একটি সাইটের কথা বলি হয়ত কেউ আগে নাম শুনে থাকবেন-বাংলাকিতাব এখানে সম্পূর্ন বাংলায় পুরো মারেফুল কুরআন(প্রায় ১০ হাজার পৃষ্ঠার),এছাড়া এর সংক্ষিপ্ত সংস্করন সহ আরও নানান ধরনের বই পাবেন।যেমন বুখারী শরীফ,ইমাম গাজ্জালরি বইসমূহ,জ্বিনদের ইতিহাস নিয়ে বই,স্বপ্নের ব্যাখ্যা আরও অনেক।সবগুলোর নাম লিখলে মনে হয় এই আর্টিকেল শেষই হবেনা।বইগুলোর লিংক এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে আর সব Pdf ফরম্যাটে।তাহলে ভিজিট করুন আর ডাউনলোড করে নিন নিজের প্রয়োজনীয় বইটি।
বই ছাড়াও বাংলা হামদ নাত,কুরআন তেলওয়াত(বাংলা+আরবী),বয়ান,এমনকি বইগুলি বাংলা ছাড়াও অন্যান্য ভাষায়ও পাবেন যেমন আরবী,ইংরেজী ইত্যাদি।
এ সাইটটির পোস্ট আগে হয়েছে কিনা তা জানা নেই ,হলে জানাবেন ডিলিট করে দেব।ধন্যবাদ।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
ধন্যবাদ ভাই।