আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার প্রথম টিউনে। প্রথমেই আমি আপনাদের সাথে দারুন একটি নিউজ শেয়ার করার মাধ্যমে টিটি তে আমার টিউনিং যাত্রা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের পাশেই পাব।
বলা বাহুল্য যে, ডোমেইনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডোমেইন হল .com। যা GoDaddy থেকে কিনতে গেলে আপনাকে প্রায় ১০ ডলার গুনতে হবে। অনুরুপভাবে GoDaddy থেকে .asia এক্সটেনশনের ডোমেইনগুলো নিতে চাইলে আপনার খরচ পড়বে প্রায় ৫ ডলার। আর এই ৫ ডলারের .asia ডোমেইন আপনি একদম বিনামূল্যে নিতে পারেন CrazyDomains থেকে। CrazyDomains হল Australia - এর একটি ডোমেইন/হোস্টিং কোম্পানী। তারা অল্প কিছুদিনের জন্য এই অফারটি দিয়েছে। কিছুদিন আগেও তারা অফারটি দিয়েছিল, কিন্তু কয়েকদিন পর হঠাৎ করে তারা অফারটি বন্ধ করে দিল। এখন পুনরায় তারা ফ্রী .asia ডোমেইনের অফারটি চালু করেছে। তাই খুব শীঘ্রই রেজিস্ট্রেশন করে ফেলুন আপনার ফ্রী .asia ডোমেইনটি।
ডোমেইন রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। তারপর .asia এক্সটেনশনটি সিলেক্ট করে আপনার পছন্দের ডোমেইনটি Available আছে কিনা সার্চ করে দেখুন। Available থাকলে ঝটপট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সেরে ফেলুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ, তাই আর দেখালাম না। তারপরও আপনাদের কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ডোমেইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ হতে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। একই আইপি দিয়ে একাধিক ফ্রী ডোমেইন নেয়া যায়না। কিন্তু আপনি আইপি পরিবর্তন করে একাধিক ফ্রী ডোমেইন নিতে পারবেন।
যারা ইতোমধ্যে ডোমেইন নিয়ে ফেলেছেন তারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন কিভাবে আপনার ফ্রী ডোমেইনটি দিয়ে একটি পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরি করবেন।
কিছুদিন আগে আমি http://www.techtricks.asia ডোমেইনটি রেজিস্ট্রেশন করেছি এবং গতকাল এটি দিয়ে WordPress এর একটি পরীক্ষামূলক ব্লগও তৈরি করেছি। দেখুন তো কেমন হয়েছে ব্লগটি! গতকালই মাত্র ব্লগটির কাজ শুরু করলাম। এখনো অনেক কাজ বাকি।
যাওয়ার আগে ক্লোজআপ শিল্পীদের জনপ্রিয় ডায়লগটি না বলে পারছিনা - আমার পোস্ট আর ব্লগটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে প্লিজ এখানে ক্লিক করে আমার নতুন ব্লগটির ফেইসবুক পেইজটি লাইক করুন। একেবারে নতুন হওয়ার কারণে লাইকের সংখ্যা শূন্য :D। তাই সবাইকে লাইক করার জন্য অনুরোধ করলাম। 😛
আমি Muhammad Ibrahim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডোমেইন কি ফ্রীতে রিনিউ করা যাবে? নাকি টাকা লাগবে?