শুক্রবার, জানুয়ারী ১৫ তারিখে তৃতীয় মিলেনিয়ামের দীর্ঘতম সূর্যগ্রহণ হবে, NASA সূত্রে জানা গিয়েছে। আগামী ১০৩৩ বছরের মধ্যে এতো দীর্ঘ সূর্যগ্রহণ আর দেখা যাবেনা। এর পরে এইরকম সূর্যগ্রহণ হবে ৩০৪৩ সালে। এটিকে বলা হচ্ছে annular solar eclipse, যেখানে সূর্যকে দেখা যাবে জ্বলন্ত আংটির মতো (নিচের ছবি ১'এর মতো)। ৩০০ কিলোমিটার চওড়া পৃথিবীর প্রায় অর্দ্ধেকটা অংশ অবধি এলাকা জুড়ে এই গ্রহণ দেখা যাওয়ার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা (নিচে ছবি ২'এর মতো)। এই ছায়াপথ শুরু হবে আফ্রিকায়, এর পরে কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সোমালিয়া হয়ে প্রসান্ত মহাসাগরের উপরে গ্রহণের সময়সীমা প্রায় ১১ মিনিট ৮ সেকেন্ড স্থায়ী হবে। পরবর্তীতে এই ছায়াপথ যাবে বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং চীনের উপর দিয়ে। পূর্ব ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার কিছু অংশ এবং ইন্দোনেশিয়া থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। গ্রহণের এনিমেশান রিলিজ করেছে NASA, (নিচে ছবি ৩)। বাংলাদেশ ও মায়ানমারের উপরে গ্রহণের ম্যাপ, ডাউনলোড লিঙ্ক (PDF 3.27MB)। NASA ওয়েবসাইটে এই গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।
ছবি ১ | Annular solar eclipse
ছবি ২ | 300 Kms wide Eclipse path
ছবি ৩ | Animated Eclipse
৩০৪৩ সালে আমরা কেউ আর বেঁচে থাকবোনা, তাই টেকটিউনসের সকল সদস্যকে অনুরোধ করবো সবাই যে যেখানেই থাকুন এই সূর্যগ্রহণ দেখতে চেষ্টা করুন।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
Thxxxx my sweet apu. 🙂 তবে তোমার জরে আক্রাত হবার জন্য মন খারাপ 🙁