অবশেষে ইউ টিউব খুলে দিয়েছে (সবার জন্য নয়)

টিউন বিভাগ খবর
প্রকাশিত


আজ সকালে একটি অনলাইন পত্রিকায় সুরঞ্জিত সেনগুপ্তের স্কান্ডাল পার্ট-২ তে ক্লিক করতেই দেখলাম ইউটিউব এর ভিডিও লিঙ্ক। বাহ আবশেষে তাহলে খুলে দিল...   http://www.youtube.com

আমি আজ সকাল থেকে পারছি। গতকাল পর্যন্তও পারতাম না। অনেকে আমার মত ঢুকতে পারছে। অনেকেই আবার পারছে না। কারন টা আমি জানি না।

উল্লেখ্য গত কয়েকদিন আগে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) অবমাননা করে ভিডিও প্রকাশের দায়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট YOUTUBE বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছিল। তারা প্রথমে ১৩ মিনিটের একটি আপত্তিকর এবং আমাদের নবীর অবমাননাকর ট্রেইলার ভিডিও প্রকাশ করেছিল পরবর্তীতে ৭৮ মিনিটের সম্পূর্ণ ভিডিওটা আপলোড করে সবাইকে দেখার ব্যাবস্থা করে দিয়েছিল। সেইসাথে তারা এটাও জানিয়ে দিয়েছিল যে, এইসব ভিডিও তারা মুছবে না কারন ভিডিওগুলোতে এমন কিছু নেই যা গুগলের নীতিমালার পরিপন্থি।  তবে এড্রেস বারে http এর জায়গায় https  লিখে এন্টার দিলেই ইউটিউবে ঢোকা যেত।

আপডেটঃ


অনেকে অভিযোগ করছেন যে তারা ইউটিউবে ঢুকতে পারছেন না। তারা টিউনটি পড়ে বিরক্ত হচ্ছে।
তবে আমার অনেক বন্ধুরা বলেছে যে ঢুকতে পারছে। আমিও কালকে পর্যন্ত পারিনাই। আজকে সকাল থেকে পারছি। আমার বাসা মহাখালি তে। আর আমি ব্রডব্যান্ড লাইন ইউজ করি।

প্রমান স্বরুপ এই স্ক্রিন শট দুটো দেখুন। দয়া করে সম্পুর্ন টিউনটি পড়ে বকাবকি করুন।  :mrgreen:

১। ইউটিউবের হোম পেইজে ঢোকার স্ক্রিন শটঃ

http://i48.tinypic.com/mw5ht3.jpg

২। ইউটিউবে ভিডিও দেখার স্ক্রিনশটঃ

http://i46.tinypic.com/ozk9z.jpg

👿   http://www.rakibsdiary.blogspot.com    👿

Level 2

আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা কিছু ভাল, সবই চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

share korar jonno apnake onek onek dhonnobad

Level New

কিভাবে tag করতে হয়

    @শফিক:

    শফিক ভাই কী টিউন করার সময় ট্যাগ করার কথা বলছেন। টিউন লেখার সময় দেখবেন ডানে নিচে ‘Post Tags’ নামে একটা অপশন আছে। ওখানে ট্যাগ গুলি পাশাপাশি কমা দিয়ে লিখে ADD বাটনে চাপুন। দেখবেন আপনার ট্যাগ এড হয়ে গেছে। আর সর্বনিম্ন তিনটা ট্যাগ দিতেই হবে। যেমন আমার এই টিউনে্র ট্যাগ দেখুনঃ ইউটিউব, ইন্টারনেট, ওয়েব মিডিয়া ।

ki kibhabe tag korte hoy?

ভাই শিউর না হয়ে বলা উচিত হয়নি। কারন এখনও youtube খুলে নি।youtube এর video link থাকলেই যে youtube খোলা এতা কিভাবে বুঝলেন। খালি খালি ভুল টিউন করবেন না । এটা খুবই বিরক্তিকর মনে হয়।
আমন টিউন করলে টিউনার এর মান থাকে না।

    @tamim tanvir:

    আপনারা কী কেউ ঢুকতে পারছেন না? তাহলে আমি ঢুকছি কী করে?

    তানভির ভাই, আপনি কী http://www.youtube.com আপনার এড্রেস বারে লিখে একবারের জন্যও এন্টার দিয়েছেন। এন্টার না দিয়ে আপনার এরকম মন্তব্য করা উচিত হয়নি। আমি টিউনটি করার আগে ভালভাবে শিওর হয়ে নিয়েছি।

    এই মন্তব্য করার সময় ও একবার দেখে নিয়েছি। আপনি চাইলে দেখতে পারেন। http://www.youtube.com

কি জানি, আমার ইউটিউব অবশ্য একদিনের জন্যও বন্ধ হয় নি 🙂

    @মেহেদী হাসান বাপ্পী:

    মেহেদী ভাই, আপনার টা বন্ধ হয়নি? আপনি কোথায় থাকেন। আমি তো কালকে পর্যন্ত https ছাড়া ঢুকতে পারতাম না। আজকে অবশ্য সরাসরি পারছি।

Level New

ধন্যবাদ রাকিব ভাই

ভাই ঢুকে না তো ……………

    @অন্ত:

    কী বলেন ভাই? টিউন করে কী কেস খেয়ে যাব। আমি ঢাকা থাকি। আমি তো ঢুকতে পারতাছি। আপনি থাকেন কোথায়?

না ভাই আমি শিউর হয়ে বলিছি।এমন কি আপনার link টাও try করেছি।কাজ হয়নি। এই লেখাটা আসে-
this app is currently unreachable.

    @tamim tanvir:

    আমিও ভাই শিওর, আপনার জন্য একটা স্ক্রিন প্রিন্ট আপলোড করে দিলাম। দেখতে পারেন। একটু আগে তোলা।

    http://i48.tinypic.com/mw5ht3.jpg

নিচের লিংক এ ক্লিক করেন আর চালান YouTube
ইউটিউব
https://www.youtube.com/

না হলে বলেন। অন্য উপায় দাকছি।

না হলে বলেন। অন্য উপায় দেকছি

কোনও link ই আমার কাজ করছে না।আমি কি করতে পারি।

রাকিব, আপনি YouTube এর হোমপেজ acess করতে পারছেন ভালো কথা, কিন্তু আপনি কি video play করে দেখেছেন? আপনি video play করতে পারবেন না বুঝলেন? এই সহজ বিষয়টা ভালো করে যাচাই করে লিখা উচিত ছিল । ধন্যবাদ ।

মাতৃভুমি। https দিয়েও একই।

YouTube দেখতে vpn ব্যাবহার করতে হবে। ভালো মানের একটি হল – http://www.spotflux.com/ এটি খুব উন্নত মানের একটি vpn.

    @G.M.Monowar:

    ভাই আমি সবকিছু যাচাই করে তারপর টিউন টি করেছি। আজকে সারাদিনে অনেকগুলো ভিডিও প্লে করেছি। আপনার বিশ্বাস না হলে এই স্ক্রিন শট টা দেখুন। এই লিঙ্ক টা আপনার জন্যে। :: http://i46.tinypic.com/ozk9z.jpg

    আপনি মনে হয় আমার টিউনটি না পড়েই কমেন্ট টা করেছেন। আমি টিঊনে লিখেছি যে সুরঞ্জিত সেনগুপ্তের স্ক্যান্ডাল পার্ট-২ দেখেছি। তারপরেও স্ক্রিন শট টা দেখেন। স্ক্রিন শট টা আমি ১ মিনিট ১৫ সেকেন্ড ভিডিও চালানোর পর নিয়েছি।

মাতৃভুমি আপনার দেওয়া লিঙ্ক (https://www.techtunes.io/internet/tune-id/152167) দিয়া আপনি কি YouTube দেখছেন ?

কতক্ষণ দেখছেন ? ২০ sec এর বেচি দেখা যায় না।

Level 0

vai onek age theke youtube a enter kora jay kintu video access kora jay na.
ojotha vua tune kore mejaj tai kharap kore dilen.

    @Kiron Best:

    আপনার জন্যে আগের কমেন্ট টা আবারো করতে হল। কষ্ট করে একটু দেখুন।

    ভাই আমি সবকিছু যাচাই করে তারপর টিউন টি করেছি। আজকে সারাদিনে অনেকগুলো ভিডিও প্লে করেছি। আপনার বিশ্বাস না হলে এই স্ক্রিন শট টা দেখুন। এই লিঙ্ক টা আপনার জন্যে। :: http://i46.tinypic.com/ozk9z.jpg

“Content blocked by operator upon request from Government Authority”
Ei matro Try korlam.

আমি নোয়াখালী তে থাকি এবং গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহার করি। আমি http://www.youtube.com https://www.youtube.com দুইটা লিংক এই ট্রাই করলাম কিন্তু কোন কাজ হয় না।

atodin vpn use kore youtube teke download koresi. Deki akon vpn sara youtube kole kina.

বুঝতে পারছি … কারো কারো ইউটিউব ওপেন হচ্ছে না। কারন টা আমারো জানা নেই। তবে আমি যে পুরোপুরি এক্সেস করতে পারছি এই কথা সত্যি। দেখা যাক মনে হচ্ছে সবগুলো সার্ভার একসাথে ওপেন করেনি। তবে আমারটা সহ আরো অনেকের টা যে চালু হয়েছে এই কথা সত্যি।

এই কাজ টা আমি কন vpn ছড়াই করেছি।তারপর ও কেও বিস্বাস না করলে আমার করার কিছু নাই।

    @মাতৃভুমি:

    আমিও ভাই একই গ্যাড়াকলে পড়েছি… ইউজ করতে পারছি কিন্তু কেউ বিশ্বাস করছে না… 🙁

Level 0

Kotha ta true. tobe a link a click korte hobe https://www.youtube.com/

Level 0

ভাই আমার আগে http://www.youtube.comhttps://www.youtube.com দুটোর একটাও কাজ করতো না। আমি ব্রডব্যান্ড ব্যাবহার করি। তবে আজ থেকে https://www.youtube.com তা কাজ করছে। 🙂 । কিন্তু এটা http://www.youtube.com এখনও কাজ করছে না। 🙁
আচ্ছা সরকার থেকেই কি youtube open করে দিয়েছে? নাকি এটা সার্ভার এর কারসাজি ???

    @Harry:
    বুঝতে পারছি না ভাই। আমি কালকে পর্যন্ত https://www.youtube.com দিয়ে কাজ করতে পারতাম। তবে আজকে সকাল থেকে http://www.youtube.com দিয়ে কাজ করতে পারছি। 😀

techtunes profile a pic kamne dei… iktu bolben kaw??

ইউটিউব খুলে দেয়া হয়নি তবে আজকে রাতে খুলে দেয়া হবে । তবে অনেকেই শুরু থেকেই ইউটিউব ব্রাউজ করতে পারছিলেন । আমার বাংলালায়ন দিয়েও কোনো সম্যসা হচ্ছিল না । না জেনে টিউন করার জন্য ধন্যবাদ 😛

    @ক্রিস্টাল হার্ট:

    ইউটিউব গতকাল রাত পর্যন্তও আমার ব্রডব্যান্ড কানেকশনে খোলা ছিল না। শুরু থেকে আমি বন্ধ পেয়েছি। আজকে সকাল থেকে খোলা পেয়েছি। এই কথা আমি এই টিউনে বহুবার বলেছি। স্ক্রিনশট ও দিয়েছি। টিউনটি ভালভাবে পড়লে আপনি ও ব্যপারটা জানতে পারতেন। আমার অনেক বন্ধুরাও আজকে থেকে খোলা পেয়েছে। আমি বাংলালায়ন ইউজ করি না।

    তারপরেও আপনি আপনার মত কমেন্ট করে গেছেন। এজন্য আপনার কমেন্ট টিই আপনাকে একটু এডিট করে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। “না জেনে টিউন না পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ 🙂 “

Check this https://www.youtube.com/djzeditv r tuner vai amar question holo Youtube ki video gula Delete korce please janaben.

    @Hamde Noyon:
    আমি শিওর না। তবে শুনেছিলাম ভিডিও টা সরিয়ে ফেলেছে।

Level 0

মজার ব্যাপার হল, শুরুর দিকে আমি এমনিই ইউটিউব এ ভিডিও দেখতে পারলাম। কিন্তু পরে https ব্যবহার করা লাগত। তারপরে দেখি https দিয়েও আসে না।

আজ আপনার টিউন পরে দেখি http দিয়ে হচ্ছে না, কিন্তু https এ হচ্ছে।

আমি পারছি ঢুকতে। বাট অনেক স্লো মনে হচ্ছে। আমার নেট স্পিড তো ঠিকই আছে! :\

Level 0

কোন ভাবেই youtube এ ধুক্তে পারছি না

Level 0

আই বাড় ঢুকবে https://www.youtube.com/

Level New

kalke ratre akbar dhuksilo but ajke r dhuktasena……ami bilai r line chalai………

Level 0

Bhai duktese na…Ami QUBEE use kori

Level 2

sorry vai ami akhon o dhukte partesi na
ollo use kori

Level 0

ভাই মহাখালিতে কোন broadband সার্ভিস সবচেয়ে ভাল ?
জানালে উপকৃত হব…

    @Shaiful:
    আপনি মহাখালীর কোন এলাকায় থাকেন? আপনি যদি শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়ার দিকে থাকেন তাহলে “EMedia” এজেন্ট এর সার্ভিস সবথেকে ভাল। ওরা ZIP আর DFN (Dhaka Fiber Network) দুইটার সার্ভিস প্রোভাইডার। মার্কেটে এনারা ZIP নামেই বেশী পরিচিত। আমার কাছে ওনাদের ফোন নাম্বার আছে আপনি চাইলে আপনার মেইল এড্রেস টা দিয়েন।

      Level 0

      @রাকিব: ভাই আমি কাচা বাজারের পিছনের দিকে থাকি,
      আমার ভাল ftp server আর স্পীড দরকার ।
      আমার ইমেইল এড্রেসঃ [email protected]
      সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ 🙂

আমি http দিয়ে ঢুকতে পারছি না, কিন্তু https দিয়ে ভিডিও দেখা ও ডাউনলোড উভয়ই করতে পারছি।
তবে আমার মনে হয় সরকারিভাবে ইউটিউব এখনো খোলার ঘোষণা আসে নি। যাদের স্বাভাবিকভাবে ইউটিউব দেখা যাচ্ছে তাদের নেটের কানেকশন গেটওয়ে ভিন্ন হতে পারে। যা সরকারের হাতে নেই। এ জন্য কেউ কেউ মডেম ব্যবহার করেও ইউটিউব দেখার দাবি করছেন।

Level 0

ভাই অনেক সুন্দর হইছে ।
http://techorb4u.blogspot.com/ দেখবেন।

হ্যালো রাকিব ভাই । হ্যাঁ আপনাকেই বলছি কই Youtube তো কাজ করছে না ।

    @আসিফ আজাদ:
    আমার মত অনেকেই ঢুকতে পারছে আসিফ ভাই। আবার অনেকেই পারছে না। আমি গত পরশু থেকে ঢুকতে পারছি। স্ক্রিন শট দেখুন।

Level 0

koi… utube to bondho….. vai apnar ip addess mone hoy bd er na . tai dhukte parchen

ভাই নিশ্চিত না হয়ে পোষ্ট করা ঠিক হয়নি।ইউটিউব খুলে দেয়নি @রাকিব ভাই

Oops! Google Chrome could not connect to http://www.youtube.com
Try reloading: http://www.­youtube.­com
Additional suggestions:
Access a cached copy of http://www.­youtube.­com
Go to http://www.­youtube.­co
Search on Google:

Level 0

i am succed

অনেক ধন্যবাদ রাকিব ভাই । আমি পারছি আপনি পারছেনা এখানে দেখুন Click Hear

আমার এখান থেকে বেশকদিন থেকেই ইউটিউব খোলা যাচ্ছিলো। স্বাভাবিক ব্যবহার করছি। কোন প্রবেলেম নেই। দুই থেকে তিনদিন বোধহয় অফ ছিলো মাঝে। তারপর, যথারীতি স্বাভাবিক! কোন বিশেষ পদ্ধতির আশ্রয় ছাড়াই তো আমি ধুমসে ইউটিউবে মুভি দেখে যাচ্ছি! সকাল থেকে দেড়টা মুভি দেখলাম।:)অনেকের সমস্যা হচ্ছে কেনো, কে জানে! আচ্ছা, ইউটিউব খুলে দিয়েছে, এমন কোন প্রেস বিজ্ঞপ্তি কি বিটিআরসি দিয়েছে? কেউ বলতে পারেন?

Level 0

Youtube তো কাজ করছে না !!!!!!!!!!!!!

IP change korle ki hobe?
I mean, IP hider diye location change korle ki hobe?

অবশেষে ইউ টিউব খুলে দিয়েছে এই শিরোনামের টিউন। কে বললো খুলে দিয়েছে? সরকার ইউটিউব খুলে দিয়েছে এমন কোন ঘোষনা আপনি কোথায় শুনলেন? কোন ডকুমেন্ট বা সরকারী কোন ওয়েবসাইটের লিংক দিকে পারবের যেখানে বলা আছে ইউটিউব খুলে দেওয়া হয়েছে?

দুই একজন ইউটিউবে একসেস পাওয়ার কারণ হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, ইউটিউব খুলে দেওয়া নয়।

Level 0

ভাইসব আমি গতকাল টিউবে ভিডিও দেখছি তাও কিউবি দিয়া কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত টিউবে আর ঢুখতে পারছি না। প্রক্সি ছাড়া

Level 0

bhai ami citycell die calai problem nai always access kora jai. jara parcenna tara gp die calan mone hoy. 5 month thke ami software or proxy carai calassci tobe ekhon 4.07 am ekhono grameen die access kora jasccena