শুরু হচ্ছে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি উৎসব । প্রযুক্তিপ্রেমীরা জেগে ওঠো

টিউন বিভাগ খবর
প্রকাশিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (Electrical & Electronic Engineering) অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আগামী  ২৮-২৯ ( সেপ্টেম্বর ) তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি উৎসব।

Inter University Tech Fiesta'2012 এর শিরোনামে শুরু হওয়া দুই দিনের এর উৎসবে থাকবে বেশ কিছু ইভেন্ট। নিচে ইভেন্টের নাম ও বিস্তারিত দেয়া হলঃ

1. Hardware Implementation & Showcasing:

নীতিমালাঃ

১. প্রতিটি টিম ১-৩ সদস্য বিশিষ্ট হতে হবে। যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে টিম গঠন করতে পারবে।
২. প্রজেক্ট ১০০% কমপ্লিট হতে হবে।
৩. প্রজেক্ট নিম্নোক্ত বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবেঃ

  • ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইলেক্ট্রনিক্স
  • রোবটিক্স
  • এমবেডেড সিস্টেম

ফোকাস পয়েন্টঃ

১. আইডিয়া
২. ডিজাইন প্রক্রিয়া ও লজিক
৩. খরচ ও এফিসিয়েন্সি
৪. বাস্তব জীবনে প্রয়োগ

ক্যাটাগরিঃ

১. পাওয়ার (পাওয়ার ইলেক্ট্রনিক্স ও পাওয়ার সিস্টেম)
২. ইলেক্ট্রনিক্স (অ্যানালগ ও ডিজিটাল সির্কিট ও ডিভাইস)
৩. এমবেডেড সিস্টেম (কন্ট্রোল সিস্টেম ইত্যাদি)
৪. রোবটিক্স

ফ্রী রেজিস্ট্রেশনের জন্য অথবা অন্যান্য তথ্যের জন্য নিচের লিঙ্ক দেখুন

http://www.eeeassociationkuet.com/registration/regi_ps.php

2. Software Exhibition:

নীতিমালাঃ

১. প্রতিটি টিম ১-৩ সদস্য বিশিষ্ট হতে হবে। যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে টিম গঠন করতে পারবে।
২. প্রজেক্ট ১০০% কমপ্লিট হতে হবে।
৩. যে কোন ধরনের সফটওয়্যার প্রেজেন্ট করা যাবে কিন্তু সরাসরি ইলেক্ট্রিক্যালের সাথে সংশ্লিষ্ট সফটওয়্যার গুরুত্ত পাবে।
৪. কপি করা সফটওয়্যার বাতিল বলে গণ্য হবে।
৫. সকল প্রতিযোগীকে ডেক্সটপ কম্পিউটার সরবরাহ করা হবে। তবে প্রতিযোগী নিজের ল্যাপটপ ও নিয়ে কাজ করতে পারবে।

ফোকাস পয়েন্টঃ

১. আইডিয়া
২. ডেভেলপের ধাপ ও লজিক
৩. ইউজার ফ্রেন্ডলি
৪. বাস্তব জীবনে প্রয়োগ

ফ্রী রেজিস্ট্রেশনের জন্য অথবা অন্যান্য তথ্যের জন্য নিচের লিঙ্ক দেখুন

http://www.eeeassociationkuet.com/registration/regi_se.php

3. Specified Problem Implementation:

এই ইভেন্টে তিনটি প্রবলেম দিয়ে দেয়া হয়েছে। প্রতিযোগীরা ১-৩ জন টিম করে এইগুলো সমাধান ও প্রজেক্ট (হার্ডওয়্যার) তৈরি করে নিয়ে আসতে হবে।

Problem Topics:

1. Mobile Charging via wireless power transmission.
2. Solar Charge Controller.
3. Digital Blood Pressure measuring device.

ফোকাস পয়েন্টঃ

১. ডিজাইন প্রক্রিয়া ও লজিক
২. খরচ ও এফিসিয়েন্সি
৩. সবচেয়ে ভালো সল্যুশন

ফ্রী রেজিস্ট্রেশনের জন্য অথবা অন্যান্য তথ্যের জন্য নিচের লিঙ্ক দেখুন

http://www.eeeassociationkuet.com/registration/regi_pbs.php

4. Project Idea:

১.এই বিভাগে যে কেউ তার বিভিন্ন আইডিয়া শেয়ার করতে পারবে।  তবে আইডিয়া ইউনিক হতে হবে ও ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক এর সাথে রিলেটেড হতে হবে।
২. আইডিয়া বাস্তববাদী হতে হবে।
৩. আইডিয়া প্রয়োগযোগ্য হতে হবে।
৪. আইডিয়া ম্যানুয়ালি অথবা মডেল ও চিত্র দিয়ে প্রেজেন্ট করতে হবে। এর জন্য কোন মাল্টিমিডিয়া প্রদর্শনী করতে দেয়া হবে না।

ফ্রী রেজিস্ট্রেশনের জন্য অথবা অন্যান্য তথ্যের জন্য নিচের লিঙ্ক দেখুন

http://www.eeeassociationkuet.com/registration/regi_pi.php

5. IT Quiz Contest & Games:

১. সমসাময়িক ও বিভিন্ন প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন নিয়ে থাকবে IT Quiz.
২. ২৫ টি প্রশ্ন দেয়া হবে যার জন্য সময় থাকবে ৪০ মিনিট
৩. কোন বহুনির্বাচনী থাকবে না এবং উত্তর যথাসম্ভব সংখিপ্ত করে লিখতে হবে

Games অংশে মুলত থাকবে Sudoku এর জন্য সময় নির্ধারিত থাকবে ৩০ মিনিট।

ফ্রী রেজিস্ট্রেশনের জন্য অথবা অন্যান্য তথ্যের জন্য নিচের লিঙ্ক দেখুন

http://www.eeeassociationkuet.com/registration/regi_it.php

এছাড়াও দুই দিন জুড়েই থাকবে সেমিনার, মুভি শো, কালচারাল প্রোগ্রাম সহ আরও অনেক কিছু।

প্রতিযোগীদের থাকা ও খাওয়ার ব্যাবস্থা করবে অনুষ্ঠান কর্তৃপক্ষ তবে এর জন্য কাউকে কোন রকম অর্থ দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিযোগীরা পাবে টি শার্ট, ব্যাগ, প্যাড ও কলম। এছাড়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় হলে পুরস্কার তো থাকছেই। সর্বমোট ৮০,০০০ টাকা পুরস্কার হিসেবে থাকবে বিভিন্ন ইভেন্টে।

ওহ আর একটা কথা রেজিস্ট্রেশন কিন্তু সম্পুর্ন ফ্রী ...... রেজিস্ট্রেশনের সময়সীমা 11-09-12 থেকে 26-09-12 তারিখ পর্যন্ত।

সুতরাং তৈরি হয়ে যাও তাড়াতাড়ি।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ   http://www.eeeassociationkuet.com

যে কোন ধরনের জিজ্ঞাসা বা খবরাখবর জানতে যোগ দিন ফেসবুকের গ্রুপেঃ https://www.facebook.com/groups/eeetechfiesta2012/

পোস্টটি আগে এখানে প্রকাশিত

Level 0

আমি কম্পুটার পোকা V2। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস