শেষপর্যন্ত মধ্যপ্রাচ্য ভিত্তিক মোবাইল টেলিফোন সার্ভিস প্রোভাইডার ওয়ারিদ কিনে নিয়েছে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল।প্রাথমিক পর্যায়ে ওয়ারিদ-এর নেটওয়ার্ক সমপ্রসারনে তারা তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।বিটিআরসির চেয়ারম্যান জানিয়েছেন, শেয়ার হস্তান্তরের বিষয়ে ধাবী গ্রুপ তাদের চিঠি দিয়েছে। এ নিয়ে তাদের সাথে আলোচনায় বসবে বিটিআরসি। সাড়ে তিনশো কোটি টাকা ফি দিয়ে বিএনপি সরকারের সময় আবুধাবীর শাসক পরিবারের ব্যবসায়ী প্রতিষ্ঠান ধাবী গ্রুপ দেশের ৬ষ্ঠ মোবাইল ফোন অপারেটর ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেডের লাইসেন্স পায়। বিটিআরসি তাদেরকে ১৮০০মেগাহার্জ ফ্রিকোয়েন্সী বরাদ্দ দেয়ায় নেটওয়ার্ক সমপ্রসারনে বিনিয়োগ বেশী হলেও এখন পর্যন্ত এর গ্রাহক সংখ্যা ত্রিশ লাখের কাছাকাছি। ওয়ারিদ-এর একটি সুত্র জানিয়েছে, সমপ্রতি ধাবী গ্রুপ ওয়ারিদ টেলিকমে নতুন কোন বিনিয়োগ করছিলো না। তবে ওয়ারিদের বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা সংবাদটির সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। যেহেতু মন্তব্য করতে রাজী হয় নাই সুতরাং খবর সত্য
জানা গেছে, মধ্যপ্রাচ্যের ধাবী গ্রুপ ওয়ারিদে নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। আর ভারতীয় এয়ারটেল কোম্পানি এরই ফাঁকে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। গত ১৩ ডিসেম্বর ওয়ারিদের দায়িত্ব বুঝে নিতে এয়ারটেলের পক্ষ থেকে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়। বিটিআরসি জানায়, এ ব্যাপারে তারা এয়ারটেল কর্তৃপক্ষের সঙ্গে শিগগির বৈঠকে মিলিত হবে।
এবার দেখি এয়ারটেল এসে কি করে বাংলাদেশে।সমপ্রতি দেশের মোবাইল ফোন অপারেটরদের শেয়ার হস্তান্তর শুরু হয়। ইতোপূর্বে জাপানী প্রতিষ্ঠান ডেকোমো কেনে একটেল এর শেয়ার। গূজব উঠেছিলো ওরাসকম-এর একটেল কেনা নিয়েও, পরে তা বাস্তবায়িত হয়নি।
এই টিউনটি আমাদের দেশ এবঙ এটিএনবাঙলা অবলম্বনে লিখা হয়েছে ।টিউনার শুধু টেকটিউনস ফ্যামিলির সবার সাথে খবরটি শেয়ার করার উদ্দেশ্যে এই টিউনটি করেছে।সবাই ভাল থাকবেন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
copy / past !!! োন problem নাই ………জটিল লাগল … 🙂 🙂 🙂