অবশেষে অবমুক্ত হলো ওয়ার্ডপ্রেস ২.৯

প্রথম প্রকাশ আমার ব্লগে (ইংরেজি) : WordPress Rolls Out 2.9

WordPress 2.9

অবশেষে বহুল প্রতীক্ষিত ওয়ার্ডপ্রেস সংস্করণ ২.৯ অবমুক্ত করা হলো। সম্প্রতি ওয়ার্ডপ্রেস ডেভেলপারস ব্লগে একটি পোস্ট প্রকাশের মধ্য দিয়ে সেল্ফ হোস্টেড ব্লগগুলোর জন্য তুমুল জনপ্রিয় ব্লগিং ইঞ্জিন ওয়ার্ডপ্রেসের সর্বশেষ ও সবচাইতে আকর্ষণীয় এই সংস্করণ অবমুক্ত করা হলো।

আমার মতে ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগিং করার জন্য অন্যতম জনপ্রিয় ও বেস্ট একটি প্লাটফর্ম। শুধু বিজ্ঞাপনী ব্যবসা চালানো যায় না বলেই আয় করার উদ্দেশ্যে যারা ব্লগিং করেন, তারা ওয়ার্ডপ্রেস ডট কম ব্যবহার করতে পারেন না। তবে আমার ওয়ার্ডপ্রেস ডট কমে বেশ কয়েকটি ব্লগ আছে যেগুলোতে আমি মোটামুটি নিয়মিত লিখে থাকি। ওয়ার্ডপ্রেস ডট কমে ব্লগিং করার কারণ মূলত দু'টি। এক, প্রতিটি ব্লগের জন্য তিন গিগাবাইট হোস্টিংয়ের সদ্ব্যবহার করা। দুই, নতুন নতুন ফিচারগুলো সবার আগে ব্যবহার করা।

আর তাই ওয়ার্ডপ্রেস ২.৯ এর প্রধান প্রধান আপডেটগুলো ‌ব্যবহার করতে করতে ইতিমধ্যেই আমি অভ্যস্ত হয়ে গেছি। আর এখন ওয়ার্ডপ্রেসের নতুন ফিচারগুলো সেল্ফ হোস্টেডে পেয়ে আনন্দই লাগছে।

আসুন জেনে নেয়া যাক বিশ্ববিখ্যাত এই সফটওয়্যারের সর্বশেষ সংস্করণের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো।

ছবি এডিটিং

আমার মতে ওয়ার্ডপ্রেস ২.৯ এর বেস্ট ফিচার হচ্ছে বিল্ট-ইন ইমেজ এডিটর। বিল্ট ইন ইমেজ এডিটরের সাহায্যে আপনি যেকোনো ছবি আপলোড করার সাথে সাথেই এডিট করতে পারবেন। ছবি ফ্লিপ করা, যেকোনো অংশ কেটে নেয়া (ক্রপ), স্কেলিং করা (রিসাইজ) ইত্যাদি বিভিন্ন সুবিধাদি যুক্ত হয়েছে নতুন এই সংস্করণে। এছাড়াও অল্টারনেট টেক্সট দেয়ার জন্যও নতুন একটি টেক্সট বক্স দেয়া হয়েছে যা সত্যিই প্রশংসনীয়।

ট্র্যাশ

উইন্ডোজ পিসির রিসাইকেল বিন এর সুবিধা কী? আসলে এটা বলার অপেক্ষা রাখে না। ভুলবশতঃ কিংবা দরকারী নয় মনে করে মুছে ফেলার পর সেই ফাইল ফিরে পেতে রিসাইকেল বিন একমাত্র উপায়। ঠিক এই সুবিধাটিই যুক্ত হয়েছে ওয়ার্ডপ্রেসের নতুন সংস্করণে। এখন আপনি যেকোনো পোস্ট বা পেজ মুছে ফেললে তা সরাসরি উধাও না হয়ে ট্র্যাশে চলে যাবে। ট্র্যাশ থেকে যেকোনো সময় পোস্ট পুনরুদ্ধার করতে পারবেন। তবে ট্র্যাশ থেকেও পোস্ট স্থায়ীভাবে মুছে ফেললে তখন তা পুনরুদ্ধারের আশা না করাই ভালো।

ভিডিও এমবেড

ভিডিও যুক্ত করাটা কি খুব কঠিন? আমার ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগে শর্টকোড ব‌্যবহার করে অতি সহজেই ভিডিও এমবেড করতে পারি। তবে সেল্ফ হোস্টেড পারসোনাল ব্লগে প্রকাশ করতে গিয়েই বাধলো বিপত্তি। কোনোভাবেই ভিডিও এমবেড হয় না। শেষে ইউটিউব থেকে এমবেড কোড পেস্ট করার পর কাজ করলো

ওয়ার্ডপ্রেস ২.৯-এ এই সমস্যাটি আর নেই। এখন আপনি শুধু ভিডিওর লিঙ্ক ব্যবহার করেই ভিডিও এমবেড করতে পারবেন। কোনো ঘাঁটাঘাঁটি করে সময় নষ্ট করতে হবে না। (আলসেমির সুযোগ আর কি!)

একাধিক প্লাগইন আপডেট

একের অধিক প্লাগইন আপডেট করতে হলে অনেক সময় খুব বিরক্ত বোধ করেন, তাই না? ওয়ার্ডপ্রেস ২.৯-এ এই সমস্যাটি নেই। এখানে আপনি একই সঙ্গে একাধিক প্লাগইন আপডেট করতে পারবেন। (দ্রষ্টব্যঃ এই ফিচারটি আমি ব্যবহার করতে পারিনি। ভার্সন আপগ্রেড করার পরও আলাদা আলাদাভাবেই প্লাগইন আপডেট করতে হয়েছে। জানিনা সমস্যা কোথায়।)

ইউ আর এল শর্টেনার

ওয়ার্ডপ্রেসের নিজস্ব ইউ আর এল শর্টেনারের কথা জানেন? (Example: http://wp.me/pzC24-ab ) অনেক আগেই ওয়ার্ডপ্রেস তাদের নিজস্ব ইউ আর এল শর্টেনার তৈরি করেছে এবং ওয়ার্ডপ্রেস ডট কমের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। ২.৯-এর সঙ্গে এই সুবিধাটিও আপনি পাচ্ছেন আপনার সেল্ফ হোস্টেড ব্লগে। ইউ আর এল শর্ট করার জন্য আর অন্য কোথাও যেতে হবে না। এবার আপনি স্বাধীন!

এছাড়াও আরো বেশ কিছু বৈশিষ্ট্য অবমুক্ত হয়েছে ওয়ার্ডপ্রেস ২.৯ সংস্করণের সঙ্গে। আপডেটের বিস্তারিত তালিকা দেখতে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট ব্লগ দেখুন

(বাংলায় প্রথম প্রকাশ)

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও, ভালো খবর।

হুম…. খবর টা খুবই গরম

Level 0

যাক আর RC টা ইউজ করতে হবে না ।

Level 0

Very nice

সজীব সুন্দর টিউনের জন্য ধন্যবাদ

hum.. motamuti kaje lagbe..

cholun amra ashob bad diyee english blog daye utjapon kori AUGUST 31st a..