দূরবর্তী অবস্থানে দ্রুতগতির তথ্য প্রেরণের পরীক্ষা হিসেবে ৫০০ বছর আগে লিওনার্দো-দা-ভিঞ্চির আঁকা কাল্পনিক ছবিটি পাঠানো হলো চাঁদে। ২ লক্ষ্য ৪০ হাজার মাইল দূরে ডিজিটাল তথ্য প্রেরণের এই পদ্ধতিটি প্রথম সফলভাবে করে নাসা। Lunar Orbiter Laser Altimeter (LOLA)’র প্রিন্সিপাল এবং মেনচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির ডিভিড স্মিথ জানায়, “দূরের উপ-গ্রহের এটাই প্রথম একমুখি লেজার যোগাযোগ। ভবিষ্যতে রেডিও যোগাযোগের ব্যাকআপ ব্যবস্থা হিসেবে এই পদ্ধতি ব্যবহার করা যাবে। রেডিও লিংকের তুলনায় এটি অনেকে বেশি গতিতে তথ্য প্রেরণ সম্ভব।”
মোনালিসার ছবিটি পাঠানোর জন্য Lunar Laser Communications Demonstration (LLCD) পদ্ধতি ব্যবহার করা হয়। সহজ কথায় বলতে গেলে, প্রথমে ছবিটি ডিভিডিতে রাইট করা হয় এবং এর পিক্সেল ডাটা গুলো ভাগ ভাগ করে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদে প্রেরণ করা হয়।
বিভিন্ন প্রাকৃতিক সমস্যার কারনে কিছু তথ্যের বিকৃতি হয় এবং তা ঠিক করা হয় Reed-Solomon error correction পদ্ধতির মাধ্যমে। ৩০০ বিট পার সেকেন্ড গতিতে ছবিটি লেজারের মাধ্যমে চাঁদে যায়।
তথ্য ও ছবিঃ নাসা
পোস্ট লিখেছেন- মাহবুব টিউটো
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
matro 300 bit per second?