ভি-ওয়ার্কার এর কর্তৃত্ব নিল ফ্রিল্যান্সার ডট কম [ন্যানোটিউন]

টিউন বিভাগ খবর
প্রকাশিত

যারা ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে কাজ করছেন, তাদের কাছে ওডেস্ক,  ভি-ওয়ার্কার, গুরু, ইল্যান্স, ফ্রিল্যান্সার ডট কম ইত্যাদি নামগুলো বেশ পরিচিত। কারন এরাই মূলত ফ্রিল্যান্স কাজ দেয়া-নেয়ার প্রথম সারির অনলাইন পোর্টাল।

তো গত পরশু অর্থাৎ ১৯ নভেম্বর ২০১২ তারিখে ভি-ওয়ার্কার এর কর্তৃত্ব নিয়ে নিল ফ্রিল্যান্সার ডট কম। ভি-ওয়ার্কার ২০০১ সালে আয়ান ইপ্পোলিতোর নেতৃত্বে ফ্লোরিডার টাম্পায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের আগের নাম ছিল রেন্ট-এ-কোডার। প্রায় ২৫ লাখেরও বেশী ভি-ওয়ার্কার ব্যবহারকারী এই পোর্টাল এ কাজ করতেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার ডট কম আসলে একই ঘরানার কয়েকটি আউটসোর্স /ফ্রিল্যান্স কোম্পানির একত্রিত রূপ। ফ্রিল্যান্সার ডট কম এর আগের নাম ছিল গেট-এ-ফ্রিল্যান্সার ও ইইউফ্রিল্যান্স।

এভাবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে বড় একটা মার্জার ফ্রিল্যন্সারদের জীবনে আরও চ্যালেঞ্জ বয়ে আনবে কি? দেখা যাক।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ন্যানোটিউনে মন্তব্য পড়বে, ভাবিনি। ধন্যবাদ আপনাকে।