টেকটিউনের লেখা চুরির একটি নিকৃষ্ট নমুনা (সকল টিউনার ভাইদের দৃষ্টি আকর্ষণ)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমি টিউনার খালেদ ২২ ডিসেম্বর ২০০৯ তারিখে টেকটিউনে “PDF কে Doc File এবং Doc কে PDF File এ রূপান্তর করুন সহজেই” শিরোনামে একটি টিউন করে ছিলাম। যা আপনারা এই লিংকে গেলে দেখতে পারবেন। যা কিনা প্রথম আলো ব্লগে হুবহু copy করে একজন লেখক নিজের নামে প্রকাশ করেছেন।

5155514যা এই লিংক হতে দেখা যাবে।এটি খুবই দু:খের বিষয় যে একজন টিউনারের টিউন তার পূর্ব অনুমতি না নিয়ে নিজের নামে প্রকাশ করা খুবই লজ্জার বিষয়।আমি আজ প্রথম আলো ব্লগে ঢুকে আমার লেখা উক্ত টিউনটি হুবহু copy paste দেখে খুবই মর্মাহত হয়েছি।আমি এ ব্যপারে সকল টিউনার দের দৃষ্টি আকর্ষণ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।কারণ যে কোন সময় যে কোন টিউনারের টিউন তার নিজের অজান্তে ছিনতাই হয়ে যেতে পারে।

Level New

আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নো কমেন্টস৷

এটা প্রতিনিয়ত হচ্ছে কিছুই করার নেই প্রথম প্রথম আমারো খারাপ লাগতো এখন গা সওয়া হয়ে গেছে।

    এক সময় আমিই ছিলাম এই আন্দোলনের অগ্রপথিক …….. আসলেই এখন ব্যাপারগুলো গা সওয়া হয়ে গেছে।

    টিনটিন ভাই এটা আসলে গা সওয়ার বিষয় নয়। অন্যায় কে প্রশ্রয় দেয়া ঠিক না। এটা প্রতিরোধের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

    Level New

    শাকিল ভাই আর টিনটিন ভাইয়ের সাথে একাত্ব হয়েই বলছি-কিচ্ছু করার নেই।অথবা কি করবেন আপনি বলেন?আপনার ঐ টিউন আমিই ধরেন আমার সাইটে কপি করলাম,ইন্টারনেটের এই অবাধ বিশ্বে কি কারো কিছু করার আছে?
    তবে অরিজিনাল পোস্টের লিংক দিয়ে দিলেই হয়।তাহলে ব্যাপারটা সুন্দর দেখায়।এইতো যেমন কিছুদিন আগে দেখলাম আমার একটা আর্টিকেল দিগন্ত টিভির একটা গ্রোগ্রামে হুবহু পড়ে শোনাল,কিন্তু তারা তো আমার নাম বা আমার ম্যাগাজিনের না প্রোগ্রাম শেষে কৃতজ্ঞতা স্বীকারেও বলল না।আমি খুবই অবাক হয়েছি।কেননা উপস্থাপিকা আমার লিখাটাই দাড়ি কমা সহ একইভাবে পড়ে গেছে,অনুষ্ঠান নির্মাতাকে আমি আর কি বলব বলেন?
    আর কপি করার ব্যাপারে আরো কতো কিছুই তো বলা যায়।আমাদের লিখা তো আর কপিরাইট প্রোটেক্টেড না,তাই না?কপিরাইট প্রোটেক্টেড আইটেমের কথাই চিন্তা করুন?আমরা যে আমাদের প্রিয় বাংলা শিল্পীদের গান ডাউনলোড বা পেন ড্রাইভে কপি করে নিচ্ছি তাও কিন্তু বৈধ না তাই না?
    আসলে কিছু করার নেই ভাই।গায়ে সইয়ে নিন।এটা চলবেই।

    নাহ শাকিল ও টিনটিন ভাইয়ের সাথে আমি একমত না ।
    এই অপরাধটা দন্ডনীয় অপরাধের খাতায় নাম লিখাতে হবে ।

আমি কি ভাবে এম এস ওয়ার্ড থেকে কপি করে টিউন করবো একটু জানাবেন।

🙁 o god একটি নিকৃষ্ট নমুনা god help us.

http://www.moonbd.com

jara kichui likhte pare na tara bikkhato haoar jonnoi copy past kore.eta konomotei bondho kora jabena.

Level 2

আমি এর তীব্র প্রতিবাদ জানাই । দযা করে এর বিচার করুন . plZzzzzzz

ব্যাপার না, ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে।

    মাইক্রোকাতার ভাই আপনি টিউন করেন না কেন???? অনেক দিন আপনার টিউন দেখি না ভাই।

Level 0

এরা পারে বই কি ! দোষটা বোধহয় বংশগত ! বাংলা সিনেমার পরিচালকের ছেলে পুলে হবে হয়ত….নকলের বাহিরে ইহারা দেখিতে পায় না কিছুই…তাহারা বোধহয় নিজেই নকল!

Level 0

খালেদ ভাই, পুরো পুরি নকল হয়নি তো, আপনি টিউনে ছবি দিয়েছেন ৩টি উনি ১টি, আপনি ডাউনলোড লিংক দিয়েছেন, উনি দেননি
এ ছারা আর কি বলার আছে।

    তুমি জাগ্রত জনতার. সারা
    বিশ্বের বিশ্বয়. তুমি আমার অহংকার।

Level 0

এই জন্য আমি টিউন করিনা ।