জানুয়ারী ২০১০ থেকে আর বিক্রয় করা যাবেনা মাইক্রোসফট ওয়ার্ড। আর একমাসও নেই, তার পরেই অতি পরিচিত অতি ব্যবহৃত অনেকের অনেক আদরের মাইক্রোসফট ওয়ার্ড আনষ্ঠানিকভাবে বিক্রি বন্ধ করে দেওয়া হবে। ক্যানাডার একটি কোম্পানী দাবী করেছে যে XML পেটেন্ট মানেনি মাইক্রোসফট এই ওয়ার্ড তৈরীর সময়ে। i4i নামের এই কোম্পানীর কাছেই নাকি এই পেটেন্ট রাইট আছে, এবং আদালত এই বছরের আগস্ট মাসের মামলায় সেই দাবী মেনেও নিয়েছে।
অক্টোবর মাস পর্যন্ত আদালত সময় দিয়েছিলো মাইক্রোসফট'কে, হয় এই XML code system লাইসেন্স কিনে নিক i4i কোম্পানীর কাছে থেকে, নয়তো নতুনভাবে কোডিং করুক। মাইক্রোসফট এই দুইয়ের কোনোটাই করেনি এবং তাই জানুয়ারীর মধ্যে বাজারে থাকা সব কপি তুলে নিতে হবে, এবং সেইসাথে মোটা অঙ্কের জরিমানাও ধার্য হয়েছে যার পরিমান ২৯০ মিলিয়ন ডলার।
দ্রষ্টব্য - যারা এই তারিখের আগে আসল কপি কিনবেন, তাদেরকে সেই আসল কপি ব্যবহারে কোনো বাঁধা দিচ্ছেনা আদালত, এবং মাইক্রোসফট সাপোর্ট জারি রাখতে পারবে। নতুন কপি আর বিক্রি করা যাবেনা, সেটা বেআইনি ঘোষিত হল। সুতরাং, মাইক্রোসফটের জনপ্রিয় এই সফটওয়্যারের ডুমস-ডে জানুয়ারী ১১, ২০১০।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপু আমার একখান 2007 কেনা আছে, আর এর আগেই 2010 একখান কিনে রাখব। ঝামেলা শেষ……!!!