এইবার তানিয়া আহম্মেদ এর ছেলেও গুগলের চেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন বানাইলো 🙂 😀 । এখনকার অভিনেত্রীদের নতুন একটা ফ্যাশন 😀 😉 🙁 তাগো পোলারা 😛 কোন একটা যা তা বানাইয়াই কইবো গুগলের 🙁 চেয়ে শক্তিশালী। গুগল কি জিনিস তা এরা বোঝে? হায়রে কপাল!! দেশটা ডিজিটাল ছাগলে ভইরা গেল।
বানাইছে ভাল কিন্তু গুগলের সাথে তুলনা করার দরকার কি? আর গুগলরেই টাইনা আনার দরকার কি এই সব আজাইরা কামে? এইসব মহিলারা 😉 জানে গুগল কি? জানলে অন্তত কোনদিন এইরকম কথা কইত না। 😛 😀
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কথায় আছে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, গুগল কি জিনিস তা যদি তানিয়া আহমেদ জানতেন তা হলে এই কথা তা বলতেন না.
microsoft যেখানে গুগলে এর সাথে কোনো ভাবে পারতেছেনা সেখানে উনার ছেলে গুগল কে হারিয়ে দিল.
microsoft এর উচিত তানিয়া আহমেদ এর ছেলে কে hire করা.
–
–
–
আর কিছু বলার নাই.উনি যদি উনার ভুল বুজতে পারে তাহলে ভালো.
…………..তাই ও জন্য একটু বাড়তি সময় দিচ্ছে। তানিয়া আহাম্মেদ নিজ্ই মনে হয় প্রোগ্রমিং শেখাচ্ছেন……………………….. আসুন তার ছেলের জন্য দোআ করি যেন অতিশিঘ্র একটা অপারেটিং সিস্টেম বানাতে পারে যেটা Windows এর চেয়েও উজার ফ্রেন্ডলী এবং লিনাক্সের চেয়ও বেশি নিরাপদ হবে। তার কাছে আমারা এমটি আশা করতেই পারি আফটারঅল সে গুগুলকে টেক্কা দিয়েছে (!?)
শাকিল:ভাই মনে কিছু করবেননা আপনার টিউনের শিরোনামের দুটি বানান সঠিক হয়নি চ্রম হবে চরম ,আর খ্রাপ হবে খারাপ আশা করি বুঝতে পেরেছেন।
আর এই সকল অভিনেত্রী ও তাদের সন্তানদের হাসপাতালে পাঠানো উচিত ট্রিটমেন্ট করানোর জন্য।
খিক খিক ভাইজান কি আমারে এতো মূর্খ ভাবছেন? এক্কারে বানান শিখায় দিলেন
আপনে মনে হয় বাংলা ব্লগিং সাইট তেমন ভিজিট করেন না
উইটাতো আমি ইচ্ছা কইরাই লিকচি আপনে সিটা বুজবার পারেন নাইক্কা?
দু-চারটা সাইট দেইখেন আর কিছু না হোক মজা আর আসল কোনটা সেইটা বুঝার জন্যও অন্তত অত্ত বড় মাথাটা একটু খাটানরে ভাই খালি ব্লগের লিংক মারলে কি হবি?
আফনে দেকেন নাইকা আমি তো ইডা সামুতেই আগে মারছি? আপনার অবগতির জন্য লিংকাইলাম
http://www.somewhereinblog.net/blog/Sakil13/29084679
গুগল এর চাইতে শক্তিশালী সার্চ ইঞ্জিন দুনিয়াতে আর আছে কিনা আমার জানা নাই যাহার কাছে মাইক্রোসফট নিজেও ফেল সেখানে গুগলে চাইতে এই সব বাজে সার্চ ইঞ্জিন বেশি শক্তিশালী হয়কিভাবে আমি বুজিনা কেউ বুজলে ভাই জানাইয়েন.আর একটা কথা যখন দেখি আমাদের মিডিয়া গুলুও এই সব খবর গুরত্বের সাথে প্রচার করছে তখন ভাবি কিবুঝিল-কিবুঝচ্ছে-কিবুঝিলাম.ধন্যবাদ টিউনের জন্য এবং যাহারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন|
ভাই আপনার তো অনেক সাইট আছে আমি আপনাদের কয়েকটি টিউন পড়ে একটা সাইট বানাইয়াছি কিন্তু ভিজিটর আসেনা দেখবেন কি ?
আমার সাইটে লেখা জমা দিবেন
http://www.amarcall.blogspot.com
shakil vai,
kemon acen…?? Apnar password protected lekha gula to portei parteci nah… kisu ekta koren…password kivabe pabo janan………. [email protected]
শাকিল ভাই তানিয়া আহম্মেদ মনে হয় কথাটা গুগুলকে অপমান করার জন্য বলে নাই, তার ছেলেকে সম্মান দেখানোর জন্য বলেছেন। কিন্তু তিনি ভুল করেছেন সাথী আপু যদি বলতেন আমার ছেলে গুগুল এর চেয়ে শক্তি শালি সার্চ ইঞ্জিন আর উইন্ডোজ এর চেয়ে ভাল অপারেটিং …………………………………… তৈরি করেছে তবে আপনার আমার কিছুই এসে যেত না কিন্তু তানিয়া আহম্মেদ এর মত এক জন মহিলা যদি এ সব কথা বলে তবে খুব লজ্জার কথা।
বড্ডা ভাই (শাকিল ভাই) আপনি কি আমার সাথে সহমত।
শাকিল ভাই, আমাকে আপনার পাসওয়াড দেবার কথা ছিল। পাসওয়াড কই মিয়া । মেইলে পাইনাই। তারাতারি পাঠান। email: [email protected]
advance thx for mail.
হুমম…………..
সবাই দেখি বদনাম করেই চলেছে ………… হা হা হা ……..তানিয়া আহমেদ …………….হা হা হা ……………..
যাই হউক আমি একটু এক্সপ্লেইন করে ২ টা কথা বলি ।
১. যে মূর্খ তারে মূর্খ বলে গালি দিয়া কি আনন্দ পাওয়া যায় ?
২. যে ১৪ ইয়ারস এজ এ সার্চ ইঞ্জিন এর API ব্যবহার করার চেষ্টা করতে পারে তাকে ট্যালেন্ট বলা যেতে পারে, তবে গুগল এর সাথে তুলনা করলে,
হা হা হা ………হি হি হি……. তাকে পাগল ছাড়া অন্য কিছু বললে তো অন্য প্রাণীর অপমান করা হবে ।
যাই হউক , টিউনটি অনেক আগের , কিন্তূ আমার চোখে পড়ল , তাই কমেন্ট না করে থাকতে পারলাম না ।
ভুল হলে সরি আছি ।
ধন্যবাদ শাকিল ভাইকে বিনোদনমূলক এবং কানখাড়া করা একটি টিউন এর জন্য……………
হুমম…………..
সবাই দেখি বদনাম করেই চলেছে ………… হা হা হা ……..তানিয়া আহমেদ …………….হা হা হা ……………..
যাই হউক আমি একটু এক্সপ্লেইন করে ২ টা কথা বলি ।
১. যে মূর্খ তারে মূর্খ বলে গালি দিয়া কি আনন্দ পাওয়া যায় ?
২. যে ১৪ ইয়ারস এজ এ সার্চ ইঞ্জিন এর API ব্যবহার করার চেষ্টা করতে পারে তাকে ট্যালেন্ট বলা যেতে পারে, তবে গুগল এর সাথে তুলনা করলে,
হা হা হা ………হি হি হি……. তাকে পাগল ছাড়া অন্য কিছু বললে তো অন্য প্রাণীর অপমান করা হবে ।
যাই হউক , টিউনটি অনেক আগের , কিন্তূ আমার চোখে পড়ল , তাই কমেন্ট না করে থাকতে পারলাম না ।
ভুল হলে সরি আছি ।
ধন্যবাদ শাকিল ভাইকে বিনোদনমূলক এবং মাথা নষ্ট করা একটি টিউন উপস্থাপন এর জন্য……………
🙂 🙂 🙂