অবমাননাকর ভিডিও এবং ইউটিউব বন্ধ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশ ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছে এবং গুগলের কাছে সরকারীভাবে চিঠি দেয়া হয়েছে। গুগল এখন পর্যন্ত চিঠির উত্তর দেয় নাই। উত্তর না দিলে নাকি গুগলও বন্ধ করে দেয়া হবে।অনেকে এটাকে ভালো উদ্যোক মনে করছেন। আবার অন্যদিকে অনেকে ভিন্নভাবে ইউটিউব ব্যবহার করছেন এবং কেন ইউটিউব বন্ধ করা হবেনা তা সর্ম্পকে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন।ইতিপূর্বেও ফেসবুকে রাসূল (সাঃ) কে নিয়ে আপত্তিকর ছবি প্রকাশিত হয়েছিলো, বিশ্ব উত্তাল হয়েছিলো, তখন দেশেও ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছিলো। তখন দেশে নির্দিষ্ট কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে ফেসবুকের সপক্ষে মিছিল বের হয়েছিলো, যদিও আপত্তিকর ছবি নিয়ে সেখান থেকে কোন প্রতিবাদ হয়নি।

ইসলাম নিয়ে, রাসুল (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য নতুন কিছু নয়। এটা রাসূল (সাঃ) এর  যুগেও হয়েছে, সাহাবিদের সময় হয়েছে, এর পরেও হয়েছ এবং আমাদের সময় খুব ঘন ঘন হচ্ছে। রাসুল (সাঃ) এর সময়ে এক কবি রাসুল (সাঃ) সর্ম্পকে অনেক বাজে কথা বলতো। ওমর তাকে একদিন পাকড়াও করলেন ও রাসুলের কাছে নিয়ে আসলেন। তিনি রাসুল (সাঃ) কে অনুরোধ করলেন যেন তিনি এই লোকের সামনের দুটি দাত উপড়ে ফেলার আদেশ দেন, যাতে তার কথা ও কবিতা আর কেউ বুঝতে না পারে। রাসূল (সাঃ) বললেন, তিনি কাউকে বিকৃত করা পছন্দ করেন না। তাকে উপহার দিয়ে ছেড়ে দেয়া হলো। সেই লোক তার ভূল বুঝতে পারলো এবং মুসলমান হয়ে গেলো। অন্যদিকে আর এক নেতা গোছের কাফের যাকে বার বার বোঝানো সত্বেও, রাসুল (সাঃ) ও তার পরিবার সর্ম্পকে নোংরা কথা বলা বন্ধ করলোনা, রাসুল (সাঃ) তাকে হত্যার জন্য সাহাবীদের এক বিশেষ দল প্রেরন করেন। তারা বিশেষ কৌশলে তার সুরক্ষিত দূর্গে প্রবেশ করেন এবং শুধুমাত্র তাকে হত্যা করে, পাহাড়াদার দের ফাকি দিয়ে বের হয়ে আসেন। রাসুল (সাঃ) এর  যুগ শেষ হবার পরেও এবং তার আরো অনেক পরে , ১৯০২ সালে লন্ডনে একই নাটক মঞ্চায়িত হয়েছিলো যেখানে রাসুল (সাঃ) এবং তার কন্যা ফাতেমা সর্ম্পকে খারাপ কটুক্তি করা হয়েছিলো। তুরষ্কে তখন অটোমান খেলাফত ছিলো এবং তখন ছিলো খেলাফতের শেষ করুন সময়, বিদায় ঘন্টা বাজছিলো। সেই দঃসময়েও খলীফা দ্বিতীয় আব্দুল হামিদ ঘোষনা করেন, যদি এই নাটক বন্ধ না করা হয়, তবে অবশ্যই রাষ্টের পক্ষ থেকে যুদ্ধ ঘোষনা করা হবে। ব্রিটিশ সরকার তিন দিনের মাথায় নাটিক প্রচার বন্ধ করে। সম্প্রতি ইরান সালমান রুশদির মাথার দাম ৫ লাখ বাড়িয়েছে, যেটি এখন হয়েছে সর্বোমোট ৩৩ লাখ ডলার। তাদের অফিশিয়াল বলছে, রুশদিকে সেই সময় হত্যা করা গেলে এখন এই কার্টুন সিনেমা কিচ্ছু হবার সাহস পেতোনা।

সুতরাং এটা দেখার এবং শিক্ষার বিষয় কিভাবে আমাদের পূর্বসূরীরা এই প্রচার যুদ্ধ মোকাবেলা করেছিলেন, কিভাবে এটাকে বন্ধ রেখেছিলেন। ইসলাম ধর্মে, আমাদের কেউ গালি দিলে আমরা গালি দিতে পারি না, তেমনি কেউ আমাদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করলে আমরা অন্য কোন ধর্ম নিয়ে বাজে মন্তব্যও করতে পারিনা। অন্যদিকে খ্রীষ্টান এবং ইহুদিদের নবী আমাদেরও নবী [ঈসা এবং মুসা], যাদের আমরা সন্মান করি। আবার অন্যদিকে রাসুল (সাঃ) এর উপর মিথ্যা আরোপকারী সর্ম্পকে নিশ্চুপ থাকাও সম্ভব নয়। কারন কেউ যদি আমাদের পিতা মাতাকে গালি দেয় বা তাদের সন্মান করে, আমাদের মাতাদের চরিত্র সর্ম্পকে অপবাদ দেয়, সে যদি দেশের সবচেয়ে ভালো স্কুলের হেডস্যার ও হয় তবে কি আমরা সেই স্কুলে পড়বো। অন্যদিকে রাসূল (সাঃ) এর পদদেশে আমাদের মাতাপিতা কোরবান হোক, তার অসন্মান কিভাবে মেনে নেয়া যেতে পারে এবং ইউটিউব, গুগলের সপক্ষে প্রচারনা করা যেতে পারে? যেখানে হলোকাষ্টের বিপক্ষে কিছু লিখলে বা ভিডিও বানালে, সেটা ১ ঘন্টাও থাকে না, ইউজার সহ ব্যান হয়ে যায়, সেখানে এই ভিডিও কিভাবে থাকে?  ইন্ডিয়াতে হাইকোর্টের রায়ে গুগুলকে হুমকি দেয়া হয় যে "সব ধর্মের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য সরিয়ে না নিলে, ইন্ডিয়াতে তাদের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা বন্ধ করে দেয়া হবে " এবং অলরেডী মুসলমান দের উপর আঘাতকারী সিনেমার জন্য ইন্ডিয়াতে ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছে এবং সেখানে কেউ কোন প্রতিবাদ করে নাই। সেখানে আমাদের মুসলিম প্রধান দেশে সপক্ষে গুনগান করার মতো, প্রতিবাদ করার মতো লোক কোথা থেকে আসে?  কারন দেশে একটা সমাজ তৈরী হয়েছে, যাদের ইসলাম চর্চা ফেসবুক, ইউটিউব এবং রাজনিতীতে সীমাবদ্ধ। কেউ নিজেকে বন্ধুদের কাছে, কেউ সমাজের কাছে, কেউ দেশের কাছে নিজেকে  ভালো ও জ্ঞানী প্রমানের জন্য, ইসলামকে ব্যবহার করে। কারন বিশ্বে রাসুল (সাঃ) এর সন্মানের প্রতি ভালোবাসা জানিয়ে ২০ এর উপরে মানুষ নিহত হয়েছেন, ৩০০ এর বেশী আহত হয়েছেন, হাজার লোক মামলার শিকার হয়েছেন, তারা সবাই আমেরিকান নয় বরং নিজে দেশেরই পুলিশ বাহিনীর আক্রমনের শিকার।সুতরাং এতেই বুঝা যায়...

Level 2

আমি hanif254। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

।সুতরাং এতেই বুঝা যায়…
ki buja jai ?? ektu openly boilen pls..

    Level 2

    @newboy: ভাইয়া, ।সুতরাং এতেই বুঝা যায়…… এর পরে টিউনার বাকরুদ্ধ হয়ে গেছে। 🙂

atleast one good decision from govt.

কথায় বলে ছোট মরিচে বেশি ঝাল । আমি Movie টি দেখেছি এবং সংগ্রহ করেছি।
বাংলাদেশ একটু বেশি কতৃত করে ফেলেছে । ভিক্ষার থালা যখন এক্ষন হতেই রযেগেছে তখন আর বাংলাদেশের কোন মতামত দেয়া উচিত নয়।
Google Youtube ছারা ইনটারনেট হবে গাধার সামিল।

    @googleyoutube: তোমার মাকে আমি গালি দেবো যখন তুমি আমার অফিসে চাকরি করো , মেতে নিবা? তোমাদের মত মেরুদণ্ডহীনদের আত্নসম্মান বলে কিছু নাই হে চুশিল

    Level 2

    @googleyoutube: ভাইয়া আপনি এসব কথা বলতেছেন, কারন পেট আপনার কাছে খুবই গুরুত্বপূর্ন। অবশ্যই দেশে অনেক লোক আছেন যারা নিজের পেটকে, নিজের ধর্মের বা আর্দশের উপরে স্থান দেয়। এদের হাতে ভিক্ষার থালা সবসমই থাকবে এবং এদের অবশ্যই ভিক্ষা করেই খাওয়া উচিত।ভিক্ষুকের কোন মতামত দেয়া উচিত হবে না।

    googleyoutube এ টুকাইপোলা নতুন আইডি খুলছে শুধু আমেরিকার পক্ষে সাফাই গাওয়ার জন্য । তুর পরিচয় যদি পাই তখন তরে ……………এটা প্রযুক্তির সাইট নাইলে তর ১৪ দাদা বরাবর যাইতাম ।হালার বেজন্মার পুত । লজ্জা শরমের পানি মনে হয় ………

US এর উচিত বাংলাদেশের সকল Server বন্ধ করে দেওয়া । তাহলেই বুঝবে ডিজিটাল বাংলাদেশ হবে পিওন টাল বাংলাদেশ।

    @googleyoutube: চামচামি করবা তো নিজের পরিচয় লুকাইয়া কেন। সাহস থাকলে আসল পরিচয় দিয়া কর। তোমার মতন মানুষ এই দেশে সব সময়ে ছিল, আর থাকবেও…

    @googleyoutube: আর একটা উলটা পাল্টা comment করবাতো মনেরাইখ, তোমারে খুইজা বের করা কোন বেপার না…

Amader ei desher matite kichu lok amarder priyo nobi হযরত মুহাম্মাদ (সাঃ) ke nia kichu jogonno facebook page khulaca. Esob page gulo bonder jonno apnader kache sahajjo chacci. Page link http://facebook.com/luiccha.muhammad?refid=46&m_sess=soAdftaL-UUzzkoTx http://facebook.com/profile.php?id=222859054420904&refid=46&m_sess=soAdftaL-UUzzkoTx

Level 2

ধন্যবাদ বাংলাদেশ সরকার ও টিউনার ভাই।
তোরজন্য ( googleyoutube) ভালো ভাষা লিখতে ্চ্ছিা করছে না। তোরমত কুলাঙ্গারকে যে বাপে জন্ম দিছে সেও হতভাগা। গাধা কোথাকার
ভূয়া নামে আইডি খুলছস আবার পরপর 3 টা মন্তব্য। চোরের মার বড় গলা। তোর জন্ম্ ইতো ঠিক নাই। তোর গড তো ইহুদী, নাসারা, আমেরিকা, ইসরাইল। তাই তারা তোকে সাহায্য না করলে ভিক্ষাই করতে হবে। এই … আমেরিকা মুসলইমানের তেল খাইয়া্ই মোটা হ্ইছে। তেল না পাইলে আর মুসলিম দেশের কাছে অস্ত্র বিক্রি করতে না পারলে তোর ইউএস বাপরাই ভিক্ষা করব। শয়তানের চেলা কোথাকার।

Google আর Youtube আমাদের দরকার তারমানে এই নয় যে তারা আমাদের ধর্মের অবমাননাকে প্রস্রয় দিবে।

প্রথমেতো youtube বাংলাদেশ থেকে বন্ধ হয়নি।

তাদেরকে ভিডিও সরানোর বারবার অনুরোধের পরও যখন সরালোনা তখন মানে ৫ম দিনে দিনে সাইট বন্ধ করে দেওয়া হল।

এছাড়াতো অন্য কোন পথ নাই।

আর কাফেররা শুধু যে Youtube এ ভিডিও টি আপলোড করেছে তাওতো নয়। তারা আরও অন্য সাইটেও এটি আপলোড করেছে আর তা বাংলাদেশ থেকে দেখাও যাচ্ছে।

এই ভিডিও দেখে যদি ঈমান নষ্ট হওয়ার আশংকা না থাকতো তাহলে বাকি সাইট গুলোর লিঙ্ক আমি এখানে শেয়ার করতাম।

আর মডারেটর ভাইকে বলছি- এই পোষ্টের কমেন্টে ভিডিওর যে লিঙ্ক গুলি দেওয়া হয়েছে তা দইয়া কএ উছে ফেলুন।

হদীসে আছে-
“আন্যায় দেখলে তা হাত দিয়ে প্রতিহত কর, না পারলে মুখ দিয়ে কর, আর তাও যদি না পার তবে অন্তর থেকে তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে চাও।”

সুতরাং আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করুক যারা ইস্লামের চির-শত্রু আর দুনিয়াতে এইসব ফিতনা-ফাসাদ ছড়াচ্ছে।

Level 0

কিছু লোক আছে যারা কি না নামে মাত্র ইসলাম ধর্ম মানে, কাজে না। আরে ভাই, আপনি ধর্ম না করেন, কিন্তু ধর্মের বিরোধিতা করবেন কেন? আপনি নিজেও নাস্থিক (দয়া করে ভালো পথে ফেরার চেষ্টা করুন ) এবং অন্যকেও নাস্থিক বানাতে চাচ্ছেন। একজন মুসলমান হিসেবে আমাদের সর্বদাই উচিত ইসলামের আদর্শ আমাদের মনের ভেতর পুশে রাখা (তাই বলে কট্টরতার কথা বলছি না)। আল্লাহ্‌ যেন নির্বোধদের বোধ শক্তি দান করেন। আমিন। অনুগ্রহ পূর্বক সঠিক ভাবার্থ চেষ্টা করবেন।

    @EyePlus: ভাই, googleyoutube এর comemnt থেকে মনে হচ্ছে ও একটা ইহুদি… কারন, ও যদি, মুসলমান নাস্তিক হত, অন্তত অই লিঙ্কটা শেয়ার করত না…

Level 2

googleyoutube ও হো শয়তানের বাচ্চা, ইহুদীদের এজেন্ট। এমন ভীতু যে নিজের নামও দিতে সাহস পায়না। কাপুরুষ- হিজরাও হতে পারে … খুলে দেখতে হবে।

গুগুল এমন একটা সাইট, যা সর্বদা উপকারে লাগে। সবসময় এটি ব্যবহার করি। কিন্তু যে গুগুল এমন একটা ভিডিও সাপোর্ট করে, ওই গুগুল আমার দরকার নাই। প্রয়োজনের চেয়ে আদর্শ বড়

মডারেটর ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ ভিড়িও লিঙ্কগুলো মুছে দিন।

jara nobijike nie obomanona kore tara kafir.

Level 2

তাজদীদ ভাই যদি কোন মুসলমান (?) করে সে মুরতাদ, শরীয়তের ফয়সালা 3দিনের মধ্যে তওবা না করলে কতল।

Level 2

টিউনার শয়তান ও সমর্থক তোমার/ তোদের স্ত্রী-বাবা-মার নীল ছবি বানা্য়া লিংক দিলে আরও ভালো হতো না (?)

Level 2

দু:খিত .. টিউনার ভাই ও তাদের সমর্থক হবে না । হবে যারা বিভিন্নভাবে ভিডিওর সমর্থন দিচ্ছে ও লিংক দিচ্ছে তাদের …। সরি টিউনার ভাই

Level 0

কি আর বলবো। দোষ আমাদের মুসল্মানের। আমাদের দূর্বলতার সুযোগে আজ যে কেউ আমাদের ধর্ম নিয়ে হেয় করতে পারে। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন? “আমি পুরোপুরি কোরান-সুন্নাহ মোতাবেক চলি”। আজ আমাদের ঈমান যখন দূর্বল, তখন যে কেউ আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে পারে।
প্রথমে আমাদের নিজেদের সংশোদন করতে হবে। তাহলে দেখবেন কোন পরাশক্তি আমাদের গায়েল করতে পারবেনা। আর আমাদের মধ্যে যারা মুসলিম বেশে ইসলামের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে রুখে দাড়াতে হবে।

Muslims brothers,
you tube , google close hoile ki amra mara jabo? na kheye morbo? Almighty Allah ki amader na keye marben? Ora Rasul Muhammad (SM) ke niya kotshit movie korbe ar muslim hoiya amra protibat korbo na?

jokon sahaba(R) ke bondi kore bola hoto Muhammad(SM) ar hotaar bodole tomake mokti deya hobi tokhon sahaba ( R ) ki boltan? tara bolten amar pran jak kintu Hazrat( SM) ar akta posom khoti hok ami ta chai na? Muhammad( SM) ar proti sahabather vocti dethe ora obak hoya jeto.Rasul (SM) ar prem-e- Eman….

Level 0

”techtunes”-er ”admin” vai ”techtunes” to ”dhorm”-er name ”facebook” hoi gelo !!!!!!!
1jon @googleyoutube koto jon-er ”montober” otpotti korlo.
(doya kore amare abar kao vol vojben na)

Level 0

vai 1ta kotha mone rakben….olta palta ”montobo” korle ”taslim nasrin”, ”salman rosdi” der moto jonoprio hoya jay…….tai tara ata kore

Level 0

অনেক অনেক ধন্যবাদ। এই Face Book generation আমাদের গলার কাঁটা হয়ে দারাবে একসময়।

মন্তব্য করতে চাইছিলাম না। কিন্তু না করেও থাকতে পারলাম না। কুত্তার বাচ্চা @googleyoutube লজ্জা করে না তোর। তোকে কি বলব ভাষা পাচ্ছি না। গালিও দিতে চাই না। রাসুল (সাঃ) এরকম শিক্ষাও আমাদের দেন নি। তবে যাই কর, রাসুল (সাঃ) এর বিরুদ্ধে যায় এমন কিছু করিস না, পরে পস্তাবে যখন করার কিছু থাকবে না রে, stupid…

Level 0

(GoogleYoutube) তোর মতো ব্যক্তিরে গালি দিলে,গালির অ অসম্মান হয়, তোর মতো মানুষরে জন্মের লগে তোর মা যদি গলা টিপা দিয়া মারতো, তাইলে অইটা আইজকের স্রেস্ট একজন মা হইতো।

ভাই কি বলবো এইটা একটা সুস্থ ধারার সাইট, এই খানে গালি গালাজ করা নিষেধ। কিন্তু googleyoutube হালার পুত রে তো গালি না দিলে মনটায় শান্তি পাইতাছি না। ওরে পাইলে তো আমি,,,,,,,,…….(কি করতাম আমার নিজের মাথায়ই আইতাছে না) পরে যারাই কমেন্ট করবো তাদের উচিৎ ওই Bastard রে মনডা ভইরা গালি দিয়া যাক, এতে গুনা না বরং সওয়াব ও হইতে পারে।

Level 0

(GoogleYoutube) I will make ur mother fuck by dog coz ur mother is bitch this is why she gave birth like u nastik son . Shame on u and ur mother . fucking ash hole .

Level 0

@tariqul Islam: সম্পূর্ণ একমত।