মোবাইলে আসছে লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্তু

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিখ্যাত ও জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিস্ট্রিবিউশন উবন্তু আসছে স্মার্ট ফোনে। বিশ্বে এখন পর্যন্ত এন্ড্রয়েড ওপেনসোর্স অপারেটিং সিস্টেম হলেও এটি গুগলের ট্রেডমার্ক বহন করে। এপল আই ওএস, উনডোজফোন এবং গত সপ্তাহে আসা ব্লাকবেরী Z10 সবই বড় কোন প্রতিষ্ঠানের বাধাধরা নিয়মের গন্ডি পার হতে পারে নি।

অবশ্য ওপেনসোর্স আরো একটি অপারেটিং সিস্টেম মিজিলা ওএস এ বছরের শেষের দিকেই আসার কথা। 🙂

উবুন্তু ডিস্ট্রিবিউশনের ডেভলপার যুক্ত রাজ্যের ক্যানোনিক্যাল ২০১৩ এর শেষের দিকে হয়তো স্মার্ট ফোন বের করবে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যই স্যামসাং গ্যালাক্সি নেক্সাসে উবুন্ত অপারেটিং সিস্টেমের ফোনটি দেখতে পাবেন 🙂

অবশ্যই নতুন কিছু আশা করতে পারেন এই অপারেটিং সিস্টেম থেকে। সবচেয়ে সুবিধাজনক যে ফিচার থাকবে তা হলো একই এপ্লিকেশন ডেস্কটপ এবং মোবাইল উভয়ে ব্যবহার করা যাবে।

ডেভলপারদের জন্য ফেব্রুয়ারীতেই উবুন্তুর প্রিভিউ চলে আসবে। ওয়েবে রয়েছে বিশাল ওপেনসোর্স প্রিয় কমিউনিটি আর উবুন্তুর ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও এটি প্রিয় অপারেটিং সিস্টেম হবে বলে ধারণা করা যায়।

একই সাথে প্রকাশিত টিউটোরিয়ালবিডিতে

পোস্ট স্পন্সরঃ টিউটোহোস্ট

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ubuntu – এর কিছু Limitation আছে আশা করি Mobile-ও তা থাকবে ।

Level 0

সবার আগে আমার মাথায় যে চিন্তাটা আসছে সেটা হচ্ছে এর দাম কেমন হবে?