ভাল্লুকের পিত্তথলি থেকে অমানবিক ও অবৈজ্ঞানিক ভাবে পিত্তরস সংগ্রহ করে ঔষধ তৈরি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

পশুপাখি কিংবা প্রাণীর শরীর থেকে নানারকম পদার্থ দিয়ে রোগের প্রতিষেধক বা ওষুধ তৈরির প্রথা পৃথিবীতে নতুন নয় । প্রাচীনকাল থেকেই এই সমস্ত বিষয়ে নানা গবেষণা চলছে। কিন্তু ইদানীং চীন দেশে জ্বর , পেটের অসুখ কিংবা লিভার সংক্রান্ত নানা জটিল রোগ নিরাময়ের জন্য শুরু হয়েছে এক অমানবিক ও নৃশংস কাজ । যার বিবরণ শুনলে শিউরে উঠতে হয় । খোদ বেজিং এর বুকেই এই অমানবিক কাণ্ডটি প্রতিদিন ঘটে চলেছে । ঘটনাটি হল ইনজেকশনের মাধ্যমে ভাল্লুকের পিত্তথলি থেকে নৃশংস ভাবে পিত্তরস বের করে নেওয়া ।

বেশীরভাগ ক্ষেত্রেই কৃষক সম্প্রদায়ের একদল এই অমানবিক কাজটি দীর্ঘদিন ধরে করে চলেছে । প্রাণীর শরীর থেকে নানাভাবেই নানা কিছু সংগ্রহ চলছে নানা গবেষণার কাজে । কিন্তু ভাল্লুকের শরীর থেকে যেভাবে এই কাজটি করা হয় তা অসহ্য । কিন্তু মানুষকে অ্যানিশথেশিয়া ছাড়া দেহের কোনও অংশে বেশ কয়েক ঘণ্টা ছুরী দিয়ে কাটা-ছেঁড়া করলে কি ভয়ংকর অবস্থা হতে পারে তা আমরা সহজেই বুঝতে পারি । ভাল্লুকের পিত্তথলি থেকে তার চাইতেও নৃশংস ভাবে এই পিত্তরস সংগ্রহ করা হয় ।

এই নৃশংস কাজের জন্য চীন দেশে ভাল্লুক পোষা এবং তার প্রতিপালনের ব্যবসা এখন বেশ রমরমা । এমনও দেখা যায় যে কৃষকরা নিজেদের কৃষি কাজের সঙ্গে সঙ্গে দু-চারটে ভাল্লুক পুষে অতিরিক্ত আয়ের ব্যবস্থাও করে নিচ্ছে । এরা জানে কি ভয়ংকর ভাবে এই পিত্তরস সংগ্রহ করতে হয় । এরা জানে ভাল্লুক গুলোর শরীর থেকে কয়েকদিন অন্তর অন্তর পিত্তরস সংগ্রহ করার জন্য যে ভাবে ইনজেকশন করতে হয় তা কতটা নৃশংস , কিন্তু সব কিছু জেনেও এরা নির্বিকার ।

যেদিন এই পিত্তথলি থেকে তাঁরা রস সংগ্রহ করে সেদিন এই ভাল্লুকগুলো একেবারেই নির্জীব হয়ে পড়ে । মৃত্যুর যন্ত্রণা নিয়ে নিথর হয়ে থাকে কয়েকদিন । কিন্তু ব্যবসায়ীরা কিছু খাবার খাইয়ে খাইয়ে একটু একটু করে ভাল্লুকগুলোকে আবার চাঙ্গা করে তুলে কয়েকদিন পর সেই একই প্রক্রিয়ায় রস সংগ্রহ করে ।

এই নিষ্ঠুর প্রক্রিয়ার বিরুদ্ধে মাঝেমধ্যে যে দু একজন পশুপ্রেমি সোচ্চার হননি তা নয় । কিন্তু সবটাই সাময়িক । ' কাকস্য পরিবেদনা ' - শেষ পর্যন্ত সবটাই থিতিয়ে গেছে । প্রথমে পিত্তথলি থেকে রস সংগ্রহ করা হয় তারপর সেই তরল রস বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শুকিয়ে নিয়ে পাওডারের মতো গুঁড়ো করা হয় এবং তারপর ছোটো ছোটো পাকেট এ ১৪০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করা হয় । পিত্তথলি থেকে পিত্তরস বের করার জন্য যে ইনজেকশন করা হয় তা মাঝে মাঝেই করার ফলে ভাল্লুকের পিত্তথলিও ঐ নির্দিষ্ট অংশে এক ভয়ংকর ক্ষতের সৃষ্টি করে । একসময় সেই ক্ষত থেকে ঘা হয়ে পুঁজ পর্যন্ত বের হতে থেকে যার অনিবার্য পরিণাম ভাল্লুকগুলির মৃত্যু ।

চিনের প্রান্তে এখন এই ব্যবসা এতোটাই রমরমা যে কোনও কোনও ব্যবসায়ী এর ফলে বহু টাকারও মালিক । কোথাও বা এক সঙ্গে কয়েকশো ভাল্লুক কে প্রতিপালন করে ব্যবসা চালানো হচ্ছে । কিন্তু ভেতরে ভেতরে অমানবিক ও অবৈজ্ঞানিক ব্যবস্থাটা কিন্তু থেকেই যাচ্ছে । সাম্প্রতিক কালে কয়েকটি মানবিক সংস্থা এর বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা গ্রহণের চেষ্টা করলেও আদতে প্রকৃত সমস্যার সমাধান কোনভাবেই হচ্ছে না । সত্যিইতো নিষ্ঠুর এই ব্যাথার ব্যাথী না হলে কোনভাবেই এই সমস্যার সমাধান সম্ভব নয় ।

এই লেখাটার মুল লেখক হলেন ইন্দ্ররাজ চক্রবর্তী"GUIDANCE NAYDASH" নামক একটি পত্রিকায় এই লেখাটি প্রকাশিত হয়েছিলো ১ লা এপ্রিল ২০১২ তে ।

এতো কষ্ট করে লিখলাম আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানাবেন । আবার দেখা হবে । ভালো থাকবেন । ধন্যবাদ । আরও বিস্তারিত জানতে গুগল মামাতে "Bear's Bile" লিখে সার্চ করুন ।

Level New

আমি b.raja973। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami class 10 er student.Ami Baghmundi High School e pori.Amar bari Santaldih te.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

@টেকটিউনস: ধন্যবাদ , আপনি আমার টিউনটির ব্যাপারে এটি বললেন কিন্তু এই টিউন গুলো https://www.techtunes.io/news/tune-id/170695 , https://www.techtunes.io/news/tune-id/164652 ( দয়া করে কিছু মনে করবেন না যারা টিউন গুলো করেছেন আমি শুধু আমার এই পোস্টটার স্বার্থে বলছি ) এগুলোর মধ্যে আপনি কোথায় প্রযুক্তি খুঁজে পাচ্ছেন ?

    @b.raja973: প্রযুক্তি সংক্রান্ত নয় এমন টিউন গুলো বিশেষ বিবেচনায় টেকটিউনসে রাখা হয়। টেকটিউনস যেহেতু প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক তাই প্রযুক্তি সংক্রান্ত টিউন করুন। টেকটিউনস নীতিমালা মেনে টিউন করলে আপনার টিউন কখনও স্থগিত হবে না। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া তুমি এই রকম টিউন না করলেও পারতে

ভবিষ্যতে এই ব্লগে এই রকম পোষ্ট না দেওয়াই ভাল, যা জানলাম তা ভয়ানক :p

Level 0

tomer ei post tee facebook er jonno bettter not techtunes. onno ra vul korleoo ekhane ashe amra tech related news er jonno. volluker news porer jonnno noi. but ur story khub mojar.

এ ধরনের টিউনের জন্য বা টিউন করার জন্য http://vetsbd.com -এ লগ-অন করুন। আর সেখানে আপনার এই লেখাটিও পোস্ট করার জন্য অনুরোধ করছি।