প্রত্যেক শিশুর জন্য এক ল্যাপটপ (ওএলপিসি) কার্যক্রমে নতুন নকশার ট্যাবলেট কম্পিউটার যুক্ত হচ্ছে। এক্সও-৩ নামে স্পর্শকাতর পর্দার সুবিধাসহ এই বিশেষ ট্যাবলেট কম্পিউটার তৈরি করা হচ্ছে। ২০১২ সালে এ ট্যাবলেট পিসি ১০০ ডলারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছে ওএলপিসির কর্তৃপক্ষ।
নতুন এই ডিজাইনের এ কম্পিউটারটি আগের এক্সও-২ ল্যাপটপ কম্পিউটারের স্থলাভিষিক্ত হচ্ছে। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা এই কম্পিউটার বিভিন্ন পরিবেশে ব্যবহার-উপযোগী এবং মুক্ত সফটওয়্যার দিয়ে পরিচালিত হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর শিশুদের জন্য ১০০ ডলারের মধ্যে কম্পিউটার পৌঁছানো। তবে সব দেশের সরকারের পক্ষে বেশি দাম দিয়ে কম্পিউটার কেনা এবং প্রত্যেক শিশুর হাতে পৌঁছানো সম্ভব নয়। পাশাপাশি উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমসসহ ল্যাপটপ কম্পিউটারের মূল্য প্রায় ২০০ ডলার হওয়ায় এক্সও ডিজাইনের ল্যাপটপ নির্বাচন করা হয়। ইতিমধ্যে ওএক্স ডিজাইনের ল্যাপটপ কম্পিউটার ৩৫টি দেশের প্রায় ১৭ লাখ শিশুর হাতে পৌঁছে গেছে।
ওএলপিসি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াল্টার ব্রোওয়ার বলেন, নতুন ডিজাইনের ট্যাবলেট কম্পিউটার তৈরি বড় বিষয় নয়, বরং এতে শিক্ষা কার্যক্রম পদ্ধতি যুক্ত, যা বিশেষভাবে উপযোগী শিশুদের জন্য। নতুন প্রযুক্তি এবং বিশেষ ডিজাইনের তৈরি বলে এ কম্পিউটার ১০০ ডলারের কমে পাওয়া যাবে বলেও জানান তিনি। এগুলোতে আরও যুক্ত হয়েছে ক্যামেরা, চার্জার এবং বহনযোগ্য ব্যবস্থা। এর মাধ্যমে ওএলপিসির মূলধারণা এবং শিক্ষার লক্ষ্যকে তুলে ধরতে সাহায্য করবে। নানা বৈশিষ্ট্যযুক্ত নতুন ডিজাইনের এ ট্যাবলেট পিসি সবার কাছেই গ্রহণযোগ্য হবে বলে আশাবাদী ল্যাপটপ তৈরি প্রতিষ্ঠানটি।
আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love Bangladesh
Welcome সেই পিসি কে ……….. ২০০৫ সাল থেকে এই খবর শুনে আসছি । বাংলাদেশের বর্তমান শিশুদের নাতিরাও এই ১০০ এর ল্যাপটপ টাচ্ করতে পারব কিনা সন্দেহ আছে।