বর্তমানে কিছু জায়গায় শোনা যাচ্ছে যে ফেসবুক একটি নতুন feature যোগ করছে। তবে আজ নিশ্চিত হলাম। খবরটা নিচে দিয়ে দিচ্ছিঃ-
ফেসবুক বাবহারে অর্থ খরচ করতে হবে।
ফেসবুকে অপরিচিত কাউকে বার্তা পাঠাতে এবার অর্থ খরচ করতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য নতুন এ পদ্ধতি চালু হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিরক্তিকর বার্তা পাঠানোকে নিরুৎসাহিত করতে ফেসবুকে নতুন এ ফিচার যোগ হচ্ছে। পেশাজীবীবান্ধব সামাজিক যোগাযোগ সাইট লিঙ্কডইনের আদলে চালু করা এ ব্যবস্থায় বন্ধু তালিকার বাইরে কাউকে বার্তা পাঠাতে চাইলে খরচ করতে হবে এক ডলার। তবে বন্ধুদের মধ্যে বার্তা বিনিময়ের ব্যবস্থাটি আগের মতোই বিনামূল্যের সুবিধাটি থাকছে। এসব বার্তা ইনবক্সের পাশে আলাদা ফোল্ডারে গুরুত্বপূর্ণ চিহ্নিত প্রতীকসহ প্রদর্শিত হবে। অপরিচিত ফেসবুক ব্যবহারকারীকে সপ্তাহে সর্বোচ্চ ১টি এবং মাসে ৩টি পর্যন্ত বার্তা পাঠানো যাবে। বিশ্লেষকদের মতে, বন্ধু নয় এমন যে কাউকে বার্তা পাঠাতে অর্থ খরচ হলে বিরক্তিকর বার্তার সংখ্যা অনেকাংশে কমে আসবে। পাশপাশি অর্থ খরচের বিষয়টি জড়িত থাকায় এই ধরনের বার্তার গুরুত্ব বাড়বে। কম্পিউটার ছাড়াও অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহারকারীরা এই ফিচারের আওতায় আসবে। যুক্তরাষ্ট্রের পর খুব শীঘ্রই ইউরোপে ফিচারটি চালু হবে বলে জানিয়েছেন ফেসবুকের এক মুখপাত্র। তবে অর্থ খরচ করে ফেসবুক ব্যবহারের উদ্যোগ কতটুকু সফল হবে তা নিয়ে অনেকেই সন্দিহান। কেননা অর্থ খরচ হওয়ায় ফেসবুক নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ কমতে পারে।
সময় পেলে ঘুরে আসি আমার ছোটো Technology blog থেকে
http://softtech4bd.blogspot.com
আর পারলে আমার ফেসবুক পেজ like করুন
http://www.facebook.com/pages/SSsoft/333785589995677
সময় পেলে আমাকে twitter এ follow করুনঃ-
দয়া করে কমেন্ট করুন
আমি SudiptoShadman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এবার বোধহয় ফেসবুকের জনপ্রিয়তা কমবে!