আমরা অনেকেই ইদানিং অনেক ব্লগিং প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন লেখা হুবুহু কপি পেষ্ট করে টেকটিউনসে পাবলিশ করে থাকি। অনেকেরই আবার আসল রাইটারের অনুমতি নিয়ে থাকেন। সেক্ষেত্রে কোন সমস্যা ছিল না।
তবে ইদানিং লক্ষনীয় বিষয় এই যে, অনেকেই প্রথম আলো এবং বিডি নিউজ 24 থেকে টিউন হুবুহু কপি পেষ্ট করে দিয়ে সুত্র হিসেবে শুধুমাত্র প্রথম আলো অথবা বিডি নিউজ বলে দিত। তবে সমস্যার কথা হচ্ছে প্রথম আলো এবং বিডিনিউজ 24 কতৃপক্ষ সম্প্রতি আমাদের তাদের আপত্তি সম্বন্ধে অবগত করেছেন। তাই এখন এভাবে সরাসরি কপি পেষ্ট করে সুত্র দিয়ে দিতে আপনাদের অনুৎসাহিত করা হচ্ছে। আপনি যদি নিউজটি জেনে থাকেন তাহলে দয়া করে নিজের ভাষায় টিউনারদের সামনে উত্থাপন করবেন। না হলে, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনার সেই টিউনটি বিনা নোটিশে পেন্ডিং করে দেয়া হবে।
আর একটা ব্যাপার টিউনারদের কাছে পরিস্কার হওয়া দরকার। টেকটিউনস ২.০ আসার পর ছোট বড় টিউনের কারণে কারও টিউন ই পেন্ডিং করে দেওয়া হয়নি। আর দেয়া হবেও না (যদি না টেকটিউনস নিতীমালা বিরোধী হয়ে থাকে)।
আপনারা টপটিউনার লিষ্টের দিকে এতটা নজর না দিয়ে এক একজন টিউনারের এক একটি টিউন কে আলাদাভাবে মূল্যায়ন করতে শিখুন। টিউনারের মূল উদ্দেশ্যই থাকে তার টিউনের মাধ্যমে কাউকে কিছু না কিছু শেখানো। আর একটা জিনিস অবশ্যই মনে রাখা উচিৎ, এক একটা টিউনার অবশ্যই স্টাইল, উপস্থাপন এবং মেধার দিক দিয়ে একে অপরের চাইতে আলাদা। সবাইকে একই মানদন্ডে বিচার করা থেকে দূরে থাকুন।
বিবাদমূক্ত থাকুন। আপনাদের প্রিয় টেকটিউনসের বন্ধুসুলভ পরিবেশ বজায় রাখুন। এ দায়ীত্ব মডারেটরের চাইতে বেশি আপনাদের।
ধন্যবাদ
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
অনেকেই লেখার সময় বাঁচাতে হুবুহু কপি করে ফেলেন লেখা, এবং সেক্ষেত্রে ভাবেন যে তথ্যসূত্র লিখে দিলেই সমস্যা হবেনা। কিন্তু তা নয়, সূত্র লিখে দিলেও তা কপিই হয়। আমি একমত, যেখানে যাই পড়ুন, সেটা নিজের ভাষায় লিখুন। আসল লেখকের অনুমতি পেলেও হুবুহু লেখা ঠিক নয় কিছুতেই। সার্চ ইঞ্জিনে ডুপ্লিকেট কপি হিসেবে চিহ্নিত হবে সেই লেখা। একান্তই নিজের লেখা নাহলে ডুপ্লিকেট কপি বানানো ঠিক হবেনা মনে হয়।