সাম্প্রতিক সময়ে BTRC এর কিছু বলিষ্ঠ উদ্যোগঃ-
১। ১০ সেকেন্ড পালস চালু করা।
2। সকল প্রকার কল সেটআপ চার্জ / ১ম মিনিট চার্জ প্রত্যাহার করা।
3। ১GB ইন্টারনেট প্যাক ১০০ টাকা এবং পরবর্তী ইন্টারনেট প্যাক এর সাথে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড সুবিধা বাধ্যতামূলক রাখা।সকল প্রকার ইন্টারনেট প্যাক থেকে ফেয়ার ইউসেজ পলিসি বাতিল করতে হবে ।
বিস্তারিতঃ এখানে
কিন্তু, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
রাত তিনটার দিকে অসুস্থ বোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় জিয়া আহমেদকে।
রাত সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুত্রঃ প্রথম-আলো
BTRC এ তিনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন । আল্লাহ তা'আলা তাকে বেহেস্ত দান করুন ।
[এই দুঃখের মুহূর্তে কি আর বলব, টিউন করার মন মানসিকতা হারিয়ে ফেলেছি]
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
khub e kharap laglo, uni beche thakle hoyto 100 takai 1gb korte parten, uf loss holo amader, ekta valo kajer manushke haralam,
Innalillahi o innalillahi rajeun, unar chestake Allah sofol korun, tar jonno dua thaklo