কুয়াশা সিরিজের বই কার কার কাছে আছে? কিনতে চাই!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমি সেবা প্রকাশনীর একজন পাগল ভক্ত !
সেবা প্রকাশনীর সব বই আমার এত্ত জোসস লাগে আর কি বলব!
এতদিন আমি তিন গোয়েন্দা পড়েছি!
তিন গোয়েন্দা ভলিউম ১ থেকে ১১০ পর্যন্ত সব বই আমার পড়া শেষ!
যদিও তিন গোয়েন্দা এখনও চলছে কিন্তু এর মান এখন অত্যন্ত খারাপ! আগেকার কিশোর-মুসা-রবিন এর সাথে এখন কোন মিলই নেই! আগেকার দুঃসাহসী, দুরন্ত ও বন্ধু ভালবাসায় আপ্লুত তিন কিশোরকে এখনকার বইয়ে মনে হয় বরং ভীতু!

কি আর করব! এখন আমাকে এই সিরিজ ছাড়তেই হচ্ছে!

কিন্তু যে জন্য এই টপিক খুলেছি! তা হল
কিছুদিন আগে আমি নীলক্ষেত থেকে খুঁজে খুঁজে কুয়াশা সিরিজের কিছু বই কিনে আনি। ব্স্তুত এটি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম সিরিজ। বর্তমানে এটি বন্ধ!
পড়ে আমি যা বুঝলাম এটি একবারে ফ্যন্টাস্টিকসস, জট্টিলসস টাইপের বই! উত্তেজনা, এডভেঞ্চার ও রেমাঞ্চকর পরিস্থিতির এক অসাধারণ মিশেল!

কিন্তু নীলক্ষেত খুঁজেও আমি তেমন বই জোগাড় করতে পারি নি...

আমার আকুল আবেদন কারও কাছে এই সিরিজের বই আছে?
থাকলে আমি কিনতে আগ্রহী...
কারও কাছে থাকলে যোগাযোগ করবেন প্লিজ..

@ এডমিন প্যানেল আগে আমার ব্লগ (আমার ঠিকানায়) প্রকাশিত। কপি-পেস্ট সন্দেহে পেন্ডিং যদি করিতেই চান তাহলে নিশ্চিত হইয়া নিবেন যে সোর্স থেকে আপনারা দেখছেন সেটা সাইফ দি বস ৭ এর লেখা কিনা... যদি তাই হয় তাহলে ওটা আমিই!

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস