ইমেইলে দ্রুত ও সহজ উপায়ে ‘অ্যাটাচমেন্ট’ সেবা দিতে একসঙ্গে কাজ করবে ইয়াহু ও ড্রপবক্স। ইয়াহু মেইল সেবার সঙ্গে যুক্ত হচ্ছে ড্রপবক্স।
ইয়াহু মেইল ব্যবহারকারীরা এর ফলে ড্রপবক্সে সংরক্ষিত তথ্য ইয়াহু মেইলের মধ্যেই ব্যবহার করতে পারবেন। এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াহু মেইল ব্যবহারকারীরা দ্রুত ড্রপবক্স অ্যাকাউন্টের ফাইল ইয়াহু মেইলে অ্যাটাচমেন্ট আকারে পাঠাতে পারবেন। এতে ফাইল শেয়ার করা সহজ হবে এবং নিজের ডেস্কটপ থেকে দূরে গেলেও ড্রপবক্সে রাখা তথ্য অন্য কম্পিউটার থেকে মেইল করা যাবে।
যাঁরা ড্রপবক্সে নতুন, তাঁরা ইয়াহু মেইল থেকেই ড্রপবক্সে অ্যাকাউন্ট করতে পারবেন। মেইলের অ্যাটাচমেন্ট আকারে তথ্য সংরক্ষণ করার সময় ক্লাউড সেবা বা ড্রপবক্স নির্বাচন করে দিতে হবে।
ইয়াহু মেইলে পেপারক্লিপ আইকনটির পাশেই ড্রপবক্স সুবিধাটি রয়েছে। এ ড্রপবক্স থেকে শেয়ার করার বিষয়টি নির্বাচন করে দিলেই হবে।
আমি Howard Robles। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।