প্রথম আলো কি ম্যালওয়ার দ্বারা আক্রান্ত?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ কয়েকবার ক্রোম থেকে প্রথম আলোতে ঢুকতে  গিয়ে maleware warning এর সম্মুখিন হই ।আল্লাই জানে কি হইসে আপনাদের কি অবস্থা?অন্য ব্রাওজার useকরি না তাই অইগুলার কথা বলতে পারবো না।যাই হোক হ্যাকিং expart রা কিছু বলেন............এটা কি হ্যাকিং  নাকি সাধারন কিছু? এই মেসেজ তা বার বার আসতেছে শুধু আমার না আরও কয়েকজনের একি অবস্থা......warning ব্রেক করে যাব কিনা ভাবতেছি।

Level 0

আমি nir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar o mozila teo show korse

ইন্টারনেট এক্সপ্লোরার-এ প্রথম আলো দেখুন

ম্যালওয়্যারের কারণে প্রথম আলো অনলাইন (prothom-alo.com) গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে দেখতে সমস্যা হচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে কারিগরি কাজ চলছে। এ সময়ে ইন্টারনেট এক্সপ্লোরার-এ প্রথম আলো সাইট দেখতে পাবেন। পাঠকদের সাময়িক অসুবিধার জন্য প্রথম আলো কর্তৃপক্ষ দুঃখিত।
প্রথম আলোর আইটি বিভাগ থেকে জানানো হয়েছে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে প্রথম আলোর সাইট দেখতে Reported attack page এর নিচের দিকে Ignore this warning-এ ক্লিক করুন। গুগল ক্রোম থেকে প্রথম আলোতে ঢুকলে The Website Ahead Contains Malware! পেজ আসলে এই পেজের Advance option-এ ক্লিক করার পর proceed at your own risk -এ ক্লিক করুন। তাহলে আপনি প্রথম আলোর সাইট দেখতে পাবেন।

http://www.prothom-alo.com/detail/date/2013-02-16/news/329681