বাংলাদেশ অনলাইন রেডিও এ্যাসোসিয়েশন গঠনের লৰ্যে অনলাইন রেডিও'র জরুরী আলোচনা সভা ১৯ অক্টোবর শুক্রবার, সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অনলাইন রেডিও'র কার্যক্রম ও দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্য আহবান জানানো হয়। বিশ্বের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাকে ছড়িয়ে দেবার লৰ্যে দেশীয় অনলাইন রেডিও'র ভুমিকা ও গুরম্নত্ব সম্পর্কে আলোচনা করা হয়। বিনোদনের ধারাকে জাগ্রত ও দেশীয় বিনোদনকে প্রাধান্য দেবার লৰ্যে সবাই একমত পোষন করেন। সেই লৰ্যে বাংলাদেশের সকল অনলাইন রেডিওকে একত্র হয়ে কাজ করা অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন- মজুমদার মাহবুব (রেডিও স্বাধীনতা), সুমন মাহমুদ (রেডিও স্বদেশ), সামিউল (রেডিও গুনগুন), দেলোয়ার (রেডিও টুফান), মাহমুদুল হাসান শিশির (রেডিও স্বাধীনদেশ), আমিনুর রাশেদ (রেডিও ভুবন), মোঃ আবেদ সরকার (রেডিও ময়নামতি)। এছাড়া রেডিও ই-ডক্টর, রেডিও লাভবাংলা, রেডিও দুরবীন, রেডিও সার্কেল, রেডিও পিংক প্রমুখ অনুলাইন রেডিও কাজ করার লৰ্যে একগ্রতা প্রকাশ করে।
আলোচনায় প্র্রস্তাবিত বিবেচ্য বিষয়গুলো নিম্নরূপ-
০১। দেশীয় সংস্কৃতি ও গান।
০২। প্রোগ্রাম ও সম্প্রচার নীতি অনুসরণ ও গাইড লাইন প্রদান।
০৩। প্রেয়োজনীয় ট্রেনিং ও পরামশ প্রদান।
০৪। অনলাইন রেডিও'র মালিকগণের কাছে রেডিও'র নিয়ম-নীতি সম্পর্কে অবগত করা ।
০৫। একগ্রতার মাধ্যমে অনলাইন রেডিও'র মালিকগণের সম্পর্কে বজায় রাখা ।
০৬। বাণিজ্যিক অনলাইন রেডিও'র সুযোগ সৃষ্টি করে একটি শিল্প হিসেবে বাস্তবায়ন এবং সেই সাথে ডিজিটাল
বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করা ।
০৭। বিজ্ঞাপন নীতি প্রণয়ন।
০৮। কোন অনলাইন রেডিও'র অবিকল নকল নাম ও প্রোগ্রাম নাম ব্যবহার না করা।
০৯। অনলাইন রেডিও তৈরীর ক্ষেতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূবক সম্প্রচার করা।
১০। জাতীয় দিবস উপলক্ষ্যে (বিজয় দিবস, ২১ ফেব্রুয়ারী, শোক দিবস ইত্যাদি) বিশেষ অনুষ্ঠান আয়াজন করা।
১১। সরকারের কাছে বাংলাদেশ অনলাইন রেডিও এসোসিয়েশন মাধ্য্যমে প্রতিনিধিত্ব করা।
আমি shadhindesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অনলাইনে রেডিও কিভাবে শুনব????? হেল্প দরকার