মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, তারা কিউরিয়সিটির মতোই আরেকটি মহাকাশযান তৈরি করবে। ২০২০ সালে মঙ্গলগ্রহে পাঠানোর জন্য এটি তৈরি করা হবে বলে জানিয়েছে ইয়াহু নিউজ।
নাসার প্রধান বিজ্ঞানী জন গ্রুন্সফিল্ড বলেন, কিউরিয়সিটির মতোই নতুন মহাকাশযানটি নাসার জেট প্রোপালশান ল্যাবরেটরিতে তৈরি করা হবে। কাজটি করতে অনেক তথ্যের প্রয়োজন হবে। কোথায় এটি অবতরণ করবে এবং কি পরিমাণ গবেষণার টুল এটি ভূপৃষ্ঠে নিয়ে আসতে পারবে তা নিয়ে গবেষণা করা হচ্ছে।
নাসা জানিয়েছে, নতুন মহাকাশযানটি তৈরি করতে কিউরিয়সিটির চেয়ে খরচ কম হবে। কিউরিয়সিটির প্ল্যান ও বিভিন্ন অতিরিক্ত যন্ত্রাংশ এতে ব্যবহার করায় দেড়শ’ কোটি ডলারে এটি তৈরি করা সম্ভব হবে।
আগামী মাসে একদল বিশেষজ্ঞ নতুন মহাকাশযানের সম্ভাবনা নিয়ে নিয়ে আলোচনা করবেন। ভবিষ্যতে মহাকাশযানটি যাতে গবেষণার জন্য সফলভাবে গবেষণার উপকরণ নিয়ে আসতে পারে তা নিয়ে গবেষণা করা হবে।
আমি babul_worldnet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo tune