আজ সকালে একটি অনলাইন পত্রিকায় সুরঞ্জিত সেনগুপ্তের স্কান্ডাল পার্ট-২ তে ক্লিক করতেই দেখলাম ইউটিউব এর ভিডিও লিঙ্ক। বাহ আবশেষে তাহলে খুলে দিল... http://www.youtube.com
আমি আজ সকাল থেকে পারছি। গতকাল পর্যন্তও পারতাম না। অনেকে আমার মত ঢুকতে পারছে। অনেকেই আবার পারছে না। কারন টা আমি জানি না।
উল্লেখ্য গত কয়েকদিন আগে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) অবমাননা করে ভিডিও প্রকাশের দায়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট YOUTUBE বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছিল। তারা প্রথমে ১৩ মিনিটের একটি আপত্তিকর এবং আমাদের নবীর অবমাননাকর ট্রেইলার ভিডিও প্রকাশ করেছিল পরবর্তীতে ৭৮ মিনিটের সম্পূর্ণ ভিডিওটা আপলোড করে সবাইকে দেখার ব্যাবস্থা করে দিয়েছিল। সেইসাথে তারা এটাও জানিয়ে দিয়েছিল যে, এইসব ভিডিও তারা মুছবে না কারন ভিডিওগুলোতে এমন কিছু নেই যা গুগলের নীতিমালার পরিপন্থি। তবে এড্রেস বারে http এর জায়গায় https লিখে এন্টার দিলেই ইউটিউবে ঢোকা যেত।
অনেকে অভিযোগ করছেন যে তারা ইউটিউবে ঢুকতে পারছেন না। তারা টিউনটি পড়ে বিরক্ত হচ্ছে। তবে আমার অনেক বন্ধুরা বলেছে যে ঢুকতে পারছে। আমিও কালকে পর্যন্ত পারিনাই। আজকে সকাল থেকে পারছি। আমার বাসা মহাখালি তে। আর আমি ব্রডব্যান্ড লাইন ইউজ করি।
প্রমান স্বরুপ এই স্ক্রিন শট দুটো দেখুন। দয়া করে সম্পুর্ন টিউনটি পড়ে বকাবকি করুন।
১। ইউটিউবের হোম পেইজে ঢোকার স্ক্রিন শটঃ
http://i48.tinypic.com/mw5ht3.jpg
২। ইউটিউবে ভিডিও দেখার স্ক্রিনশটঃ
আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা কিছু ভাল, সবই চাই।
ইউটিউব খুলে দেয়া হয়নি তবে আজকে রাতে খুলে দেয়া হবে । তবে অনেকেই শুরু থেকেই ইউটিউব ব্রাউজ করতে পারছিলেন । আমার বাংলালায়ন দিয়েও কোনো সম্যসা হচ্ছিল না । না জেনে টিউন করার জন্য ধন্যবাদ 😛
share korar jonno apnake onek onek dhonnobad