একটি বিটিসিএল সংযোগ এবং আমার অভিজ্ঞতা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ইন্টারনেট এর খরচ দিন দিন বেড়েই চলছে । আগের চেয়ে চাহিদা বাড়লেও দামের তেমন কোন পরিবর্তন আসেনাই। খালি সুনি সরকার নাকি নেট এর দাম কমাইছে । কিন্তু আমরা যারা নেট ব্যাবহার করি তারা এখনো এর সুফল পাচ্ছি  না। কি আর করার, টেকটিউনস এ এক ভাইয়ের পোস্ট দেখে সিধান্ত নিলাম বিটিসিএল সংযোগ দিয়ে এডিএসএল মডেম চালাবো । অন্তত শান্তিতে একটু নেট চালাইতে পারব। যাই হোক যে ভাবনা সেই কাজ। আমি কিছুদিন পর গেলাম বিটিসিএল টঙ্গী অফিস এ অফিস এ তেমন কেউ ছিল না। এক ম্যাডাম এর সাথে কথা বলে জেনে নিলাম কি কি লাগবে। উনি বললেন 4 কপি পাসপোর্ট সাইজ ছবি। ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং ছবির নিচে সত্যায়িত থাকতে হতে। প্রথম গ্যাজেটেড অফিসার এর স্বাক্ষর। যাই হোক, সব কিছু রেডি করে গেলাম। কিন্তু অফিস এ কাওকে পেলাম না ফর্ম জমা নেয়ার মত। এভাবে ৩ দিন এসেও তার দেখা পাওয়া গেল না। 4 th দিন তাকে পেলাম রীতিমত খুব বিজি । তার নাম বললাম না। ফর্ম জমা দিলাম। এখন আরেক ঝামেলা তার অ্যাসিস্ট্যান্ট এর দেখা নাই। সে কোথায় গেছে , সুনেছি দেয়াল এর ও নাকি কান আছে। সেই কান দিয়ে সুনে যা বুঝলাম সে এই কাজ ছারাও আরও ২ টা কাজ করে। তার কোন একটাতে কাজ করতে চলে গেছে। এগুলা ত সামান্য আরও অনেক কিছু আছে সামনে। ও একটা কথা বলতে ভুলে গেছি যে ম্যাডাম এর সাথে প্রথম কথা বলেছিলাম তিনি বলেছেন আমি যেন কাওকে টাকা না দেই। আমার মাথায় তখন সেই কথাটা ঘুরতেছে। অ্যাসিস্ট্যান্ট এর দেখা মিলল দুই দিন পর। সে বলল লাইন ম্যান আমাদের এলাকায় গিয়ে দেখবেন আমদের অন্য কোন লাইন আছে কিনা বা কোন কমপ্লেইন থাকলে যাচাই বাছাই করে তারপর একটা প্রত্যয়ন পত্র দিবে। তারপর লাইন পাব। এখন ঘুরো লাইন ম্যান এর পিছে। এই প্রত্যয়ন এর জন্য আরও ৫ দিন শেষ। আবার প্রত্যয়ন পত্র নিয়ে সেই অ্যাসিস্ট্যান্ট এর কাছে। নাম্বার পছন্দ করতে বললেন , কিছু ভাল নাম্বার ছিল , কিন্তু তার ভাব দেইখা বুঝলাম ওই নাম্বার নিতে কিছু পাত্তি দিতে হইব। তারপর ভাবলাম নাম্বার ধুইয়া কি পানি খামু। নেট চালাইলে নাম্বার কোন ব্যাপার না। যাই হোক নাম্বার পছন্দ করলাম। লাইন ম্যান বলল ৭ দিন পর সংযোগ দিবে। ৭ দিন পর সংযোগ দিতে আসলো। সংযোগও দিল। তবে ভাবছেন সমস্যাটা কোথায়? এখানেই তো সমস্যা...
লাইন দেয়ার পর সে বলে তাকে চা পানি খাওয়ার জন্য কিছু দিতে হবে। আমি বললাম চা খাইবেন ভাল কথা আসেন একসাথে বসে চা খাই। না সে সরাসরি টাকা চাইল , যাই হোক আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। মানে আমার পকেট একদম খালি। এমন অবস্তায় তাকে ১০০ টাকা আরেকজনের কাছ থেকে ধার করে দিলাম। কিন্তু সে নিবে না আমিও পরছি বিপদে সে টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। তারপর অনেক বুঝিয়ে তাকে শেষ পর্যন্ত ৩০০ টাকা দিতে হল। গেল একটা, আরেকটা অপেক্ষা করছীঈ আমার জন্য কে জানে। প্রথম বিল দিতে এল এক মুরুব্বি , তাকেও কিছু পাত্তি দিতে হবে দিলাম ১০০ টাকা। পরের মাসে ৫০ টাকা, তারপরের মাসে ৩০ টাকা , শেষে মায়ের রাগারাগিতে দেয়া বন্ধ, তারপর লক্ষ করলাম তিনি বিলটা একটু দেরি করেই দেয়া শুরু করলেন। আমার মাসে বিল আসে ১৫০-২০০ টাকার মত , আমি যদি ৫০ বা ৩০ টাকা করে প্রতি মাসে বিল প্রদানকারীকে দেই তাহলে কি হইল। এরপর কয়েকবার আমার লাইন এ সমস্যা হইসে একবার অ বিনা খরচে ঠিক করাইতে পারি নাই। একবারের ঘটনা , আমার লাইন ঠিক ছিল শুধু এয়ারটেল নাম্বার এ কল করলে সমস্যা হত। অফিসিয়াল ওয়েবসাইট এ কমপ্লেইন করলাম। তারপর দিন লক এলো ঠিক করতে , ঠিক করার নামে সে আমার লাইন টা খাম্বা থেকে খুলীঈ ফেলল। তারপর তো লাইন যে থাকবে না এটা আমাদের সকলের জানা। সে কঠিন একটা ভাব ধরল আমাকে দেখাইল আমার লাইন এ সমস্যা । আমি মনে মনে ভাবতাছি চান্দু আজ তোমারে পাইছি। সে এবার বাইরে বের হল। কিছুক্ষণ পর আবার লাইন লাগিয়ে দিয়ে আসলো, এবং দেখালো লাইন ঠিক আছে। আমি তাকে বললাম যে আমার লাইন তো ঠিক এ ছিল আপনি খাম্বা থেকে লাইন খুললেন লাইন চলে গেল আবার লাগাইলেন চলে এলো। কিন্তু আমার সমস্যা ছিল এয়ারটেল নাম্বার এ কল যায় না । আজ সকালে সেটা ঠিক হয়ে গেছে। সেদিনের মত সে চলে গেল, কোণ খরচা হইল না।

আমার টেলিফোন সেট টা নষ্ট হওয়ার কারনে নতুন ফোন কিনতে গেলাম দোকানে। সেখানে গিয়ে সুনলাম আরেক ঘটনা। তার দোকানে মাসে দুই-তিন দিন আসে লাইন ম্যান সমস্যা সমাধান করতে , দোকানদারের মতে সমস্যা গুলো তাদের তৈরি। তারাই সমস্যা তৈরি করে আবার তারাই সমাধান করে। শুধু মাসে মাসে ১০০-২০০ টাকা দোকানদারের পকেট থেকে লাইন ম্যান এর পকেট এ যায়। যদি টাকা না দেয় তাহলে লাইন ঠিক করার নামে খাম্বাতে উঠে লাইন খুলে দিয়ে যায়। এবং ফোন করলেও তার দেখা সহজে মিলে না। তাই এই সব ঝামেলা থেকে বাচার জন্য তিনি পাত্তি দিয়ে যান।

আজকের ঘটনা মাসখানেক যাবত আমার লাইন এ সমস্যা ছিল , আজ সেই লোকটা এসেছিলো যে লাইন ম্যান আমার লাইন দেখতে চাইল দেখালাম। সে বলল আমার লাইন ঠিক করে দিয়েছে। এখন তাকে রিস্কা ভাড়া দিতে হবে । বাসায় কেও নাই। পকেটেও টাকা নাই। অনেক খুজে ১০ টাকা পেলাম বললাম আমার কাছে কোন টাকা নাই। মাত্র ১০ টাকা। সে হুড় মুড় করে বেরিয়ে গেল। টাকাটা পকেট এ রাখলাম , বুঝলাম এ টাকটা ওই লোকটার ভাগ্যে ছিল না।

ভয়ে আছি, সে যদি আমার লাইন খুলে দেয়। আমিতো আর খাম্বা পাহারা দিতে পারব না। সে যেকোনো সময় আমার লাইন খুলে দিতে পারে। তারপর আমাকে ফোন করতে হবে তাকে। সে যদি আসি , আসবো বলে আমাকে ঘোরায়। তখন আমিও কি তার কথা মেনে নিব। ভাবতেছি না। আমি সরাসরি হেড অফিস এ কথা বলব। এতে কি সমাধান হবে। নাকি আরও সমস্যা বাড়বে। কারন লোক যদি পরিবর্তন না হয় তাহলে আর সমাধান করা সম্ভব না।

ধন্যবাদ কষ্ট করে আমার লেখাটা পড়ার জন্য।

Level 2

আমি মোহাম্মাদ নয়ন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

vijan to dekhsi onek bipode asen. Ami to broadband/zoom/ollo use kori tai ei jamela t pori nai. ashole etar mone hoi kono solution nai.sorkari lok to tai pitani dile problem a porben. Amra ashole oder kase jimmi. 🙁

Level 0

ভাইয়া আপনার জন্য সত্যি আফসোস হচ্ছে। আবার হাসিও পাচ্ছে। হা হা হা সত্যি না হেসে পারলাম না।

Level 0

কপালে থাকিলে ভোগ, ভোগে কত সাধু লক………………কি আর করবেন ভাই…… এরা হছেছ “মাখন লাল সরকারের” (butter Red Government) লোক।

ঠিক বলছেন ভাই, আমি ওলো ব্যাবহার করেছি । খুব ভালো , তবে আমি অনেক মাত্রায় ডাউনলোড করি তাই ভাবছিলাম ব্রডব্যান্ড নিব। এলাকায় ব্রডব্যান্ড না থাকায় বিটিসিএল এর এডিএসএল ব্যাবহারের ইচ্ছা জেগেছিল। এখন দেখতেছি অন্য কোন উপায় খুজতে হবে।

লেখাতে কয়েকটা বানান ভুল আছে কষ্ট করে পরে নিয়েন । বার বার এডিট করতে ভাল লাগে না।

ভাই গত কয়েক দিন আগে একটা খবর পেলাম যে BTCLএর ইন্টারনেটের স্পীড নাকি খুব ভাল এবং খরচ ও নাকি খুব কম। কেনার স্বাদ ও ছিল কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে, যেভাবে আছি খুব ভাল আছি বাড়তি ঝামেলার কোন দরকার নাই।
তবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের টেলি কর্মীদের ব্যাপারে আমাদের সজাগ করার জন্য।

ভাই আপনি কি gp hack koira চালাবেন download speed 30kbps থাকবে যদি চান করতে পারি। আর এইসব শালা গো লাইন বাদ দেন।যদি চান আপ্নের মেইল id তা দেন।

oops sorry apni to proxy dia net chalan.oi ta aber ki dos korlo ato prob theke to oi proxy dia chalanoi valo!!!!!!

Level 0

কষ্ট হলেও মেনে নিতে হবে এই হল বাংলাদেশ। বাসার টেলিফোন সংযোগ দুইদিন পর পর ঝামেলা করে। আর ঠিক করতে এলেই ১০০/- দিতে হয়। যতদিন এই সকল প্রথা না যাবে দেশের উন্নতি ওবামাও করতে পারবো না এই দেশের হর্তাকর্তা হয়ে। ৩০০০ টাকা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হয় প্রতিমাসে। একটায় সমস্যা হলে যাতে অন্যটা দিয়ে কাজ চালাতে পারি। কিন্তু যারা ছাত্র বাবা-মায়ের হাত খরচ দিয়ে চলে তারা কি করবে? ইন্টারনেট ফ্রি করে দিয়ে দেখুক সরকার। আমরাও পারি। আমরাও পারি অন্যদের সাথে প্রতিযোগীতায়।

    @swordfish: আমাদের দেশের সরকার ইন্টারনেট বালতিতে সংরক্ষণ করে , পারলে বিদেশে বিক্রি করে কিন্তু আমাদের দিতে কষ্ট লাগে। আর অবৈধ voip এর কথা নাই বা বললাম । বেশিরভাগ ব্যান্ডউইথ তো ওইখানেই যায়। আমদের দেশের জনগনেরই তো চাহিদা পুরন হয় না। সেখানে সরকার ভাবে ব্যান্ডউইথ বিক্রি করবে। এদিকে দেখেন গুগল আমাদের দেশকে কোন পাত্তাই দেয় না। যদি দিত তাহলে এতদিনে ইউটিউব চালু হয়ে যেত। ইন্টারনেট এখনো বড় বড় রুই কাতলাদের হাতে জিম্মি।

Level 0

Actually our government is very very stupid.

বাংলাদেশ এর যে পরিমান সেটআপ আছে, তাতে করে দেশের আনাচে কানাচে স্বল্প মূল্যে বি.টি.সি.এল ইন্টারনেট সেবা দিয়ে অন্য সব মোবাইল অপারেটরদের কাঁচ্ কলা দেখাতে পারত। কিন্তু কথায় আছে না? “চোঁরে শোনে না ধর্মের কথা!” মাথার উপর মূর্খ আর চোর দের বসিয়ে রেখে ডিজিটাল বাংলার স্বপ্ন কখনও বাস্তব এর মুখ দেখবে না।

সুন্দর !

ভাই খুব ভাল লাগলো। আমাদের সরকার নামেই ডিজিটাল, কামে মেনটাল, সারা দিন সিরে চুল, কাটে বাল।

Level 0

লেখাটি ফেসবুকে শেয়ার করুন। জনগন জানুক ডিজিটাল বাংলাদেশের প্রকৃত রুপ ।

আপনাকে যদি সরকার ঝামেলামুক্ত সস্তা ইন্টারনেট দেয় তাহলে আপনি কি আর প্রাইভেট সেক্টরের ইন্টারনেট চালাবেন? চালাবেন না। এগুলো সবই হচ্ছে কর্পোরেট ষড়যন্ত্র। এরা আপনাকে বাধ্য করে যাতে আপনি প্রাইভেট সেক্টরের দিকে ঝুঁকেন। টেলিটক কি পারতো না আমাদের ভালো মোবাইল সেবা দিতে? যদি সরকার না পারে তাহলে কে পারবে? আসলে সরকার জনগনের কোন ভালো করতে চায় না। আপনার জন্য দুঃখ হচ্ছে, তাই আমি আর আমার নিজের অভিজ্ঞতার কথা বলতাম না। যাই হোক, যদি পারেন তাহলে উচ্চতর কোন মহলে এই কথাগুলো বলুন। আরো যদি পারেন, তাহলে পরবর্তীতে যখন লাইনম্যান আসবে তখন ভিডিও বা কথা রেকর্ড করে আপনি ইন্টারনেটে দিন। আমি জানি আপনি সত্যি কথা বলছেন। কিন্তু যতক্ষন না আপনি সত্যিকার ঘটনাটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখাবেন, ততক্ষন কিছু হবে না।

ভাই কেউ দলের লোক থাকলে মনে কিছু নিয়েন না।
প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ৪% এর মত মানুষ internet ব্যাবহার করে। প্রথমে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের সরকার জনগনের উপকারের জন্য সরকারে আসেনা। এরা নিজেদের দরকারে সরকারে আসে। আমাদের সরকার চাইলে অনেক আগেই আমাদের দেশে 3G দিতে পারত। কিন্তু দেয় নাই। কেন দিবে? আগেই 3G দিলে ত মোটা অঙ্কের টাকা ওদের পকেটে ঢুকত না। ওরা ভাল করেই জানে internet এর speed বাড়ানো হোক আর না হোক ওদের vote কমবেনা। কারন অল্প সঙ্খক মানুষ internet ব্যাবহার করে। এতে কিছু যদি মুনাফা হয় সমস্যা কথায়। দেশে আকাশ সমান internet এর ঘাটতি হয়া সত্তেও যে বিদেশে ব্যান্ডউইথ বিক্রি করতে পারে, তাদের কাছে আর কি আশা করা যায়।

Level 0

vaia apni toh pagol hoiya jaben …..ki dorkar cilo ei line neyar ??? taka ektu beshi koros hoileo banglalion , qubee, ollo , gp modem die kaj sarten ….ekn toh apnar tension e tension e din jasse .

Level 0

ভাই মনে হচেছ খুব কষ্টে আছেন, আপনার ঘটনাটা সবর জানা উচিত, আমাদের দেশ এর ইন্টারনেটে এর কি হাল।

ফেল কড়ি মাখ তেল সব মুসকিল আহসান । লাইন নেওয়ার সময় টাকা-পয়সা দিলে এতো সমষ্যা হতো না । ্ আমি লাইন নেওয়ার সময় ২০০০ টাকা দিলাম আর পরের দিন ওরা এসে হাজির । এই পর্যন্ত আর কোন প্রবলেম হয়নি ।আমার লাইনের কোন ঝামেলাও হয়নি ।সবই টাকার খেলা ।

    @হাসানাত চৌধুরী: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

Brother,
Don’t mind ha ha.adeki amio bangla bilai mane cat nia ace jamelai……ar gov service seta to 8th ascorjjo!!!

হায়রে আমাদের বাংলাদেশ!!! ভাইজানের জন্য সমবেদনা রইল। সাথে সম্যসার স্থায়ী সমাধানের জন্য দোয়া। ধন্যবাদ।

Level 0

ভাইরে আমি এদের ভালো করে চিনি । আগে আমার অফিসের লাইন প্রতি মাসে ১/২ বার খারাপ থাকত ।
ওদের লাইন ম্যান দের ডাকলেই ১০০/২০০ দিতে হত । না দিলে পিলারে লাইন কেটে রাখত । কমপ্লিন করলে লাইন ম্যান এসে বলতো
ক্যাবল খারাপ টাকা লাগবো । এদের শায়েস্তা করতে ১ দিন ওদের ডিভিশনাল ইঞ্জিনিয়ার এর কাছে কমপ্লিন করলাম । ব্যাস কাজ হয়ে গেল।
তবে লাইন ম্যান আমার উপর ক্ষেপে আছে ।

Level 0

এই গুরুতর সমস্যা সমাধানে নীচের পদ্ধতি অনুসরন করুন, অবিশ্বাস্য ফল পাবেন:-
পাড়ার কয়েকজন মিলে খাম্বার সাথে বেধে ধোলাই দিবেন। ধোলাইটা এমন হতে হবে রক্ত বের হওয়া যাবেনা, হাড্ডিও যেন না ভাঙ্গে। এমন জায়গায় মেরামত করবেন যেন কাউকে দেখাইতে না পারে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখবেন জীবনে আর আপনার লাইন খারাপ হবেনা। মনে রাখবেন, ওরা শক্তের ভক্ত নরমের জম।

    Level 0

    @Nurul Azim: ভাই এর সাথে আমি একমত। আর এই উপায় কাজ না করলে একটাই উপায়, লাইন পরিবর্তন।

Level 0

ভাই সরকারি লোকদের পাছায় বাশ দেওয়া উচিৎ.. আপনি তো ভাই লাইনটা নিতে পেরেছেন…আমি তো লাইন নেওয়ার আগেই অনেক সমস্যায় পড়েছিলাম.. শেষ পর্যন্ত চিন্তা করে দেখলাম লাইন নেওয়ার আগেই যদি এইরকম অবস্থায় হয় তাহলে লাইন নেওয়ার পরে কি হবে.. এই ভেবে লাইন আর নিতেই পারলাম না… 🙁

vai, ei sob btcl ftcl bhad diye, gp k hack kore net use koren.. haramir phone k bash din.. http://mobinfoz.wapka.mobi ei khane free gp internet tips deya ase..

আমাদের সরকার নামেই ডিজিটাল

জিপি পোস্টপেড সিম নিয়ে আমার আরেকটা কঠিন অভিজ্ঞতা আছে সেইটা অন্য কোন দিন শেয়ার করব।
আপনাদের সাহায্য এবং সহানুভুতি করার যে আগ্রহ , তা দেখে আমি খুব ই আনন্দিত।
আমার আর কোন সমস্যা নাই। তবে নতুন করে কেও যেন এই সমস্যায় না পরে তার জন্য আমার এই টিউন ।

Level New

ভাই , ছোট খাটো রসগল্প হয়ে গেল ।

    @আহত: এমন ই হয় যারা সমস্যায় পড়ে তাদের জন্য হয় কঠিন অভিজ্ঞতা ।
    আর যারা পড়ে তাদের মনে হয় রশগল্প , সমস্যায় না পড়লে তার মর্ম উপলব্ধি করা কঠিন ।

    কিছু মনে করবেন না। এটাই বাস্তবতা ,

কমেন্ট এডিট করা যায় না কেন???
যাই হোক @আহত: ২য় লাইনে একটু ভুল হইছে
আর যারা শোনে তাদের মনে হয় রশগল্প …

Level 0

ভাই , এই অবস্থা শুধু BTCL এ না সকল সরকারী অফিস এ ।

@ismail sharoar: ভাই প্লিজ আামাকেও দেন না খুবই উপকৃত হতাম [email protected]

Level 0

@ismail sharoar: waiting for you plz plz [email protected]

Ar-e name ase sodu digi ar sobei tal tal

Level New

Shokol sorkari office er. Bangladesh er torun Seleder ekta shongho korte parena? jara ei shob rukhbe. shob jaygay 2 numberi. ei gula re maira bosta vora uchit.

বাংলার মাটি সোনার চেয়েও খাটি
ডিজিটাল ডিজিটাল করে আমরা
হাতে নিলাম ডিজিটাল ভিক্ষার বাটি ,
ভাইজান আমি বিটিসিএল এর লাইনের জন্য দরখাস্ত করেছি , লাইন রেট হল 2250 টাকা , আমার কাছে বিটিসিএল এর পিউন 8000 টাকা দাবি করে ,এখন ভাবতাছি লাইন নিব কি না ,কারন আপনি যে অবিজ্ঞতার কথা বলছেন তাতে বিটিসিএল এর লাইন নিলে আমার ডিজিটাল ভিক্ষার বাটি হাতে নেওয়া ছাড়া উপায় থাকবেনা ,,,
ডিজিটাল ডিজিটাল ডিজিটাল
D – তে দেশের মানুষ
G – তে জিম্মি হয়ে আছে
T – তে টেলিফোন
L – তে লাইন ম্যানের কাছে
আসুন ভাই সবাই মিলে বলি ডিজিটাল বাংলাদেশ
5 G দিয়ে গড়ি ,
ভাইজানেরা মনেকিছু নিবেন না
আমাদের এই বাংলাদেশ স্বপ্নের দেশ
তাই 3 G / 4 G বাদ দিয়ে 5 G এর ,,,
আমরা সবাই স্বপ্নে দেখি ডিজিটাল বাংলাদেশ
স্বপ্ন ভাংগার পরে দেখি
সব কিছু শেষ সব কিছু শেষ

স্বপ্ন দেখি

Level 0

ভাই হ্যাকের নিয়ম টা যদি দিতেন…[email protected]

এই সমস্যায় আছি অনেকদিন ধরে, এখন বলছে পুরো তার নাকি চেঞ্জ করতে হবে, প্রায় ২ হাজার টাকার মামলা, ওদের নামে কমপ্লেন করলে কি কাজ হবে? কোথায় করতে হবে কমপ্লেন??? একটু বনলে খুব উপকার হত

    @শুভ শুভ্র: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

Level 0

banglaion hack ki vhabe korbo ………….. kono vai jodi jene thaken tahole amake help korben plsssssssssss………….

are vai amader govt IT specialist ra to ekta biplob ghotaia falaiche. etodin jantam sudhu alu, potol ar kumra e reserve rakha hoito pore use korar jonno …amader desh ekhon bandwidth reserve rakhe pore use korar jonno .. amar mone hoy bandwidth ekhon use na kore pore use korar formula ta amra america te roptani kore onek boideshik mudra orjon korte partam ,,,,

Level 0

“সারা দিন সিরে চুল, কাটে বাল।” লিটন ভাই বানান ভুল করছেন
বানান ঠিক করেন “সারা দিন ছিরে চুল, কাটে বাল।”

ভাই আমি তো অনেকের চেয়ে লাকী।
কারণ যে দিন ব্যাংকে টাকা জমা দিল‍াম এবং জমার 1টি কপি তাদের অফিসে পৌসে দিয়ে এলাম তার পরের দিনে লাইন টা সুন্দর করে লাগাইয়া দিয়া গেল, তার পর দেখি চুপচাপ দ্বারাইয়া আছে। বললাম আঙ্কেল চা খায়াবো ? আঙ্কেল বল্ল সাথে আরও লোক আছে চায়ের টাকা দিলেই হবে। তার পর 50 টাকা দিয়ে দিলাম। ——– আর এই 50 টাকা যে দিলাম, শুধু মাত্র তার সুন্দর ব্যবহারের কারণে চা খাওয়ার জন্য ——- লালমনিরহাট সদর

আমাদের দেশের ৯৯% ওকে , খালি মাঝে মাঝে দুর্নীতি হয়।
উন্নয়নশীল দেশতো ,… একটু একটু হয় এ কি !!! :p

vaai apnar to 4 din a line open hoise amar to 1 month lagse amar line dite but line man ke 20 taka disi