শেষপর্যন্ত ওয়ারিদকে কিনেই নিল ভারতীয় এয়ারটেল(আপডেটেড)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

শেষপর্যন্ত মধ্যপ্রাচ্য ভিত্তিক মোবাইল টেলিফোন সার্ভিস প্রোভাইডার ওয়ারিদ কিনে নিয়েছে ভারতীয় টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল।প্রাথমিক পর্যায়ে ওয়ারিদ-এর নেটওয়ার্ক সমপ্রসারনে তারা তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।বিটিআরসির চেয়ারম্যান জানিয়েছেন, শেয়ার হস্তান্তরের বিষয়ে ধাবী গ্রুপ তাদের চিঠি দিয়েছে। এ নিয়ে তাদের সাথে আলোচনায় বসবে বিটিআরসি। সাড়ে তিনশো কোটি টাকা ফি দিয়ে বিএনপি সরকারের সময় আবুধাবীর শাসক পরিবারের ব্যবসায়ী প্রতিষ্ঠান ধাবী গ্রুপ দেশের ৬ষ্ঠ মোবাইল ফোন অপারেটর ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেডের লাইসেন্স পায়। বিটিআরসি তাদেরকে ১৮০০মেগাহার্জ ফ্রিকোয়েন্সী বরাদ্দ দেয়ায় নেটওয়ার্ক সমপ্রসারনে বিনিয়োগ বেশী হলেও এখন পর্যন্ত এর গ্রাহক সংখ্যা ত্রিশ লাখের কাছাকাছি। ওয়ারিদ-এর একটি সুত্র জানিয়েছে, সমপ্রতি ধাবী গ্রুপ ওয়ারিদ টেলিকমে নতুন কোন বিনিয়োগ করছিলো না। তবে ওয়ারিদের বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা সংবাদটির সত্যতা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। যেহেতু মন্তব্য করতে রাজী হয় নাই সুতরাং খবর সত্য

জানা গেছে, মধ্যপ্রাচ্যের ধাবী গ্রুপ ওয়ারিদে নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। আর ভারতীয় এয়ারটেল কোম্পানি এরই ফাঁকে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। গত ১৩ ডিসেম্বর ওয়ারিদের দায়িত্ব বুঝে নিতে এয়ারটেলের পক্ষ থেকে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়। বিটিআরসি জানায়, এ ব্যাপারে তারা এয়ারটেল কর্তৃপক্ষের সঙ্গে শিগগির বৈঠকে মিলিত হবে।
এবার দেখি এয়ারটেল এসে কি করে বাংলাদেশে।সমপ্রতি দেশের মোবাইল ফোন অপারেটরদের শেয়ার হস্তান্তর শুরু হয়। ইতোপূর্বে জাপানী প্রতিষ্ঠান ডেকোমো কেনে একটেল এর শেয়ার। গূজব উঠেছিলো ওরাসকম-এর একটেল কেনা নিয়েও, পরে তা বাস্তবায়িত হয়নি।
এই টিউনটি আমাদের দেশ এবঙ এটিএনবাঙলা অবলম্বনে লিখা হয়েছে ।টিউনার শুধু টেকটিউনস ফ্যামিলির সবার সাথে খবরটি শেয়ার করার উদ্দেশ্যে এই টিউনটি করেছে।সবাই ভাল থাকবেন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

copy / past !!! োন problem নাই ………জটিল লাগল … 🙂 🙂 🙂

সত্যি এসে গেলে অপারেটর কোম্পানীদের হাড্ডহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় আছি ।

    এই কোম্পানি যেন আবার ইষ্ট ইন্ডিয়া কোম্পানি না হয় সে দোয়া করেন।তবে ভারত বিরোধী একটা গ্রুপ কিন্তু বাংলাদেশে সক্রীয় সামুতে গেলে দেখতে পাবেন।আর আমি নিজেই ভারত এবং পাকিস্তান বিরোধী মাগনা দিলেও ইউজ করবনা।

Level 0

আপনারা সবাই happy hote parley bhai ami pari nai indian company amader deshe bebsa korey borolok hobey ar
amra ta dekboo … ?? off course not. Jody asoley news ta sotty hoa thake taholey

amader uchit HATE WARID FRM TODAY ………. thankz

দেখি কি হয়। ওয়ারিদ বন্ধ হলে তো আমি শেষ।

    রলিন সব কিছুই ঠিক থাকবে শুধু ম্যানেজমেন্ট পরিবর্তন হবে সুতরাং নো টেনশন আমিও ওয়ারিদের গ্রাহক

    আরো নতুন কিছু প্রযুক্তি পাবো আমরা। 4G 🙂

    রলিন সবসময় একটা কথা মনে রাখবে কোন টেকনলজি আসবে কোনটা আসবে না তা নির্ভর করে দেশের উপরে।একেক দেশে একেক নিয়ম বা বিজনেস পলিসি।যেমন মনে কর গ্রামীন ফোনের মেইন কোম্পানি টেলিনোর অনেক দেশেই ৩জি চালু করেছে কিন্তু বাংলাদেশে পলিসির কারনে চালু করতে পারে নাই।আবার একটেলের সহযোগী এনটিটিডকোমো জাপানে সবচেয়ে দ্রুতগামী মোবাইল ইন্টারনেট চালু করেছে কিন্তু বাংলাদেশে এত বিনোয়োগ করে তারা লস খাবে এজন্য তারা চুপ তাই এয়ারটেল এদেশে এসে কিছুই করবেনা।আর ৪জি এখনও অনেক দেরিতে আসবে কারন বিশ্বের অনেক বড় বড় দেশও এখনও ৩জি চালু করতে পারেনাই।

Level 0

WOW !!! What will be the new name? Airtel Bangladesh ? আমি Warid Postpaid User, প্রথম যখন এটা আসে তখনই নিয়েছি… Call rate কম আর Grameen এর মত Blood-sucking vampire না, Network নিয়ে যে সমস্যা আছে তা আশাকরি একদম সমাধান হয়ে যাবে।

@রলিন : যদি Re-branding ও হয় service থেমে যাবে না, আমার পরিচিত একজনের কাছে এখোনো Sheba Telecom এর Sim আছে… যেটা এখন Banglalink হিসাবে কাজ করে, Re-branding যারা করে তারা কখোনোই পুরোনো Customer দের ফেলে দেয় না… নাইলে নতুন করে আবার শুরু করলে তো it is too tough to compete with rivals.. মিয়া ফুর্তি করুন… 🙂 এইসব হলে উলটা আরও ভালোভালো জিনিস পাওয়া যায়…

Level 0

সাবটাইটেল মামুন ঝাক্কাস খবরটি দেবার জন্য বিশাল THAAAAAAAAAAAAAAAAAANKKKKKKKKKKKK YOOOOOOOOOOOOUUUUUUUUUUU….

ভালো সার্ভিসের অপেক্ষায় থাকলাম।

এবারে এয়ারটেল আসছে বাংলাদেশে? জব্বর খবর! শুধু মোবাইল পরিষেবা নয়, যদি সেইসঙ্গে ইন্টারনেট পরিষেবাও দেয় তাহলেই ভালো হবে আরো। প্রতিদিন বহু মানুষ বাংলাদেশ থেকে কোলকাতায় আসেন, এদের জন্য যদি রোমিং পরিষেবায় বিশেষ ছাড় দিয়ে প্যাকেজ দেয় তাহলে আরো ভালো হয়। এদের আরও যেসব সুবিধা আছে সবগুলি দিতে পারলে বাজারে প্রতিযোগিতা বাড়বে অনেক।

    আমার ধারনা মতে ঠিক আপনার চিন্তা ভাবনার সাথে মিল আছে এয়ারটেলের ।ভারতীয় ইন্জিনিয়ার দিয়ে বাংলাদেশে কাজ চালিয়ে নিবে আর প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ভারতে যায় এদেরকেও টার্গেট করে এয়ারটেল এইদেশে আসতেছে।তবে আশা করি এরা সেবার মানসিকতা নিয়ে আসবে।ভাল থাকবেন

    আপনি এয়ারটেল এবং আমার মানসিকতার মিল খুঁজে নিলেন? আপনি যা ভেবে আমার মন্তব্যের উত্তর দিলেন তা আমি স্পষ্টই বুঝতে পারছি, এবং আমি যথেষ্ট দুঃখিত বোধ করলাম এতে কারন আমি শুধুই প্রযুক্তি এবং পরিষেবার মান ভেবে মন্তব্য করেছিলাম, টেকটিউনসের পরিধি যেটুকু।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

    @রিয়া আপনি ভুল করছেন আমি আসলে “”প্রতিদিন বহু মানুষ বাংলাদেশ থেকে কোলকাতায় আসেন, এদের জন্য যদি রোমিং পরিষেবায় বিশেষ ছাড় দিয়ে প্যাকেজ দেয় তাহলে আরো ভালো হয়””এই কথাটাকি ইংগিত করেছি যে আপনি যেমন এইটা বলেছেন ঠিক এয়ালটেল ও এই চিন্তা করেই বাংলাদেশে আসতেছে।আমি কোন নেগেটিভ ইংগিত করি নাই।তবুও আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তবে আমি আন্তরিকভাবে দু:খিত।ভাল থাকবেন।

5g……………….ha ha ha

ইসসসস… আপনার কথাটা তারাতারি যেন সত্যি হয়।

Level 0

এয়ারটেল আসুক। হয়তো ভারতে কম রেটে কথা বলা যাবে। ভারতের সাথে টেলিযোগাযোগ সহজলভ্য হবে।

Level 0

প্রথমে ধন্যবাদ জানাই ” সাবটাইটেল মামুন”কে এই খবরটা সকলের সাথে শেয়ার করার জন্য। অনেকেই হয়ত মনে করতে পারেন “AIRTEL”বাংলাদেশে বিণিয়োগ করলে দেশের মোবাইল জগতে এক নতুন প্রযুক্তি সাধিত করবে।কিন্তু অন্তত পক্ষে আমি তা মনে করিনা কারণ কোম্পানীটি ভারতীয় বলে।তারা কখনও চাইবে না যে নতুন প্রযুক্তি তাদের পূর্বে কিংবা তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও তা ব্যাবহার করুক। আমরা “গ্রামীণফোন”কে অনেকে মনে করি তারা নতুন কোন প্রযুক্তির সাথে আমদের সংযুক্ত করে না।আসলে তা আমাদের ভূল ধারণা।”গ্রামীণফোন”এর “EDGE” সার্ভিস এখনও আমাদের মধ্যপ্রাচ্যে পরীক্ষামুলক ভাবে চলছে।তাও সকলের জন্য উন্মুক্ত না। নির্দিষ্ট গন্ডীতে সীমাবদ্ধ।আমরা এখানে দুই বছর যাবৎ “3G”(3erd genaretion)সার্ভিস সিমকার্ড এর মাধ্যমে ব্যবহার করে আসছি।কিন্তু ভারতে এই 3G সার্ভিস এই বছর BSNL প্রথম চালু করে তাও নাকি অপ্রতুল।এটা আমার এক ভারতীয় বন্ধুর ভাষ্য।যার জন্মসথল ভারতের “মুম্বাই “শহরের পার্কস্ট্রীট এলাকায়।

Level 0

মোবাইল ফোন সেবার পাশাপাশি আশা করি এয়ারটেল মোবাইল ইন্টারনেটের ব্যাপক প্রসার ঘটাবে। জনগন হয়ত আর প্রতিযোগিতামূলক কম মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবে।

Level 2

সেই আশার গুড়ে আবার বালি পড়বেনাতো? ??????????????????????????????