অনাগত ধাক্কা কঠিন থেকে কঠিনতর হইয়া বহুগুণে আঘাত করিলে যে ক্ষতি হইবে তার দায় নিবে কে ? উত্তর অনাবশ্যক মনে করিলে কিছুই বলার নেই ।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

রাজনৈতিক ইস্যুর এই সাইবার ওয়ার এ না যাওয়াতে বাংলাদেশ সাইবার আর্মির প্রতিনিধি সহ বেশ কিছু ব্লগার ব্লগ পোস্ট এ আমাদের কে "রাজাকার" বলিয়া বেশ ভালোই সমালোচনা করিতেছে । ট্যাগ মারা রীতিমত সম্পূর্ণ হইয়াই আছে ।
রাজনৈতিক ইস্যু নিয়ে সাইবার ওয়ার এ না যাওয়াতে যাহারা এই রূপ বলিতেছে তাহাদের মত বিশেষ প্রজাতির প্রাণী হইতে না পারায় তাহাদের মত করে সেই সমালোচনায় বিশেষ কোন কল্যাণ সাধন করিতে পারিলাম না । তবে যাহারা ঐ রূপ সমালোচনায় মুখর তাহাদের কাছে প্রশ্ন রাখিলাম যে,

* সাইবার ওয়ার এর সাথে নোংরা রাজনীতিকে মিশানোর আবশ্যকতা কতটুকু ?
** যুদ্ধ-অপরাধ তথা রাজনৈতিক ইস্যুতে সাইবার ওয়ার না করিলেই কি ট্যাগ দেয়া আবশ্যক ??
*** আমাদেরকে রাজনীতির মধ্যে টানিয়া আনার কোন বিশেষ দায় তাহাদের আছে কি ?

=== == ===
আপডেট:
পাকিস্তান এর বিপরীতে ওয়ার এর হেতু যুদ্ধাপরাধের বিচারে সংক্রান্ত ।
এটা তো আগে জানতাম না । ওয়ার এ না গিয়ে তো দেখি ভুল কিছু মাত্র করি নাই ।
সুত্রঃ (বিসিএ এর অফিসিয়াল প্রতিনিধির পোস্ট মতে)

রাজনীতি যখন সরাসরি বাংলাদেশ সাইবার আর্মি নিয়েই আসিল তখন শুধু এই বলিতে পারি---

"যুদ্ধাপরাধের বিচার যে বর্তমানে বাংলাদেশের রাজনীতির কোন দিক দিয়ে কি রূপে বহিতেছে এবং উহা যে কি বহিয়া চলিতেছে তাহা বোধ করি একজন সুস্থ (মানসিক ভাবে) ব্যক্তির পক্ষে অনুমান করা খুব একটা দুরূহ কাজ নয়।"

=== === ===

পাকিস্তান-বাংলাদেশ সাইবার ওয়ার ! (অবশ্য আমি বাংলাদেশ বলতে রাজি নই, কারণ ওয়ারটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ সাইবার আর্মির সাথে !)

পাকিস্তানের সাথে বাংলাদেশ সাইবার আর্মি সাইবার আর্মি ওয়ার ঘোষণা করছে এবং কিছু সাইট হ্যাকড হয়েছে দুই দিক থেকেই । চলমান এই সাইবার ওয়ার এ 3xp1r3 Cyber Army অংশগ্রহণ করবে না । এবং বাংলাদেশের অপর দুইটি গ্রুপ "বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার" এবং "বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার" এখন পর্যন্ত এই ওয়ার এ না যাওয়ার সিদ্ধান্ত ব্যক্ত করল ।

ঠিক কি কারণে বাংলাদেশের একটি গ্রুপ ওয়ার এ গেল আবার বাংলাদেশের অপর দুটি গ্রুপ ওয়ার এ যাবে না বলে স্থির করল তা উল্লেখ্য করার হেতু নেই অধিকার ও নেই তাই করলাম না তাছাড়া নিশ্চিত হওয়া ছাড়া কোন কিছু বলাও ঠিক নয় । তবে আমরা (এক্সপায়ার সাইবার আর্মি) কেন ওয়ার এ যাচ্ছি না তা উল্লেখ্য করলাম,

এই ওয়ারে আমাদের না যাওয়ার কারণ হচ্ছে:

প্রথমত:
ওয়ার এ যাবার সিদ্ধান্ত চূড়ান্ত করার মত কোন ইস্যু নেই, শুধু শুধু অকারণে একটা ওয়ার এ গিয়ে ধ্বংসের বিপরীতে ধ্বংস টেনে আনার যৌক্তিকতা আছে বলে মনে হয় না ।

দ্বিতীয়ত:
ওয়ার এ গেলে স্বাভাবিকভাবেই বাংলাদেশি সাইট হ্যাক হবে এই হ্যাক হওয়া সাইট গুলোর দায়-ভার এর একটা প্রশ্ন উঠবে যেটা আমাদের পক্ষে নেয়া সম্ভব হবে না । হাজার হাজার সাইট এর দায়-ভার এর দায়িত্ব আমাদের পক্ষে নেয়া সম্ভব নয় তাই ওয়ার এ গিয়ে শুধু শুধু আম জনতার ওয়েব সাইট নষ্ট করার কোন যুক্তিযুক্ত যুক্তি খুঁজে আশ্রয় করতে পারলাম না ।

তৃতীয়ত:
বাংলাদেশের সাথে অথবা বাংলাদেশের বিশেষ কোন দলের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে এমন কোন দেশ বা দলের সাথে কোন ওয়ার এ এক্সপায়ার সাইবার আর্মি আগেও যায়নি ভবিষ্যতে ও না যাবার সিদ্ধান্তে অটল আছে এবং থাকবে । আমারা মায়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে ওয়ার এ যাইনি কারণ ঐ ওয়ার এ রাজনৈতিক সংলিস্ঠতা সম্ভাবনা ছিল এবং রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সংলিস্ঠতা অনেক সংবাদ তখন মিডিয়ায় এসেছিল । তবে, ভারতের বিপরীতে সীমান্ত হত্যার বিপরীতে একসময় সাইবার ওয়ার এবং পরবর্তীতে প্রতিবাদ এর জন্য আমরা ভারতের সাইট হ্যাক করে আসছি এবং করে যাবো যতটুকু সম্ভব চেষ্টা করব আমাদের সমস্যা (সীমান্ত হত্যা) তুলে ধরতে ।

পাকিস্তান বাংলাদেশ সাইবার ওয়ার নিয়ে আমাদের অবস্থান এর কথা গেল । এইবার আসি হ্যাকিং সম্পর্কে কিছু কথায়...

*** একটা ইতিহাস এই যে, এক্সপায়ার সাইবার আর্মি বাংলাদেশি ওয়েব সাইট হ্যাক করেছিল এবং আমাদের দুইজন মেম্বার সেই জন্য আইনি জটিলতায় ও পড়েছিল ।
সেই ইতিহাস দিন ও বছর গুরিয়া গেলেও বাংলাদেশের হ্যাকিং গ্রুপ গুলো প্রতি রাতে ইতিহাস কে পাতিহাঁস করে অতি যত্নে খড়কুটা দিয়ে বসাইয়া রাখে যার ফলশ্রুতিতে প্রতিদিন সকালে পাতিহাঁসের ডিম হাতে পায় যাতে সারাদিন তাদিয়ে সন্ধ্যার প্রাক্কালে বাচ্চা ফুটিয়ে আনন্দে লাফাইয়া উঠে আর বলিয়া উঠে "এক্সপায়ার সাইবার আর্মি বাংলাদেশি সাইট হ্যাক করে" একদম তাজা ।
সকালে ঘুমাবার পূর্বে সেই বাচ্চা ফ্রাই করে খাইয়া আবার পাতিহাঁস কে ডিমের আশায় বসাইয়া রাখে তার পর সকালে ডিম তার পর ডিমে তা তার পর নবাগত পাতিহাঁস সারারাত সেই কথা এই চক্র সারামাস বছর ব্যাপিয়া চলিয়া আসিতেছে । পাতিহাঁস ডিম পাড়িতে ও কার্পণ্য করে না আর তারা ও ডিম এ তা দিতে ভুল করে না... যাই হউক, তাদের কে বলতেছি কাল মানে ইংরেজিতে টেনস বলিয়া যা আছে তা পরীক্ষার সময় ব্যতীত অন্য সময়ে ও একটু খেয়ার রাখতে হয় ।

*** বাংলাদেশের সরকারি সাইট গুলো(কয়েকটি বাদে) আহামরি যে গুরুত্ব পূর্ণ নয় তা সবাই জানে । সম্ভবত সে কারণেই মায়ানমারের সাথের সাইবার ওয়ার এ যে সাইটগুলোর ডাটাবেজ ডীলেট গেছে তার অনেক গুলো এখন ও ক্রিয়েট হয় নাই । কিন্তু ব্যক্তি মালিকানাধীন সাইটগুলো হ্যাক হইছে তা যে ঐ ব্যক্তির কি পরিমাণ লস করে গেছে তা অন্য কেউ জানার কথা না । বাংলাদেশ সাইবার আর্মি সহ আরও দুই একটি গ্রুপ ঐ ওয়ার করেছিল । কিন্তু বাংলাদেশি ওয়েব সাইটের দায়-ভার কেউ নিলো না । সাইট এডমিন এর উপর দোষ চাপিয়ে পিছলাইয়া গেল । এবং ওয়ার এর শুরুটা খুব সুন্দর ভাবে ঢাকঢোল পিটাইয়া সবাইকে জানাইলেও শেষটা কেন জানি অতি নীরবেই হইল । সেই সাথে রোহিঙ্গা ইস্যু ও শেষ, মিছিল মিটিং ও শেষ । এটা কিন্তু কাকতালীয় টাইমিং ছিল ।

*** চলমান সাইবার ওয়ার নিয়ে কথা বলে যা জানতে পারলাম বাংলাদেশ সাইবার আর্মি হ্যাকড হওয়া কোন সাইটের দায়-ভার নিবে না । কিন্তু তারা সাইবার ওয়ার এ যাবে, হ্যাঁ তারা যেতেই পারে তাদের কোন আদর্শে যে এই ওয়ার এত গুরুত্ব পূর্ণ তা জানিনে তবে এটুকু খুব ভালো করে বলতে পারি তবে পাকিস্তানি দের সাথে ওয়ার এ গেলে ক্ষতিটা যে বহুগুণেই হবে তা বোধকরি তাদের সন্দেহের অতীত হতে পারে নাই । পাকিস্তানি হ্যাকার রা কোন অংশে আমাদের চেয়ে কম হবে না । তার মানে কি হতে পারে তা আল্লাহ মালুম । এই ওয়ার এর আগে পরে যদি বিশেষ কোন রাজনৈতিক দলের কোন অবরোধ চলে তাহলে ধরে নেব এটা ও কাকতালীয় টাইমিং ছিল ।

*** বাংলাদেশ সাইবার আর্মির বাংলাদেশের নামে ওয়ার করার অধিকার কতটুকু !? সম্ভবত সাইবার ওয়ার এর উপাদান মূলত দুইটি বস্তু ওয়েবসাইট এবং হ্যাকার । কিন্তু বাংলাদেশ সাইবার আর্মির কোন নিজস্ব ওয়েব সাইট নেই দেখে অবাক না হয়ে পারা যায় না । যাদের নিজেরাই একটা ওয়েব সাইট ওপেন করে নাই তারা কিভাবে যে দেশের অন্য ওয়েব সাইটকে সামনে রেখে ওয়ার এ নামে তা ঠিক বুঝি না । অবশ্য পরের ধনের পোদ্দারি বলে একটা কথা ছিল । তাদের কে দেশের নামে সাইবার ওয়ার করে দেশের সাইট হ্যাকড করার(অন্য দেশের হ্যাকার দ্বারা) অধিকার কে দিয়েছে সেই প্রশ্ন করিলে তারা বাইন-মাছ (এক প্রজাতির মাছ বানান ভুল হতে পারে) এর মত পিছলাইয়া যায় ।

এই ওয়ার এ না যাওয়ার কারণ আরেকটু স্পষ্ট করে বলি তাহলে হয়ত মাথায় ডুকিতে পারে(যাদের এখন ও ডুকে নাই) সেটা হল... বাংলাদেশের কোন বিশেষ রাজনৈতিক দল (না বুঝলে কিছু করার নেই) এর সাথে কোন সম্পর্ক আছে এমন কাহিনীতে আমরা নেই । সেই জন্যই রোহিঙ্গা ইস্যুতে ছিলাম না, পাকিদের সাথে অযথা এই ক্যাচাল এ ও যাচ্ছি না ।

 

এই পোস্ট এর কার্বন কপি সামুতে এবং নাগরিকে

লেখাটি এই লেখার কার্বন কপি

আপডেটঃ

BCA said we asked forgiveness , hmm -_- Below:

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে পাকিস্তান সাইবার আর্মি তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। তাই এই সুবাদে আমরা বাংলাদেশ বনাম পাকিস্তান সাইবার ওয়ার বন্ধ ঘোষনা করছি। আমাদের দাবী ছিলো,

- বাংলাদেশের সাইট হ্যাক করার জণ্য ওদের ক্ষমা চাইতে হবে।

> ওরা অফিশিয়ালী ক্ষমা চেয়েছে

- যুদ্ধপরাধীদের মদদ দেওয়া বন্ধ করতে বলেছিলাম পাকিস্থান সরকার কে।
> এ ব্যাপারে পাকিস্তান সাইবার আর্মির কিছু করার না থাকলেও, এ দাবিটি তাদের সরকারের নজরে এসেছে বলে আমাদের সূত্র নিশ্চিত করেছে।

- আমাদের সাইবার স্পেসে সকল ধরনের অনুপ্রবেশ বন্ধ করতে বলা হয়েছে।
> এ ব্যাপারে পাকিস্তান সাইবার আর্মি জানিয়েছে তারা এই ব্যাপারটা দেখবে।

সাইবার ওয়ার আমাদের লক্ষ অনেকটা অর্জিত হয়েছে।
সুতরাং,সব দিক বিবেচনা করে , আমরা পাক-বাংলাদেশ সাইবার যুদ্ধ বন্ধ ঘোষণা করছি।

তবে মনে একটা কষ্ট থেকে গেল ... শত্রু শক্ত দেখে অনেকেই এই যুদ্ধ সমর্থন করেন নি ... যদি এইটাই আমাদের পূর্বপুরুষ রা ভাবতো, তাহলে কি স্বাধীনতা অরজন হত?

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

pakistan koma chaica it’s good,………….

But amra nijedr moddhe kano maramari korce?
ate jodi khokono joruri proyojon hoy tobe to problem a prote hobe…….
amra BD ar sokol Hacker dr aksate dhakte chai,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

………………………। জানি আপনারা অনেকে যুক্তি দিয়া অনেক কিছুই বলবেন( সাইফুল ইসলাম আপনাকে উদ্দেশ্য করে বলিনি)। ইন্টারনেট এঁর সাথে আমরা (বাঙ্গালীরা) খুব বেশী দিন হয় নি পরিচিতি লাভ করছি। কিছু ডিফেন্স আর আগেই উদ্ভাবিত হ্যাকিং এঁর কিছু কৌশল রপ্ত করে হ্যাক করেন(আর কিছু না করতে পারলে করেন DDos Attact)। কোন দেশের পক্ষে সাইবার যুদ্ধ ঘোষণা করার পারমিশন টা কোথায় থেকে পান ? Answer: ভোটের সময় আমাদের দেশের নেতারা জনসভায় যেমন জনগণের, তেমনি নিজেরাই সাইবার যুদ্ধ ঘোষণা করে হন দেশপ্রেমিক হাঁকের।

Level 0

kisu b0lb0na. Chup k0re thaklam. S0m0y h0le buzajabe….

Baler hacker..