বহুল প্রতীক্ষার পরে অবশেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাণিজ্যিকভাবে থ্রিজি নেটওয়ার্কিং সেবা দেয়ার জন্য আগ্রহী কোম্পানিগুলোকে প্রস্তাবনা এবং আবেদনপত্র জমা দেয়ার জন্য আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। একই সাথে তৃতীয় প্রজন্মের এই সেলুলার সংযোগ সঙ্ক্রান্ত নীতিমালাও প্রকাশ করেছে সংস্থাটি। গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে উক্ত বিষয়টি জানা যায়। সেখানে মোট দুটি পিডিএফ ফাইলে আলাদা করে আবেদন করার নিয়মাবলী এবং মূল রেগুলেটরি গাইডলাইন পাওয়া যাবে। মূল নীতিমালার ডকুমেন্টটি ৯১ পৃষ্ঠার এবং আহ্বান পত্রটি একক পাতার পিডিএফ ফাইল।
এখানে থ্রিজি নলাইসেন্স আবেদন ও আরও অন্যান্য কিছু বিষয়ের কয়েকটি অংশ তুলে ধরা হলঃ
> নিলামে অংশ নিতে ভিত্তিমূল্য হিসেব করা হবে ২ কোটি মার্কিন ডলার/মেগাহার্টজ।
> আবেদনপত্র প্রসেসিং ফি ৫ লক্ষ টাকা।
> লাইসেন্স ফি প্রাথমিকভাবে ১০ কোটি টাকা এবং বার্ষিক ৫ কোটি টাকা।
> মোট পাঁচটি লাইসেন্স দেয়া হবে।
> প্রথম দফায় ১৫ বছরের লাইসেন্স প্রদান করবে কমিশন।
> থ্রিজি সেবাদাতা প্রতিষ্ঠানগুলি পরবর্তীতে ফোরজিতে আপগ্রেড করতে পারবে, তবে সে ব্যাপারে আরও কিছু নির্দেশনা আসবে।
> আবেদন করার শেষ তারিখ ১২ মে ২০১৩ দুপুর ১২ টা।
পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে
আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এতো বিশাল ফি কেন নিচ্ছে সরকার? এতো বিশাল ফি নিলে তো আমাদের গলা কেটে বিল নিবে পরে।