রিপলি’স বিলিভ ইট অর নট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেক্টিউনস-এ এটাই আমার প্রথম টিউন। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পোষ্টটি আগে কোথাও প্রকাশ হয়ে থাকতে পারে।

 

রিপলি’স বিলিভ ইট অর নট-এ অর্ন্তভূক্ত হয়েছে বাংলাদেশি শিশু ওয়াসিক ফারহান রূপকথা। বাংলাদেশ সময় রোববার রাতে এই তথ্য জানিয়েছে রিপলি’স বিলিভ ইট অর নট কর্তৃপক্ষ।

রূপকথার মা সিনথিয়া ফারহিন রিশা বাংলানিউজকে জানান, “রিপলি’স কর্তৃপক্ষের সঙ্গে ২০১১ সালে রূপকথার অর্ন্তভূক্তির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক রূপকথার মেধার স্বীকৃতিতে আমরা অনেক আনন্দিত।”

এদিকে রূপকথাকে ‘বিস্ময়কর বালক’ স্বীকৃতি দিয়ে একটি বিশেষ ছবি প্রকাশ করেছে রিপলি’স বিলিভ ইট অর নট। একই সঙ্গে রূপকথাকে একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবেও অভিহিত করেছে তারা।

৬ বছর বয়সী অসাধারণ মেধার অধিকারী এই রূপকথাকে নিয়ে গত বছর বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো আর বিশ্বের সবচেয়ে কম বয়সী কম্পিউটার প্রোগ্রামার হিসেবে অভিহিত করে রূপকথাকে নিয়ে সংবাদ প্রকাশ করে বিবিসি, ক্যালিফোর্নিয়া অবজারভার, নিউইয়র্ক টাইমস, হিন্দুস্থান টাইমসসহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।

Level 0

আমি jimad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভালো খবর,

এটা টিউন, নাকি নিউজ?

    Level 0

    @মোঃ আল মামুন: ভাই এটা একটা খবর; কিন্তু ভুল করে শুরুতে টিউন লেখা হয়েছে। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আসলে জীবনে এটাই আমার প্রথম লেখা কোন প্রতিবেদন।

pic2u1e c6ai

Level 0

ভাই একটা ছবি দিলে ভালো হত ।

    Level 0

    @sh0v0n: আমি ভেবেছিলাম ফিচার ইমেজটা এখানেও প্রদর্শন করবে। ভবিষ্যতে বিষয়টি মনে রাখবো।