েছে। তবে এখনো কোন আনুষ্ঠানিক চিঠি পায়নি। পেলে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। আরেকটি আইএসপি 'এক্সেসটেল' এর সাথে কথা বললাম। তারা জানাচ্ছে যে ব্যান্ডউইডথ চার্জ কমছে না। তারা ইতিমধ্যেই চিঠি পেয়ে গেছে। সেখানে ব্যান্ডউইডথ চার্জ কমানোর কোন নির্দেশনা নেই।

একাধারে হতাশ এবং বিরক্ত হলাম। প্রথমত বিরক্ত হলাম বিটিআরসি'র উপর। এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের জন্য। কেননা এতগুলো নিউজ মিডিয়া নিশ্চয়ই ভুল করতে পারে না। আর এরকম খবর প্রচারের পর বিটিআরসি নিশ্চয়ই ভুল শোধরানোর জন্য একটি কাউন্টার ম্যাসেজ পাঠাতে পারতো। তা না করে তারা চুপচাপ গিলেছে। দ্বিতীয়ত বিরক্ত হয়েছি আমাদের মিডিয়ার উপর। তাদের দায়িত্বশীল খবর পরিবেশনের ধরন দেখে। তারা নিশ্চিত না হয়ে এ ধরনের খবর প্রচার করতে পারে না। এখন গ্রাহক এবং আইএসপিগুলোর মধ্যে সম্পর্ক খারাপ হবে এটি নিশ্চিত। এক্সেসটেল জানাচ্ছে যে, এখন না হলেও জানুয়ারীর মধ্যে ব্যান্ডউইডথ চার্জ কমানোর ঘোষনা আসছে। অগত্যা আমাদের সেই দিনের জন্যই অপেক্ষা করতে হবে।

বিটিআরসিতে ফোন করেছিলাম। কোন খবর নেওয়া যায় কি না। আমি যেহেতু যায়যায়দিন-এ লিখি সেই পরিচয় দিয়েই ফোন করেছিলাম এবং এ ব্যাপারে দায়িত্বশীল কারো সাথে কথা বলতে পারি জানতে চাইলে অপারেটর আমাকে জানালো যে এ জন্য অফিসে আসতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করতে হবে। টেলিফোনে জানা যাবে না। বিটিআরসি'র ওয়েবসাইটেও এ ব্যাপারে কোন তথ্য নজরে পড়ল না। বাংলাদেশ গভ: এর সার্ভিস এর থেকে আর ভালো কি হতে পারে।

আইএসপি 'বাংলাদেশ অনলাইন' থেকে পাওয়া বিটিআরসি'র সার্কুলারটি এখানে যুক্ত করলাম।

btrc-circular.JPG

বিভিন্ন পত্র-পত্রিকায় যেসব নিউজ এসেছে তার লিঙ্ক:

প্রথম আলোThe Daily Starআমার দেশ

এ বিষয়ে আমার পূর্বের পোষ্টটি পড়ুন

[email protected]

Level 0

আমি রুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশে কর্মরত। ওয়েব প্রোগামার। সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর একজন ভলান্টিয়ার প্রোগ্রামার। আইবিসিএস-প্রাইম্যাক্সে পার্টটাইম লেকচারার হিসেবে আছি। সেখানে পিএইচপি-মাইসিকিউএল কোর্স এ যুক্ত আছি। ফটোগ্রাফি করে থাকি। যায়যায়দিন পত্রিকায় টেকনোলজি পাতার নিয়মিত লেখক। ফটোশেয়ারে ছবি কন্ট্রিবিউট করি। দুর্নীতিমুক্ত সুন্দর, উজ্জ্বল একটি বাংলাদেশের স্বপ্ন দেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রুবন
আমি মনেহয় তোমার আগের পোস্ট (সামহোয়্যারইন ব্লগ) এবং ব্যক্তিগতভাবে তোমাকেও বলেছিলাম যে তুমি ভুল বুঝছো। আমি সেদিনই বলেছিলাম যে দাম কমছে ডিডিএন নোডের, ব্যান্ডউইডথের না। তোমরা বেশী বোঝো এবং বেশী আশা করে বসে থাকো।

তবে মোবাইল বা পিএসটিএন অপারেটরদের ইন্টারনেটের চার্জ কমানো দরকার। কারন আগে তারা ডেটা কানিক্টিভিটির জন্য যে খরচ বহন করতো এখন সেটা কমে গ্যাছে। যার অর্থ তাদের overall একটা বড় খরচ কমে গেলো, সুতরাং তারা এখন চার্জ কমাতেই পারে।

Level 0

Brother it is not new for us.Every gov. do this type of joke with us.But we wait for the change.

Level 0

why our goverment website is too poor to give a circular ! we don’t know when our goverment will have understand the importance of a website. Bangladesh have lot of talented software engineer. Govt. can atleast take their advise to make the govt. site more user friendly and secured. so that media as well as people can collect information from there without any doubt. I think if they improve this section then this type of problem will not arise in future. I am giving thanks to writer roobon for this informative article.

আসলে আমাদের মিডিয়া গুলো না বুঝে খবর একটা পেলেই সেটাকে হাইলাইট করে। আসলে ব্যান্ডউইথের দাম কমেছে টোটাল কস্টের 10% -15%. আর সেটা যে রাতারাতি 60% এ নেমে আসবে এমনটা ঠিক নয়…

Level 0

শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………….