আগামীকাল বাংলাদেশে আউটসোর্সিং কনফারেন্স ২০১২

টিউন বিভাগ খবর
প্রকাশিত

৩ ডিসেম্বর (সোমবার), দুপুর ১২টায় বেসিস বোর্ড রুমে Bangladesh Outsourcing Conference 2012 উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৬ ডিসেম্বর ২০১২, বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) এবং সিবিআই নেদারল্যান্ডস-এর সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হবে http://www.outsourcingconference.com.bd/।

এতে ইউরোপ, আমেরিকা ও এশিয়া থেকে ১২ জন খ্যাতিমান বক্তা তথ্য প্রযুক্তি আউটসোর্সিং বিষয়ে বক্তব্য রাখবেন (তালিকা সংযুক্ত)। উল্লেখ্য, বাংলাদেশে দ্বিতীয়বারের মত বেসিস এ কনফারেন্সের আয়োজন করছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে  বেসিস মনে করে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সিবিআই নেদারল্যান্ডস-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিক ডিম্যান, নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটুএফ-২), বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মার্টিন ল্যাবে বক্তব্য রাখেন। এছাড়াও বেসিস এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বেসিস-এর কিছু ভবিষ্যত কর্মকা- সম্পর্কেও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে অবহিত করা হয়। এর মধ্যে আগামী ৫-১১ জানুয়ারি ২০১৩ তে বাংলাদেশ ব্যাংকের সাথে যৌথভাবে ই-কমার্স সপ্তাহ  পালন এবং ৬-৯ মার্চ ২০১৩ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফ্টএক্সপো ২০১৩ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

এছাড়া আসন্ন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ তে বেসিস-এর উদ্যোগে যেসব সেমিনার অনুষ্ঠিত হবে সে সম্পর্কেও আলোকপাত করা হয়।

Level 0

আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগামিকাল কিভাবে? ওয়েবসাইটে তো ৭ তারিখ লেখা। পোস্ট ঠিক করুন।

Level 0

We all Bangladeshis’ have been expecting PayPal since 2002. In this outsourcing conference the issue of PayPal should be highlighted. This is very essential for outsourcing now days. We hope PayPal will come as soon as possible, this is Bangladeshi people demand.

Yours Sincerely

All Bangladeshi

amar comment a ame bangla lekta partase na.