সিলেটে বিকাশের এজেন্টরা ফ্রী রেজিষ্টেশন এর জন্য অতিরিক্ত চার্জ আদায় করছে, বাস্তব অভিজ্ঞতা।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ সিলেটে শিবগঞ্জ পয়েন্ট নাজমুল টেলিকম নামে একটি বিকাশের এজেন্টের কাছে গেলাম।যারা ওদিকে থাকেন চিনবেন শিবগঞ্জ পয়েন্ট যে ব্রাক বাঙ্ক এর বুথ টা আছে।তার পাশেই দোকান টা।

গিয়ে বললাম বিকাশ একাউন্ট খুলব।

বলল ছবি লাগবে আর ভোটার আইডি কার্ড।

বের করলাম ।আমায় ফরম দিল।আমি লিখতে যাব।

বলল রেজিষ্টেশন করতে আপনাকে ৩০ টাকা দিতে হবে।সার্ভিস চার্জ় হিসাবে।

বললাম কিন্তু রেজিষ্টেশন তো ফ্রী।

বলল করলে আপনাকে ৩০ টাকা দিতে হবে।

বললাম আপনি তাহলে সার্ভিস চার্জ়  এর রিসিট দিবেন।বলল রিসিট দিতে পারবনা।

আমি বললাম আপনি কিসের সার্ভিস চার্জ দাবী করছেন।পূরণ করব আমি ফরম দিল ব্রাক বাঙ্ক আপনি কি সার্ভিস দিলেন? আপনি আবার তাদের এজেন্ট হইছেন।দোকানের সামনে আবার বিকাশের লেবেল লাগাইছেন মানুষের কাছ থেকে এভাবে টাকা খাওয়ার জন্য?

বলল করলে করেন না করলে নাই।৩০ টাকা না দিলে করতে দিমু না।

বললাম আপনার নামে যদি কম্পেলেন করি।

বলে করেন গিয়া ।করলে আমার  কিছুই হবে না।ভাব দেখে মনে হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কই ওদের বলে দিয়েছে ৩০ টাকা নেয়ার জন্য।মেজাজটাই খারাপ হল।করলাম না একাউন্ট। চলে আসলাম।

সমস্যাটা ৩০ টাকা্র না।সমস্যাটা্ হল,আমি কেন শুধু শুধু তাকে টাকা দিবো যেখানে ব্র্যাক ব্যাঙ্কই বলছে রেজিষ্টেশন ফ্রী।তাহলে তাদের এজেন্টরা কিভাবে অতিরিক্ত চার্জ দাবী করে।আমি এখন টাকাটা দিলে সেটা হবে অন্যায় কে প্রশয় দে্যা। এটা অবশ্যই ব্র্যাক ব্যাঙ্ক এর ব্যর্থতা ।তারা সুযোগ দিছে বলেই তাদের এজেন্টরা জনগন কে ইছামত ব্যবহার করছে।এই ধরনের পাবলিক কে তারা এজেন্ট বানালো কেন?কোন ঘোষনা ছাড়াই তারা অতিরিক্ত চার্জ কোন সাহসে দাবি করলো।কোথা থেকে এই সাহস পেল?এর দায়ভার আর জনগনের ভোগান্তি দুটোই ব্র্যাক ব্যাঙ্ক কে নিতে হবে।

ব্র্যাক ব্যাঙ্ক এর কেউ থাকলে  ব্যবস্থা নিয়েন।না হলে আমার মত আরো অভিযোগ এর সংখ্যা বাড়বে।আর মানুষের হক মেরে কেউ কোনদিন বড় হয় না ।

Level 0

আমি nir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai amon ta j jessore nopara sob gulo bKash agent ra aerokom koray and proti 100taka 5 taka nebay

সুযোগ পাইলে পাবলিকের মাথায় ওঠে। মেরে ধরে খেতে চাই। ভালো একটা সার্ভিস এখানেও সমস্যা। ১০০০ টাকা পাঠালে ২০ টাকা নেয়। আবার যে কাউন্টার থেকে উঠাবে সেখানেও ১৫ বা ২০ টাকা দিতে হবে। পাবলিক তো নিরুপায়। কি করবে। এটাই আমাদের স্বভাব।

শেয়ার করার জন্য ধন্যবাদ। আমার কাছ থেকেও নিয়েছে ২০৳

online bkash patay paren Bkash reseller level 3-2-1
বিশ্বের যে কোন প্রান্ত থেকে
আপনি কি আপনার প্রিয়জনের কাছে দ্রুত, নিরাপদে cash টাকা পাঠাতে চান তাহলে আজই আমাদের সেবা নিন।
01715244224
http://www.labbaikcash.com

Dutc Bangla Account korun ami korci valo

    Level 0

    @জুয়েল 96: DBBL is a great cheater. It does not keep 100 Tk notes on its ATM booths. But On registration their agents assure us to have 100 Tk on its ATM to get spare amount (300, 700 etc).

faltu service bkash

ami bkash kholechi kono pokar taka chara habigonje