আমি এর আগে কখন টিউন করিনি এটাই আমার প্রথম টিউন । টেকটিউনস এর সাথে আছি দুবছর গত এক বছরে এমন কোন দিন নাই যে আমি টেকটিউনস এ লগইন করি নাই । যাহোক যদি কোন ভুল হয় তাহলে পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার মুল কথায় আসি গত এক মাসে আমাদের স্থানীয় বাজারের ফ্লেক্সিলোড ব্যাবসায়ি দের কাছে তাদের লোডের সিমে কল করে বিকাশ একাউন্ট করে দেয়ার নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ইতিমধ্যে কয়েকজন ৫০০০-১০০০০ টাকার ও বেশি লোড দিয়েছে । এবং তারপরই বুঝতে পেরেছে যে সে প্রতারকের ক্ষপ্পরে পরেছে । শুধু আমাদের বাজারেই নয় আমার মনে হয় দেশের সকল লোড ব্যবসায়ি গন এই প্রতারক চক্রের টার্গেট আমি শুধু আমাদের বাজারের টাই জানি। আমার এই টিউনটি সকলকে সচেতন করার জন্য এবং আমারা যারা নিয়মিত টেকটিউনস এ আসি তারা যেন সকলকে এই বিষয়ে সচেতন করতে পারি এবং সতর্ক থাকতে বলি। গত কালই একটা নম্বরটা থেকে আমার পরিচিত একজনের সাথে প্রতারনা করা হয়েছে তবে ভাগ্য ভাল যে প্রতারনার ব্যাপারটি সে ধরে ফেলে এবং আগে থেকেই সচেতন থাকায় তার ক্ষতি হয় নাই। প্রতারকদের প্রতারনার ধরন এমন…………. মোবাইল এ কল (লোডের মোবাইল) প্রতারক: হ্যালো লোড ব্যবসায়ি: হ্যালো প্রতারক: আমি ঢাকার হেড অফিস থেকে বলছি, আপনি কি আপনার মোবাইলয়ে বিকাশ খুলতে চান। লোড ব্যবসায়ি: হ্যা চাই (বেশির ভাগ এটাই বলে) প্রতারক: তাহলে আপনার ব্যক্তিগত মোবাইল নম্বরটা দিন। ব্যবসায়ি: (নম্বর দেয়ার পর) প্রতারক: (ব্যবসায়িকে) আপনার লোড দেয়ার মোবাইল টা হাতে নিন। এবং আপনার লোড অপশনএ যান । গিয়েছেন ? ব্যবসায়ি : হ্যা এখন কি করব? প্রতারক: আপনার লোড অপশনে যান এবং এই নম্বরটা লিখুন ০১৭৭******* তারপর টাকার ঘরে লিখুন ০১২৫৭। পিন নম্বর দিন এবং সেন্ড বাটন চাপুন। (প্রথমেই ০ থাকায় অনেকেই বুঝতে পারে না) (লোডের সিমের টাকার পরিমান আগেই যেনে নেয়) ব্যবসায়ি : চেপেছি। প্রতারক: এবার আপনার বিকাশে কিছু নগদ টাকা পাঠাতে হবে । ব্যবসায়ি : আমার কাছে নগদ টাকা নাই আমি পাঠাতে পারব না। (কেউ কেউ পাঠিয়েছে কিনা আমার যানা নাই প্রতারক: (গালা গালি দিয়ে) তোর টাকা পাঠাতে হবে না, আগে দেখ তোর লোডের সিমে টাকা আছে নাকি। (তক্ষণে লোডের সিমের একাউন্ট ফাকা) এই ছিল প্রতারক চক্রের প্রতারনা ধরন ক্ষেত্র বিশেষে এর পরিবর্তন হয়। সবাই টিউনটি শেয়ার করুন সবার সাথে এবং প্রথারক দের রুখে দিন যাতে সহজ সরল লোডব্যবসায়িরা প্রতারকদের ক্ষপ্পরে পরে ক্ষতিগ্রস্থ না হয়। সকলকে ধন্যবাদ সময় নিয়ে টিউনটি পড়ার জন্য।
আমি Aloke Ghosh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune