নামে মোবাইল ফোন, সেটা কি প্রধানত কথা বলার যন্ত্র বলেই মনে হওয়া উচিৎ নয়? না, অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রে এই কথা বলার যন্ত্রে কথা কম বলা হয়, টেক্সট মেসেজ পাঠানো হয় বেশি। Cellular Telephone Industries Association'এর রিপোর্ট এই চাঞ্চল্যকর সংবাদই জানাচ্ছে। ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত ৭৪০ বিলিয়ন টেক্সট মেসেজ পাঠানো হয়েছে। ৭৪ হাজার কোটি!!! হিসাবে আসছে প্রতিদিনে ৪ বিলিয়নের বেশি টেক্সট মেসেজ পাঠিয়েছে মার্কিন নাগরিকরা। তার মানে ৪০০ কোটির বেশি sms একদিনে!
যাই হোক, তাদের হিসাব বলছে যে এই সংখ্যা অনুযায়ী জন প্রতি দিনে ১৭'টি করে sms; এর ফলে গড়ে এক একটি ফোন কলের সময়সীমা কমে গেছে। গ্রাহক এখন ফোনে কথা বলার সময় কমিয়ে ফেলেছেন, এবং খুব বেশি প্রয়োজন নাহলে সব কথা টেক্সট করে দিচ্ছেন। ২০০৭ সালে গড়ে ৩.১৩ মিনিটের একটি কল হতো, এখন ২০০৯ সালে সেটিই হয়েছে ২.০৩ মিনিটের কল। হিসাব আরও জানাচ্ছে যে বর্তমানে প্রায় ২৭৭ মিলিয়ন মার্কিন নাগরিক মোবাইল ফোন ব্যবহার করছেন। মোট ২,৪৫,৯১২'টি মোবাইল টাওয়ার দিয়ে পরিষেবা চলছে।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
😀
হাফ সেঞ্চুরীর অপেক্ষায়।