ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়নের বাইরের প্রায় ৫০ হাজার অবৈধ বিদেশী ছাত্রছাত্রীর কাজের সন্ধান ও তদন্ত করে তাদের ব্রিটেন থেকে বহিষ্কারের ব্যাপারে ইউকে বর্ডার অ্যাজেন্সি অভিযান শুরু করেছে বলে জানা যায়।
এ ব্যাপারে ব্রিটেনের ন্যাশনাল অডিট অফিসের প্রকাশিত তদন্ত রিপোর্টে বলা হয়, ২০০৯ সালে স্টুডেন্ট ভিসার নতুন পদ্ধতি চালুর পর থেকে ব্রিটেনে আগত বিদেশী ছাত্রছাত্রীদের মধ্যে এক-ষষ্ঠমাংশ শিক্ষার্থী ভিসা-ব্যবস্থার অপব্যবহার করেছে।
এসব ছাত্রের বেশির ভাগই ভুয়া। তারা শুধু কাগজেকলমে ছাত্র। পড়াশোনার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে ইউকে বর্ডার অ্যাজেন্সি কার্যকর ব্যবস্থা ও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ওই সব শিক্ষার্থীকে তাদের দেশে পাঠানো ও তাদের ভিসা প্রত্যাখ্যানের বিষয়ে ইউকে বর্ডার অ্যাজেন্সি কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ন্যাশনাল অডিট রিপোর্টে প্রকাশিত হয়। যার পরিপ্রেক্ষিতে ইউকে বর্ডার অ্যাজেন্সি ব্রিটেনে বসবাসরত অবৈধ ছাত্রছাত্রীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য প্রতিনিয়ত নন-ইউরোপিয়ান ব্যবসায়প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বাংলাদেশী, পাকিস্তানি, চীনা রেস্টুরেন্টগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে অনেক শ্রমিক গ্রেফতার হচ্ছেন আর রেস্টুরেন্ট মালিকেরা হাজার হাজার পাউন্ডের জরিমানার শিকার হচ্ছেন। এবং প্রতিদিনই বাংলাদেশী ছাত্র এভাবে ধরা পড়ছে ইউকে বর্ডার অ্যাজেন্সির কাছে
খবরটি ব্রিটেনের স্হানীয় পত্রিকা থেকে নেয়া
আমি ahsanuk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vi onek bipoder modhay asi…
ora ja suru korse tate r uk te thakar issa nai