আগামীকাল, ফ্রিল্যান্সিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে উন্মুক্ত কর্মশালা। আসছে Aluminium Security…

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ফ্রিল্যান্সিং নিয়ে ভাবনা। পাশাপাশি কিভাবে আয় করার যায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এ নিয়ে উন্মুক্ত কর্মশালা। নতুন বিশেষ করে যারা ইন্টারনেটে আছেন কিন্তু কিভাবে নিজেদেরকে তৈরি করবেন কিংবা কোন ভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন তা নিয়ে আলোচনা দিক নির্দেশনামূলক কর্মশালা। এখানে বিভিন্ন ভাবে আয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি থাকবে বিভিন্ন আর্নিং টিপস।

এছাড়াও এই উন্মুক্ত কর্মশালায় আসছে দেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান Aluminim Security. সাইবার সিকিউরিটি এর পাশাপাশি, ইথিক্যাল হ্যাকিং এর প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ এ সাইবার সিকিউরিটির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হবে। থাকবে ওয়েবসাইট সিকিউরিটি এবং ইন্টারনেট সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় টিপস।

 Aluminium Security এবং Online School

 

উন্মুক্ত এই কর্মশালা Aluminium Security, Online school এবং Hostmight.Com এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে

স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলায় (কলাভবনের সামনে)
তারিখ: ৫-১০-১২
সময়: বিকেল ৪টা
প্রয়োজনে ০১৭১০২৯৫৫৫৮ (মাহবুব আলম টেকটিউনস মডারেটর)
# শুধুমাত্র নবীনদের জন্য এই কর্মশালা

Level 0

আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ার্কশপ টি যিনি পরিচালনা করবেন, তার সম্বন্ধে যদি কিছু জানা যেত তাহলে উপকৃত হতাম! ধন্যবাদ!!

আসবো ভাবছি। ওয়ার্কশপের সূচী, সম্ভব হলে দেয়ার অনুরোধ রইলো। সেই সাথে শুভ কামনা।

এখন ঢাকাতে থাকলে আশা যেত , তবুও শুভ কামনা রইল …………আর অনুষ্ঠানের যদি ভিডিও ক্লিপ করেন তবে আপলোড দিবেন অবশই

vai ami jete pari

নিয়মিত ভিজিট করি টেকটিউনস। হয়ত বা আজও কোন নিউন করা হয়নি। কিন্তু তাতে কিছু যায় আসে না। এখান থেকে আমি অনেক উপকৃত হই সাথে আরো অনেকে এটা বলার অপেক্ষা রাখে না।

এমন একটা আয়োজন অবশ্যই কাজের। সেই সাথে এ আয়োজন থেকে অনেক কিছু শেখারও আছে। যা থেকে অনেক অনেক উপকৃত হবেন নতুন রা। যেটা আমি মনে করি।
অবশ্যই আসব। মিস করার সম্ভাবনা খুবই কম।
আয়োজনের সফলতা এবং এর সাথে জড়িজ সকল কর্মকর্তার দীর্ঘআয়ু কামনা করছি আল্লাহর দরবারে।