নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। তাদের জন্য মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহ চিত্র আর হানাদারদের বর্বরতার বিভিন্ন তথ্য রয়েছে ওয়েবে ও ব্লগে।
যুদ্ধাপরাধের দলিলপত্র
যুদ্ধের ভয়াবহতা ও বিভিন্ন অপরাধের প্রমাণ রয়েছে কিছু সাইটে। http://www.genocidebangladesh.org-এ ডেইলি টেলিগ্রাফ, নিউ ইয়র্ক টাইমস, দ্য সিডনি মর্নিং হেরাল্ড, দ্য গার্ডিয়ান, নিউজউইক, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট এবং টাইম ম্যাগাজিনের বিভিন্ন সংবাদের নমুনা রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি ১৯৭১ সালের ইতিহাস ও নারীর অবদান নিয়ে একটি প্রকাশনা পাওয়া যাবে http://www.bharat-rakshak.com ঠিকানায়। http://www.drishtipat.org/1971 সাইটে নারীর অবদান নিয়ে বেশ কয়েকটি লেখা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি উইকিয়া সাইট (muktijuddho.wikia.com) রয়েছে। এখানে ভুক্তি যোগ করার সুযোগ রয়েছে। http://www.mukto-mona.com-এর আর্কাইভের ইংরেজি অংশে রয়েছে ভিডিও, মুক্তিযুদ্ধ ও গণহত্যাবিষয়ক ওয়েবসাইটের সংযুক্তি, গণহত্যার তথ্য ও ছবি, প্রবন্ধ, সাক্ষাৎকার, একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ইত্যাদি। আন্তর্জাতিক ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের সাইট http://icsforum.org -এও রয়েছে মুক্তিযুদ্ধের অনেক তথ্য।
অনলাইন প্রকাশনা
'সামহয়্যারইন ব্লগ 'ফিরে দেখা ৭১' নামে একটি মুক্তিযুদ্ধভিত্তিক ই-বুক প্রকাশ করেছে। http://www.mediafire.com/?wn1n2po29xs থেকে বইটি ডাউনলোড করা যাবে। বেসরকারি চ্যানেল এটিএন বাংলা নির্মাণ করেছে মুক্তিযুদ্ধের দুর্লভ ভিডিওচিত্র নিয়ে বিশেষ তথ্যচিত্র 'মুক্তিযুদ্ধের ইতিহাস'। এ প্রামাণ্যচিত্রে নবাব সিরাজদ্দৌলা থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা ছবি এবং ঘটনার বিবরণ পাওয়া যাবে। ভিডিওচিত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট http://www.pmo.gov.bd/ffvideo.php থেকে দেখা ও ডাউনলোড করা যাবে।
আরো কিছু সাইট
মুক্তিযুদ্ধের ওপর দুর্লভ ভিডিওচিত্রও রয়েছে ইন্টারনেটে। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে গিয়েBangladesh 1971 লিখলেই এসব ভিডিও মিলবে। এ ছাড়া Liberation war bangladesh, Bangladesh War ইত্যাদি কিওয়ার্ড লিখেও তথ্য পাওয়া যাবে।
আমি শাহীন শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khooooooooooooob bhalo tune