বছর শেষের ছুটিতে গুরুত্বপূর্ণ কিছু সার্ভিস বন্ধ; সেইসাথে DDoS attack, এমাজন ও ওয়ালমার্ট সাইট স্তব্ধ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বছর শেষের ছুটি, বড়দিন থেকে নববর্ষ, অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস বিভাগ বন্ধ থাকছে। Adobe, HP এরা প্রতি বছরেই এই সময়টা ছুটি দেয়। Wordpress কর্তৃপক্ষ আগেই জানিয়েছে যে ছুটির শেষে তাদের সাপোর্ট এবং হেল্প ডেস্ক ৩'রা জানুয়ারী সকালে আবার চালু হবে। ইয়াহু বন্ধ থাকছে ২৫'শে ডিসেম্বর থেকে ১'লা জানুয়ারী। ইয়াহু জানিয়েছে যে শুধু বছর শেষের ছুটিই কারন নয়, এবছরে তারা খরচ কমানোর লক্ষেও এই ছুটির ঘোষণা দিয়েছিলো এপ্রিল মাসে। ইয়াহু কর্মচারীদের জন্য এই ছুটি নেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যাদের ১০'টি ছুটি পাওনা ছিল তার মধ্যে থেকে এই ৮ দিন ছুটি নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিলো। যাদের ছুটি পাওনা নেই, তাদেরকে বিনা বেতনে এই ছুটি নিতেই হবে। ইয়াহু খরচ কমানোর লক্ষে এইটা করতে চলেছে সেই ব্যাপারে রয়টার্স এবং ওয়াল স্ট্রিট জার্নাল আগেই জানিয়েছিলো। যদিও এই ছুটির সময়ে এদের সবার ওয়েব সার্ভিস চলতে থাকবে এবং অল্প কিছু সাপোর্ট স্টাফ থাকবে। কিন্তু অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস বন্ধ থাকবে ২০১০ জানুয়ারী'তে প্রথম সপ্তাহে ছুটি শেষ হওয়া পর্যন্ত।

--

অন্যদিকে বড়দিনের শপিংয়ের আগে ইন্টারনেটে কিছু DDoS attack হল। উল্লেখযোগ্য, ডিসেম্বর ২৩ তারিখে হঠাৎ করেই গুগল সার্চ ইঞ্জিনে অনেক সার্চ হতে শুরু করেছে UltraDNS নামে। এই সংস্থার DNS সার্ভিস ব্যবহৃত হয় এমাজন, ওয়ালমার্ট ও এক্সপিডিয়া'র মতো বড় বড় ই-কমার্স ওয়েবসাইটগুলিতে। এইসব ওয়েবসাইটগুলি বুধবার কিছুক্ষণের জন্য অফলাইন হয়ে গিয়েছিল। নিউস্টার কোম্পানী যারা UltraDNS সার্ভিস দেন, তারা জানিয়েছেন যে হঠাৎ করেই কিছু অসামঞ্জস্য দেখা দিয়েছিলো ইনকামিং ওয়েব ট্র্যাফিকে; San Jose, Palo Alto এবং California data center'কে লক্ষ্য করেই এই DDoS আক্রমণ হয়েছিলো। এর প্রতিরোধে নিউস্টার কোম্পানী জরুরী ব্যবস্থা নেওয়ার পরে প্রায় এক ঘন্টা সময় লেগেছে আবার সব স্বাভাবিকে ফিরে আসতে। এক ঘন্টা সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অফলাইন ছিলো, অনেক ওয়েবসাইট এতোই স্লো ছিল যাতে কোনো কাজ করাই সম্ভব হচ্ছিলো না।

এইসব সংস্থাগুলি (যাদের ওয়েবসাইট বন্ধ হয়েছিলো) তারা অনেক আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে কারন বড়দিনের আগে ২৩ তারিখে ক্যুরিয়ার অফিস বন্ধের আগে 1-day shipping পদ্ধতিতে অনেকেই শেষ মূহুর্তের শপিং করেন, এবং এই DDoS আক্রমণ ঘটেছে সেইখানে স্থানীয় সময় বিকেল ৪'টার কিছু আগে। অর্থাৎ শেষ দুই ঘন্টার শপিং বিঘ্নিত হয়েছে। অনেক গ্রাহক অনলাইন শপিং করতে গিয়ে শেষ মূহুর্তের এই 1-day shipping পদ্ধতিতে প্রিয়জনদের কাছে উপহার পৌছে দিতে পারেননি, কোম্পানীগুলিও ক্ষতির সম্মুখিন হয়েছে এই কারনে। এমাজন, ওয়ালমার্ট ও এক্সপিডিয়ার মতো ওয়েবসাইট কমবেশি ২ ঘন্টা বন্ধ থাকার মানে প্রচুর আর্থিক ক্ষতি, বিশেষ করে বড়দিনের মতো ছুটির আগে।

-----

||| অরুনা শানবাগ - স্বেচ্ছামৃত্যু কি দেওয়া উচিৎ? ||| পড়ুন এবং আপনাদের মন্তব্য জানান

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাপারটা আগে কোন বছর খেয়াল করি নেই নাকি এবারই প্রথম?

রিয়া আপু আমরা কি করবো ।